স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০১:০০ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

সব দোষ রেফারির : জাভি

হারের দোষ ম্যাচ রেফারির ওপরই দিচ্ছেন জাভি। ছবি : সংগৃহীত
হারের দোষ ম্যাচ রেফারির ওপরই দিচ্ছেন জাভি। ছবি : সংগৃহীত

পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামার আগেই বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন তিনি যুদ্ধের জন্য প্রস্তুত। তবে জাভির শিষ্যরা হয়ত যুদ্ধ নয় শান্তি চেয়েছিলেন না হলে কী আর নিজেদের ঘরের মাঠে এভাবে কেউ হারে?

পিএসজির কাছে এক রকম প্রায় অসহায় আত্মসমর্পণে শেষ হয়ে গেছে ২০১৮-১৯ এর পর বার্সার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের আশা। তবে এরকম হারের পরও তার শিষ্যদের নয় রেফারির ওপর সব দোষ চাপাচ্ছেন বার্সার কোচ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে বার্সেলোনার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিতে হওয়া চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারফাইনালে ৪-১ গোলে পরাজিত হয় পেদ্রি-ইয়ামালদের বার্সেলোনা। অথচ ম্যাচের ১২ মিনিটেই ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়ার গোল এগিয়ে যায় বার্সা। তখন পর্যন্ত সেমির স্বপ্নে বিভোর ছিল বার্সা। তবে সবকিছুর পরিবর্তন হয়ে যায় ম্যাচের ২৯ মিনিটে।

পিএসজির ব্রাডলি বারকোলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনাল্দ আরাউহো। এরপরেই স্বাগতিক বার্সাকে হটিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে সফরকারী পিএসজি।

তবে চরম উত্তেজনায় ভরপুর হাই ভোল্টেজ এই ম্যাচে দুই দলের খেলা ছাপিয়ে রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকসের ম্যাচ পরিচালনা নিয়ে প্রশ্ন থাকবে দর্শক এবং ফুটবল বোদ্ধাদের মনে। ৯০ মিনিটের খেলায় তিনি কার্ড দেখিয়েছেন ১২টি। যার মধ্যে ৩টি ছিল লাল কার্ড। আরাউহো ছাড়াও বার্সার প্রধান কোচ জাভি হার্নান্দেজও দেখেছেন লাল কার্ড। হলুদ কার্ড থেকে রেহাই পাননি ম্যাচ জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পেও।

ম্যাচ শেষে এই নিয়েই সব ক্ষোভ ঝাড়লেন বার্সা কোচ। জাভি বলেন, ‘পুরো ম্যাচজুড়েই একেবারে বাজে রেফারিং হয়েছে। এত উত্তেজনায় ভরা লড়াইটাকে এক রেফারি শেষ করে দিয়েছে। আমি সাধারণত রেফারিকে নিয়ে কথা বলা পছন্দ করি না। তবে পুরো ম্যাচজুড়ে সে যা করেছে, এরপর আমাকে তার ভুল নিয়ে বলতেই হবে।’

অবশ্য নিজের লাল কার্ড পাওয়া নিয়ে রেফারির ওপর দোষ দেননি তিনি। গত মৌসুমে বার্সাকে লা লিগা জিতানো এই কোচ অকপটে স্বীকার করলেন নিজের ভুল। তিনি বলেন ‘আমার ভুল ছিল। ওই ঘটনায় দোষটা আমারই।’

পিএসজি কোচ লুইস এনরিকেও ম্যাচ শেষে কথা বলেছেন রেফারিং নিয়ে। ট্রেবল জয়ী এই কোচ বলেন, ‘আমি রেফারি নিয়ে কথা বলি না। কোচ হিসেবে আমি কখনো রেফারিকে নিয়ে কথা বলিনি। আমি সেখানেই মনোযোগ দিই, যা আমার নিয়ন্ত্রণে থাকে।’

এ সময় তিনি আরও যোগ করেন, ‘আমি সত্যিই মনে করি, লাল কার্ড ছাড়াও আমরা ম্যাচটা জিততে পারতাম; যদিও আমরা তা প্রমাণ করতে পারব না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্ক সংকেত জারি

সিগারেট বাকিতে না দেওয়ায় দোকানিকে খুন

‘গরমে হাঁসফাঁস, খামারিদের সর্বনাশ’

দেশে ফিরেই রাজনীতি-ক্রিকেট নিয়ে ব্যস্ত সাকিব

১৫৩ রোহিঙ্গার অবৈধ জন্মনিবন্ধন, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বরগুনায় রাতের আঁধারে দখল পাউবোর জমি

তীব্র তাপপ্রবাহে বিদ্যুতের লুকোচুরি

বিপদে রাজধানীর যেসব এলাকার বাসিন্দারা  

সড়কে পড়ে ছিল কলেজশিক্ষার্থীর কাটা পা

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ

১০

জালে উঠে এলো দুই শিশুর মরদেহ

১১

প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু

১২

আজ ঢাকাসহ ২৭ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

১৩

ইতিহাসে আজকের এই দিনে

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৫

৩০ এপ্রিল : নামাজের সময়সূচি

১৬

সকালের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

১৭

পদ্মায় গোসলে নেমে তাবলিগ জামাতের একজনের মৃত্যু

১৮

মেয়েদের উদ্বুদ্ধ করতে সিলেটের তিন স্কুলে নারী ক্রিকেটাররা

১৯

কুয়াকাটায় গরমে ক্লাসেই অসুস্থ দুই শিক্ষার্থী

২০
*/ ?>
X