স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১০:৫৯ এএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট বিশ্বকাপের মাঝে ইউরো-কোপা; দেখে নিন সূচি

জুন-জুলাইয়ে ব্যস্ত সময় কাটাবে ক্রীড়াপ্রেমীরা। ছবি: সংগৃহীত
জুন-জুলাইয়ে ব্যস্ত সময় কাটাবে ক্রীড়াপ্রেমীরা। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ১৫তম শিরোপার জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ক্লাব ফুটবলের মৌসুম। এখন ফুটবলাররা ব্যস্ত হয়ে পড়বেন জাতীয় দলের দায়িত্ব। বিশেষ করে ইউরোপ ও লাতিন মহাদেশের ফুটবলারদের ব্যস্ততা বেড়ে যাবে অনেক।

যুক্তরাষ্ট্রে এরই মধ্যে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। রেকর্ড ২০ দলের অংশগ্রহণে নবম আসরের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট মহাযুদ্ধের মাঝে ফুটবলীয় রোমাঞ্চে বুঁদ হবেন ক্রীড়াপ্রেমীরা। সপ্তাহের ব্যবধানে দুই মহাদেশে শুরু হবে ফুটবলের মহারণ।

ক্রিকেট বিশ্বকাপ ও ফুটবলের দুই মেগা ইভেন্টের জন্য রাত জাগতে হবে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের। টাইম জোনের কারণে খেলার সময়গুলো না মিললেও ম্যাচগুলো মিস করতে চাইবেন না খেলা পাগল এ জাতি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ সময় রোববার (২ জুন) ভোরে থেকে পর্দা উঠেছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের মেগা আসর। প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে আমেরিকা। সহ-আয়োজক হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজ। নবম আসরে অভিষেক হচ্ছে ৩ দলের। বিশ্বকাপের সঙ্গে কোপা আমেরিকাও আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ফলে মার্কিন মুলুকে একই সময়ে চলবে দুটো বড় ক্রীড়া আসর। ২৮ জুন পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ইউরো কাপ ফুটবল ইউরোপ মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো কাপে খেলবে ২৪টি দল। ৬ গ্রুপের রয়েছে ৪টি করে দল। জার্মানিতে ১৪ জুন শুরু হয়ে ইউরোপের এ ফুটবল মহাযুদ্ধ চলবে ১৪ জুলাই পর্যন্ত। এই টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। যদিও কিছু ম্যাচ তার আগে শুরু হবে।

ইউরোর গ্রুপ বিন্যাস এ-গ্রুপ: জার্মানি, সুইরাজল্যান্ড, হাঙ্গেরি ও স্কটল্যান্ড বি-গ্রুপ: স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া সি-গ্রুপ: ইংল্যান্ড, সার্বিয়া, ডেনমার্ক ও স্লোভেনিয়া ডি-গ্রুপ: ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও অস্ট্রিয়া ই-গ্রুপ: বেলজিয়াম, রোমানিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেন এফ-গ্রুপ: পর্তুগাল, তুরস্ক, জর্জিয়া ও চেক প্রজাতন্ত্র

কোপা আমেরিকা কাপ এক মাসেও কম সময় ধরে চলবে লাতিন আমেরিকার সেরা হওয়ার লড়াই। আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে বাংলাদেশ সময় ২১ জুন। আর শেষ হবে ১৫ জুলাই। লাতিন ও উত্তর আমেরিকা, দুই মহাদেশের ১৬টি দল অংশ নেবে শতবর্ষী এই টুর্নামেন্টে। চার গ্রুপে খেলবে দলগুলো। কোপার বেশির ভাগ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোরে।

কোপায় কে কোন গ্রুপে খেলবে

এ-গ্রুপ: আর্জেন্টিনা, চিলি, পেরু ও কানাডা বি-গ্রুপ: মেক্সিকো, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও জ্যামাইকা সি-গ্রুপ: উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, বলিভিয়া ও পানামা ডি-গ্রুপ: ব্রাজিল, প্যারাগুয়ে, কলম্বিয়া ও কোস্টারিকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে’

সমাবেশে বক্তব্যকালে অসুস্থ, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান আইসিইউতে

রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে : সাদিক কায়েম

সঞ্জুকে দলে টেনে অধিনায়কের নাম জানাল চেন্নাই

সিলেবাস সংস্কারে আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ভিসি আমানুল্লাহ

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ কেন বাড়ছে? মূল কারণ জানাল গবেষণা

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি

২৬ টুকরো লাশের মামলায় জরেজ-শামীমা ৫ দিনের রিমান্ডে

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

যে অভিযোগ এনে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন রিয়া মনি

১০

দাবি জুলাই ঐক্যের / অন্তর্বর্তী সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে

১১

শ্রমিক লীগের ৩ নেতা গ্রেপ্তার

১২

পারস্য উপসাগরে ‘রহস্যজনক’ ট্যাংকার জব্দ করল ইরান

১৩

নতুন ইউনিফর্ম পেল পুলিশ

১৪

বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ তুলে নিল আন্দোলনকারীরা

১৫

নির্বাচনী প্রচারণায় হাদির ওপর ময়লা পানি ছুড়ল কারা?

১৬

এবার পাথিরানাকে ছেড়ে দিল চেন্নাই

১৭

২৬ টুকরো লাশ নিয়ে র‌্যাব-পুলিশের ভিন্ন বক্তব্যের নেপথ্যে

১৮

মাছ-মাংস-ডিমজাতীয় প্রোটিন বেশি খেলে কি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে?

১৯

আ.লীগের পক্ষে ফেসবুকে প্রচারণা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে থানায় সোপর্দ

২০
X