ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ
জুনিয়র বিশ্বকাপ বাছাই

যুবাদের ইতিহাসের হাতছানি

যুব এশিয়া কাপের আগে হকি দলের ফটোসেশন। ছবি : সংগৃহীত
যুব এশিয়া কাপের আগে হকি দলের ফটোসেশন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটির প্রথম সভা ‘পরিচিতি সভা’ হয়ে দাঁড়িয়েছিল। কমিটির কর্মকর্তাদের বেশিরভাগই একে অন্যকে চেনেন; বুধবার (২০ নভেম্বর) সহকর্মী হিসেবে চিনলেন নতুন করে। আসন্ন জুনিয়র এশিয়া কাপের পুরুষ ও নারী দলের ফটোসেশনও হয়ে গেল এদিন।

দুটি আসরের খেলা অনুষ্ঠিত হবে ওমানের মাসকাটে। ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ১০ দলের পুরুষ বিভাগের খেলা অনুষ্ঠিত হবে। ৭ থেকে ১৫ ডিসেম্বর নারী বিভাগে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১০। পুরুষ দল পুল ‘বি’-এ আছে সঙ্গী মালয়েশিয়া, পাকিস্তান, চায়না ও স্বাগতিক ওমান। নারী বিভাগে পুল ‘এ’-তে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে চীন, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড। পুরুষ বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শনিবার ঢাকা ছাড়বে দল।

প্রতিযোগিতা সম্পর্কে পুরুষ দলের ম্যানেজার কাওসার আলী কালবেলাকে বলেছেন, ‘প্রায় ২ মাস ধরে প্রস্তুতি নিয়েছে আমাদের দলটি। সব দিক থেকে প্রস্তুতি তো ভালোই হয়েছে। কিন্তু প্রস্তুতি ম্যাচের ঘাটতি রয়ে গেছে। কয়েকটা ম্যাচ খেলতে পারলে এটা দলের জন্য ভালো দিক হতো।’ বাংলাদেশ দলের কোচ হিসেবে রয়েছেন সাবেক খেলোয়াড় মওদুদুর রহমান শুভ।

জুনিয়র এশিয়া কাপ থেকে শীর্ষ ৫ দল যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। স্বাগতিক ভারত আগেই সে যোগ্যতা অর্জন করেছে, দেশটির শীর্ষ ৬-এ থাকার কথা। সে হিসেবে বাড়তি একটি দেশ সুযোগ পাবে। ওই দৃষ্টিকোণ থেকে বিশ্বকাপ খেলার প্রশ্নে বাংলাদেশের সামনে ভালো সম্ভাবনা রয়েছে। সে সম্ভাবনার সামনে ‘যদি-কিন্তু’ যুক্ত করছে প্রস্তুতি ম্যাচের ঘাটতি। সমস্যাটা নতুন নয়, বরং বৈশ্বিক ভালো প্রতিযোগিতায় খেলতে যাওয়ার আগে ধারাবাহিকভাবেই এ সংক্রান্ত আক্ষেপের কথা শোনা যায়।

আসরের প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে পুরুষ দলের ম্যানেজার কাওসার আলী বলছিলেন, ‘দলগুলোর বিপক্ষে অতীতে খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের। কিন্তু তারা বর্তমান সময়ে কতটুকু এগিয়েছে, এটা বলতে পারছি না।’

প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে অস্পষ্ট ধারণার মধ্যেই আশাবাদী কাওসার আলী, ‘ওমান আমাদের প্রথম প্রতিপক্ষ। এ দলকে অতীতে আমরা হারিয়েছি। চীন, মালয়েশিয়া, কিংবা পাকিস্তানের মধ্যে যে কোনো দলকে হারাতে হবে। আমরা আশাবাদী।’

নারী দলের কোচের দায়িত্ব পালন করছেন জাহিদ হাসান রাজু, যিনি বিকেএসপির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। পুরুষ দলের কোচ মওদুদুর রহমান শুভও বিকেএসপির কোচ। দুটি দলের অধিকাংশ সদস্য বিকেএসপির। সে হিসেবে খেলোয়াড়দের সম্পর্কে দুই কোচেরই স্পষ্ট ধারণা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

সূর্য উঠলে দেখতে পাবেন, আ.লীগ নিষিদ্ধ: সিইসি

‘কাশ্মীরে ৯৩% মানুষ মুসলিম, তারা ভারতের সঙ্গে থাকতে চায় না’

কাশ্মীর এখন কেমন আছে?

গোপন বৈঠক করলেও গ্রেপ্তার হবে আ.লীগ নেতাকর্মীরা

টেস্ট ক্রিকেটকে বিদায় বলেই দিলেন কোহলি

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি ও যোগ্যতা

পাবনায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

যুদ্ধবিরতি ভঙ্গের পর গাজায় যা যা ঘটেছে

কালবৈশাখীর কবলে প্রাণ গেল র‍্যাব সদস্যের

১০

বার্সা সমর্থকদের কৌতুকে চটলেন ভিনিসিয়ুস

১১

দুর্নীতি-অনিয়মের অভিযোগ বেশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে

১২

রাস্তা অবরোধ করে দাবি-দাওয়া প্রসঙ্গে ডিএমপির নতুন নির্দেশনা

১৩

ভাইরাল মন্তব্যের পর ক্ষমা চাইলেন রিশাদ

১৪

ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

একাত্তরের গণহত্যার সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপির

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনার এখন কী অবস্থা

১৭

ইয়েমেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরে ইসরায়েলের হামলা

১৮

‘জামায়াত-শিবিরকে কাজে লাগানো শেষ’

১৯

সার্বিক ভূমি ও কৃষি সংস্কার সম্পর্কিত প্রস্তাব

২০
X