ইউরোপিয়ান ফুটবলে এখন চলছে নতুন মৌসুমের প্রস্তুতি। ইউরোপের বড় বড় ক্লাবগুলো প্রাক মৌসুমের প্রস্তুতি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ সফর করছে। এরই অংশ হিসেবে আয়োজিত হচ্ছে ক্লাবগুলোর মধ্যে প্রীতি ম্যাচের ।
প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছে বার্সেলোনা। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি পর্বে চারটি ম্যাচ খেলার কথা ছিল লা লিগা চ্যাম্পিয়নদের। কিন্তু এই প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচটিই বাতিল করতে হলো বার্সার। দলের একাধিক খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত খেলা হয়নি কাতালানের ক্লাবটির।
এক বিবৃতিতে ম্যাচ বাতিল করার কথা জানিয়ে বার্সা কর্তৃপক্ষ জানায়, ‘এফসি বার্সেলোনা জানাচ্ছে, লেভি স্টেডিয়ামে জুভেন্টাসের বিপক্ষে ‘সকার চ্যাম্পিয়নস ট্যুরের’ আজকের ম্যাচটি বাতিল করা হয়েছে। দলের উল্লেখযোগ্যসংখ্যক খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এই মুহূর্তে আমাদের একমাত্র চাওয়া খেলোয়াড়রা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এটা খেলোয়াড়, দল এবং সমর্থকদের জন্য কঠিন একটি সময়।’
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ইএসপিএন বার্সার সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বার্সার ১৪ জন খেলোয়াড় পেটের সমস্যায় ভুগছেন। যে কারণে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচটি তাদের পক্ষে খেলা সম্ভব হচ্ছে না। তবে যেসব দর্শক-সমর্থক টিকিট কেটেছেন, তাদের সেই অর্থ ফেরত দেওয়া হবে এবং নির্ধারিত ম্যাচ বাতিলের জন্য যদি কোনো জরিমানা দিতে হয়, তবে বিমা কোম্পানিই সে ব্যবস্থা নেবে।
এদিকে অসুস্থতার কারণে স্কোয়াড বিপর্যস্ত হয়ে পড়লেও বার্সেলোনা কর্তৃপক্ষ পরবর্তী ম্যাচগুলো সূচি অনুযায়ী হবে বলে আশাবাদী। এই সফরে বার্সার পরের ম্যাচটি আগামী বুধবার আর্সেনালের বিপক্ষে। এ ছাড়া ৩০ জুলাই টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে বার্সা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোর এই ম্যাচ ঘিরে মার্কিন দর্শকদের উৎসাহ কমছেই না।
মন্তব্য করুন