স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে বেলজিয়াম দলে ফিরলেন কোর্তোয়া

থিবো কোর্তোয়া। ছবি : সংগৃহীত
থিবো কোর্তোয়া। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া আবারও বেলজিয়াম জাতীয় দলে ফিরেছেন। ইউরো ২০২৪-এর আগে কোচ ডোমেনিকো টেডেস্কোর সঙ্গে মতবিরোধের কারণে দল ছেড়ে যাওয়া কোর্তোয়া নতুন কোচ রুদি গার্সিয়ার অধীনে স্কোয়াডে জায়গা পেয়েছেন।

নতুন কোচ গার্সিয়া শুক্রবার আসন্ন নেশনস লিগ প্লে-অফের জন্য বেলজিয়ামের স্কোয়াড ঘোষণা করেন, যেখানে কোর্তোয়ার নাম রয়েছে চারজন গোলরক্ষকের তালিকায়। অন্যদিকে, ইউরো ২০২৪-এ বেলজিয়ামের মূল গোলরক্ষক হিসেবে খেলা কোয়েন কাস্তিলস দলে নেই। ধারণা করা হচ্ছে, কোর্তোয়ার প্রত্যাবর্তনের প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট হয়ে তিনি নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছেন।

কোর্তোয়া ও সাবেক কোচ টেডেস্কোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় গত বছর, যখন বেলজিয়াম অধিনায়কত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ছিল, টেডেস্কো তাকে অধিনায়ক না করায় কোর্তোয়া দল ছেড়েছিলেন। যদিও পরে কোর্তোয়া দাবি করেন, তিনি চোটের কারণে ছিটকে গিয়েছিলেন।

এরপর আগস্টে কোর্তোয়া স্পষ্ট জানিয়ে দেন যে, টেডেস্কো দলে থাকলে তিনি বেলজিয়ামের হয়ে খেলবেন না। জানুয়ারিতে টেডেস্কোকে বিদায় জানায় বেলজিয়াম ফুটবল ফেডারেশন এবং নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন রুদি গার্সিয়া, যার হাত ধরেই দলে ফিরলেন কুর্তোয়া।

কুর্তোয়ার দলে ফেরার ফলে বেলজিয়ামের রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন নেশনস লিগ প্লে-অফে ইউক্রেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই সিদ্ধান্ত বেলজিয়ামের জন্য ইতিবাচক হতে পারে।

কোর্তোয়া ছাড়াও ঘোষিত স্কোয়াডে আছেন কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকু, লিয়ান্দ্রো ট্রসার্ড ও জেরেমি ডোকুর মতো তারকারা।

তবে কোর্তোয়ার প্রত্যাবর্তন নিয়ে ফুটবল মহলে আলোচনা থেমে নেই। কাস্তিলসের দল ছাড়ার বিষয়টি অনেকের কাছে ইঙ্গিত দিচ্ছে যে, জাতীয় দলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখনো পুরোপুরি মিটে যায়নি।

বেলজিয়ামের স্কোয়াড (নেশনস লিগ প্লে-অফ)

গোলরক্ষক:

থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), সেনে ল্যামেন্স (রয়্যাল অ্যান্টওয়ার্প), ম্যাটজ সেলস (নটিংহ্যাম ফরেস্ট), মার্টেন ভান্ডেভোর্ত (আরবি লাইপজিগ)।

ডিফেন্ডার:

টিমোথি কাস্তানে (ফুলহ্যাম), জেনো ডেবাস্ট (স্পোর্টিং লিসবন), ডি কুইপার (ক্লাব ব্রুজ), কোনি ডে উইন্টার (জেনোয়া), ওয়াউট ফায়েস (লেস্টার সিটি), ব্র্যান্ডন মিশেলে (ক্লাব ব্রুজ), থমাস মুনিয়ের (লিল), আর্থার থিয়েটে (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)।

মিডফিল্ডার:

কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), ব্রায়ান হেইনেন (রেসিং জেঙ্ক), জোর্থি মোকিও (আয়াক্স), নিকোলাস রাসকিন (রেঞ্জার্স), ইউরি টিলেমানস (অ্যাস্টন ভিলা), হ্যান্স ভানাকেন (ক্লাব ব্রুজ)।

ফরোয়ার্ড:

চার্লস ডি কেটেলারে (আতালান্তা), জেরেমি ডোকু (ম্যানচেস্টার সিটি), মালিক ফোফানা (ওলিম্পিক লিঁও), রোমেলু লুকাকু (নাপোলি), ডোডি লুকাবাকিও (সেভিয়া), লোইস ওপেন্ডা (আরবি লাইপজিগ), আলেক্সিস সায়েলেমেকার্স (এএস রোমা), লিয়ান্দ্রো ট্রসার্ড (আর্সেনাল)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

১০

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

১১

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

১২

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১৩

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

১৪

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৫

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

১৬

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

১৭

পশ্চিম দিকে থুথু ফেলা কি জায়েজ আছে?

১৮

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

১৯

ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

২০
X