ইন্টার মায়ামিতে যোগ দিতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এখন মায়ামিতে অবস্থান করছেন। সেখানে পরিবারকে নিয়ে দারুণ সময় কাটাছেন আলবিসেলেস্তে অধিনায়ক। পরিবারের জন্য শপিং মার্কেট থেকে কেনাকাটা করতেও দেখা গেছে মায়ামি তারকাকে।
এবার পরিবারকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরির এক পর্যায়ে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। সৌভাগ্যক্রমে গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
মায়ামিতে মেসির গাড়ি লাল বাতি অমান্য করে সরাসরি চলন্ত যানবাহনের মধ্যে ঢুকে পড়ে। তাতে বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারতেন ইন্টার মায়ামি তারকা।ফোর্ট লডারডেল পুলিশের প্রহরায় মেসি পরিবার নিয়ে বের হয়েছিলেন। কিন্তু তিনি সড়কে লাল বাতির সিগন্যাল দেখতে পাননি। সরাসরি একটি চৌরাস্তার মাঝখানে চলমান গাড়ির সারির মধ্যে চলে যায় মেসির গাড়ি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মেসির দুর্ঘটনা থেকে বাঁচার একটি ভিডিও পোস্ট করেছ। তবে গাড়ি মেসি চালাচ্ছিলেন নাকি অন্য কেউ তা নিশ্চিত করতে পারেনি গণমাধ্যমটি।
মন্তব্য করুন