শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১২:৫০ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ছন্দে থাকা মেসির ইনজুরি নিয়ে দুশ্চিন্তা

ম্যাচের সময় চিকিৎসকের শরণাপন্ন হন মেসি।
ম্যাচের সময় চিকিৎসকের শরণাপন্ন হন মেসি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ১-০ গোলে জিতে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দুই ম্যাচে কোনো গোল না পেলেও দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসি।

কানাডার বিপক্ষে ৩টি নিশ্চিত গোল মিস করার পর, চিলির বিপক্ষে অন্তত দুটি সহজ সুযোগ নষ্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক। গোল না পেলেও মেসির দারুণ ফর্ম আশা বাড়াচ্ছে আর্জেন্টিনার ভক্তদের।

তবে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস যা জানিয়েছে, তাতে দুশ্চিন্তার ছাপ পড়বে মেসিভক্তদের কপালে। চিলির বিপক্ষে মাঠে নামার আগে পুরোপুরি ফিট ছিলেন না মেসি। এ জন্য ম্যাচের ২৪ মিনিটে চিকিৎসক দলের শরণাপন্ন হয়েছিলেন তিনি।

মাঝে মধ্যে মাঠে দাঁড়িয়ে স্ট্রাচিং করতে দেখা যায় তাকে। অবশ্য এর আগে চিলি ফুটবলাররা আর্জেন্টিনার অধিনায়ককে দুবার বেশ কড়া ট্যাকল করেন। বিশেষ করে প্রতিপক্ষের ডিফেন্ডার গ্যাব্রিয়েল সুয়াজোর ট্যাকলটি ছিল বেশ বাজে।

এরপর ডান পায়ের ঊরুতে অস্বস্তিবোধ করায় প্রাথমিক চিকিৎসা নেন তিনি। যদিও পুরো সময় মাঠে ছিলেন মেসি। তবে তাকে ঘিরে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।

চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। এমনকি জাতীয় দলের জার্সিতে খেলা হয়নি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও। কোপা আমেরিকায় পুরোপুরি সুস্থ মেসিকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা ছিল।

সেই শঙ্কা কাটিয়ে মাঠে নামেন তিনি। খেলছিলেন ভালোই। ছিলেন দারুণ ছন্দে। তবে মহাদেশীয় এই টুর্নামেন্ট চলাকালে মেসির ইনজুরি, কিছুটা হলেও দুশ্চিন্তার ভাঁজ ফেলবে লিওনেল স্কালোনির কপালে।

যদিও আর্জেন্টাইন কিংবদন্তির চোট কতটা গুরুতর তা নিয়ে কিছু জানায়নি আর্জেন্টাইন গণমাধ্যম। শুধু জানানো হয়েছে দ্রুত মেসির চোটের পরীক্ষা করা হবে। ইনজুরিটা খুব বেশি বড় নয় বলে জানিয়েছে আর্জেন্টাইন অধিনায়ক নিজে। ম্যাচ শেষে মিক্সড জোনে কথা বলার সময় তিনি বলেছেন, ‘একটু তো ভাবনা হচ্ছেই, তবে খেলাটা শেষ করতে পেরেছি। আশা করছি, আঘাতটা বড় কিছু নয়। চোট পাওয়া জায়গাটা শক্ত হয়ে আসছিল। অস্বস্তির কারণে ঠিকমতো দৌড়াতে পারছিলাম না। দেখা যাক কী হয়।’

চিলির বিপক্ষে নামার আগে শারীরিকভাবেও অসুস্থ ছিলেন বলেও জানান তিনি, ‘কয়েক দিন ধরেই গলাব্যথা, জ্বরও আছে। এ কারণেই সম্ভবত ম্যাচে একটু ভুগেছি।’

বাংলাদেশ সময় আগামী রোববার সকালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। সে ম্যাচে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘দেখা যাক, কতটুকু সেরে উঠি। সামনে আরও ম্যাচ আছে। সেসব নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদ্বন্ধী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১০

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

১১

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

১২

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১৩

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১৪

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১৫

জামায়াতের প্রার্থীকে শোকজ

১৬

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১৭

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১৮

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৯

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

২০
X