ছোটবেলায় মাথায় ফেট্টি বেঁধে জন ম্যাকেনরো সেজে ঘুরে বেড়াতেন শচীন টেন্ডুলকার। মহান ক্রিকেটার হওয়ার পরও যে টেনিস সম্পর্কে তার আগ্রহ কমেছে, এমনটা নয়। যে কারণে নিয়মিতই তাকে উইম্বলডনের রয়্যাল বক্সে দেখা যায়। শনিবার তিনি টেনিসের কিংবদন্তি রজার ফেদেরারের সঙ্গে মিলে টেনিস দেখেন। সেই সময় উইম্বলডনের আয়োজকরা শচীনের কাছে জানতে চেয়েছিলেন তার ইচ্ছার কথা। তিনি ফেদেরারের সঙ্গে ক্রিকেট খেলার ইচ্ছার কথা জানান। শুধু তাই নয়, শচীন জানিয়েছেন টেনিসের প্রতিপক্ষ হিসেবে ক্রিকেটারদের মধ্যে শেন ওয়ার্ন আর যুবরাজ সিংকে বেছে নিতেন।
আয়োজকদের প্রথম প্রশ্নের উত্তরে শচীন বলেন, ‘টেনিস খেলোয়াড়দের মধ্যে কাউকে ক্রিকেট সঙ্গী হিসেবে বাছতে হলে আমি ফেদেরারকে বেছে নেব। তার ক্রিকেটের সঙ্গে যোগ রয়েছে। ফেদেরারের মা দক্ষিণ আফ্রিকার এবং ক্রিকেটের খুঁটিনাটি সম্পর্কে খোঁজখবর রাখেন। ফেদেরারের সঙ্গে আমার আলোচনার অনেকটা জুড়েই থাকে ক্রিকেট।’
এরপর শচীনের কাছে জানতে চাওয়া হয়, কোন ক্রিকেটারের সঙ্গে তিনি টেনিস খেলতে চান? উত্তরে শচীন বলেন, ‘দুজন আমার তালিকায় থাকবে। একজন ওয়ার্ন এবং অন্যজন যুবরাজ। আমরা ওয়ার্নকে দুই বছর আগেই হারিয়েছি। তার সঙ্গে একবার আমি লন্ডনে টেনিস খেলেছি। শুধু ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতায় নয়, টেনিসের প্রতিদ্বন্দ্বিতাও উপভোগ্য ছিল। অন্যজন হলো ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ।’
মন্তব্য করুন