রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০১:২৬ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকার কোপায় রেকর্ড খরচ পৌনে ৫০০ কোটি টাকা

কোপা আমেরিকা কাপ। প্রতীকী ছবি
কোপা আমেরিকা কাপ। প্রতীকী ছবি

চলতি বছর জুনে টি-টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চে বুঁদ হয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা। এর মাঝেই ২০ জুন থেকে শুরু হবে লাতিন মহাদেশীয় অঞ্চলের ফুটবলীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা কাপ। এবার আমেরিকায় হতে যাওয়া মহাদেশীয় এই টুর্নামেন্টে রেকর্ড পরিমাণ প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।

ক্রীড়াবিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে এই গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকায় অংশগ্রহণ ফি এবং পুরস্কারবাবদ রেকর্ড ৭২ মিলিয়ন ডলার খরচ ধরা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৮৪ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৪০০ টাকা।

প্রতিবেদনটিতে বলা হয় চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রয়েছে ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ ৬৩ লাখ ৭১ হাজার ২০০ টাকা। এ ছাড়া অংশগ্রহণকারী প্রতি দল পাবে ২ মিলিয়ন ডলার। বাংলাদেশ মুদ্রায় যার পরিমাণ ২৩ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৪০০ টাকা।

২০২১ সালে ব্রাজিলের হয় কোপার সর্বশেষ আসর। সেবার মারাকানায় ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর মহাদেশীয় টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করে মেসির আর্জেন্টিনা। সব মিলিয়ে পুরস্কার দেওয়া হয় সাড়ে ১৯ মিলিয়ন ডলার বা ২২৯ কোটি ৯০ লাখ ১৪ হাজার ৯০০ টাকা। আর শিরোপাজয়ী আর্জেন্টাইনরা পেয়েছিল সাড়ে ৬ মিলিয়ন ডলার বা ৭৬ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা।

আসছে আসরে গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি প্রাইজমানি দেওয়া হবে। দক্ষিণ আমেরিকা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ১৬টি দল অংশ নিচ্ছে এবারের কোপা আমেরিকায়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এর আগে ২০১৬ সালে আমেরিকায় আয়োজিত এই টুর্নামেন্টে প্রাইজমানি ছিল সাড়ে ২১ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭৯ কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৪২৫ টাকা। আর চ্যাম্পিয়ন চিলিকে দেওয়া হয়েছিল সাড়ে ৬ মিলিয়ন বা ৭৬ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা।

শতবর্ষী টুর্নামেন্টের ৪৮তম আসরে কোয়ার্টার ফাইনালে খেলা প্রতিটি দল পাচ্ছে ২ মিলিয়ন ডলার বা ২৩ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৪০০ টাকা। প্রতিযোগিতায় চতুর্থ হওয়া দল পাবে ৪ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি ১৫ লাখ ৯২ হাজার ৮০০ টাকা। তৃতীয়স্থান অর্জনকারী দলের জন্য বরাদ্দ ৫ মিলিয়ন ডলার। বাংলাদেশ মুদ্রায় যার পরিমাণ ৫৮ কোটি ৯৮ লাখ ৯১ হাজার টাকা।

কোপার ফাইনালে পরাজিত বা রানার্স আপ হওয়া দল পাবে ৭ মিলিয়ন ডলার বা ৮২ কোটি ৫২ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা। বাকি অর্থ খরচ হবে টুর্নামেন্টে হোটেল, বিমান এবং অভ্যন্তরীণ যাতায়াত খাতে।

এ ছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিটি ফুটবলারের জন্য বাড়তি প্রণোদনা দেওয়া হবে। বিশেষ করে স্বাগতিক দল যুক্তরাষ্ট্রের ফুটবলাররা বিশেষ প্রণোদনা পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১০

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১১

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১২

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৩

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৪

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৫

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৬

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৭

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৮

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৯

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

২০
X