প্যারিসে ২০২৪ সালে শুরু হতে যাওয়া অলিম্পিকের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ২০৩ দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হলেও এ তালিকা থেকে বাদ পড়েছে রাশিয়া ও বেলারুশ।
বার্তা সংস্থা এএফপি জানায়, আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ আগামী বছরের ২৬ জুলাই শুরু হতে যাওয়া এই বৈশ্বিক আসরের আমন্ত্রণপত্র দেশগুলোকে পাঠাতে শুরু করেছেন। তবে ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়া ও রাশিয়ার ঘনিষ্ঠ বেলারুশকে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে না। এ ছাড়া সদস্যপদ স্থগিত থাকায় মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালাও আমন্ত্রণ পায়নি।
রাশিয়া ও বেলারুশকে প্যারিস অলিম্পিকে ডাকা পাচ্ছে না সেটি ১৪ জুলাই নিশ্চিত করে আইওসি। তবে রাষ্ট্র অংশ নিতে না পারলেও দেশ দুটির ক্রীড়াবিদদের জন্য অলিম্পিকের দরজা খোলা রাখা হয়েছে। রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদেরা অলিম্পিক পতাকার অধীনে খেলতে পারবেন।
এদিকে প্যারিস অলিম্পিকের মাধ্যমে ১২ বছর পর ইউরোপে ফিরছে অলিম্পিক। অলিম্পিকের এক বছর বাকির দিন গণনা শুরুর দিনে আইওসিপ্রধান বাখ প্যারিসে তিন দিনের সফরে গিয়ে শহরটির প্রস্তুতির খোঁজখবর নেন । সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর অলিম্পিকের জন্য প্যারিসের প্রস্তুতি ‘চমৎকার’ বলে মন্তব্য করেন বাখ।
প্যারিস অলিম্পিক প্রস্তুতি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ কথা বলেছেন । ফ্রান্সইনফো রেডিওকে তিনি বলেন, ‘ফ্রান্স প্রস্তুত, নিশ্চিতভাবে নির্ধারিত সময়েও প্রস্তুত থাকবে। আমাদের এখন প্রচুর প্রস্তুতি আর প্রচুর কাজ। যেকোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ পেশাদারির সঙ্গে আমরা প্রস্তুত থাকব।’
মন্তব্য করুন