কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

জহিরের শাস্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে রুপাজয়ী স্প্রিন্টার জহির রায়হান। ছবি : সংগৃহীত
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে রুপাজয়ী স্প্রিন্টার জহির রায়হান। ছবি : সংগৃহীত

জহির রায়হানের বহিষ্কারাদেশ নিয়ে আলোচনার মাঝে সাবেক এক স্প্রিন্টার বললেন, ‘আমার নাম উল্লেখ করে কিছু লিখবেন না। কোথায় না আবার জটিলতায় জড়িয়ে যাই!’ এ কথাতেই স্পষ্ট, অ্যাথলেটিকস ফেডারেশন কর্মকর্তাদের বিরুদ্ধে যায়—এমন কথা বলতে ভয় সংশ্লিষ্টদের মধ্যে। সে ভয়কে জয় করতে গিয়েই কি ছয় মাসের নিষেধাজ্ঞার খড়্গে পড়লেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে রুপাজয়ী স্প্রিন্টার জহির রায়হান?

উত্তরে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম কালবেলাকে বললেন, ‘গণমাধ্যমে কথা বলার কারণেই শাস্তি দেওয়া হয়েছে—বিষয়টা এমন নয়। অনেকগুলো কারণের একটি ছিল সেটি। জাতীয় দলের ক্যাম্প ফেলে আলাদা অনুশীলন করতে চেয়েছে সে। ক্যাম্পের দায়িত্বশীলরা ডাকার পরও আসেনি। কারণ দর্শাও নোটিশ দেওয়া হলেও জবাব দেয়নি। শৃঙ্খলা রক্ষা করতে আমাদের সামনে এমন সিদ্ধান্ত নেওয়ার বিকল্প ছিল না।’

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ৪০০ মিটার স্প্রিন্টে টানা নয়বারের স্বর্ণজয়ী জহির রায়হান। রুপা জিতেছেন এশিয়ান ইনডোর গেমসে। আসন্ন এসএ গেমসে এ স্প্রিন্টারকে ঘিরে বড় স্বপ্নই দেখা হচ্ছে। এসব বিবেচনায় নিয়ে শাস্তিটা কমানো যেত না? প্রশ্নের উত্তরে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বললেন, ‘ফেডারেশনের কর্মকর্তারা বলছিলেন, শাস্তিটা কম হয়ে যাচ্ছে। তার পরও আমরা ছয় মাসের জন্য তাকে ঘরোয়া ও আন্তর্জাতিক কার্যক্রমে নিষিদ্ধ করেছি।’

জহির রায়হানের বিরুদ্ধে বুধবার রাতে যে রায় দেওয়া হয়েছে, এ সংক্রান্ত ক্ষোভের উৎপত্তি গত মার্চে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। আসরের ৪০০ মিটারের হিটে বাদ পড়ার পর স্থানীয় এক গণমাধ্যমেকে বলেছিলেন, ‘(হিট থেকে) বিদায়ই আমাদের ভাগ্য। কারণ আমাদের জন্য অনুশীলনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। নিজের গাঁটের পয়সা খরচ করে অনুশীলন করেছি। এভাবে কি পদক জয়ের স্বপ্ন দেখা যায়?’ বিকেএসপি থেকে উঠে আসা এ স্প্রিন্টারের এ কথা কিন্তু একেবারের অযৌক্তিকও নয়। বৈশ্বিক নানা আসরে অংশগ্রহণের আগে অ্যাথলেটদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন ছিল, সেটা এখনো আছে। দিন বদলের গালগল্প শুনিয়ে ক্রীড়াঙ্গন সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশি ক্রীড়াবিদদের সাফল্যের পথটা চওড়া করার প্রচেষ্টা দেখা যাচ্ছে না বেশিরভাগ ক্রীড়া ফেডারেশনে।

এদিকে জহির রায়হানের শাস্তির ইস্যুতে ক্ষোভ নিংড়ে দিলেও এ নিয়ে গণমাধ্যমে অন-রেকর্ড কিছু বলতে চাননি একাধিক সাবেক অ্যাথলেট। বর্তমানে কোচ হিসেবে কাজ করা তেমনই সাবেক এক ক্রীড়াবিদ কালবেলাকে বলছিলেন, ‘ফেডারেশনের মসনদ নিয়ে কর্মকর্তাদের মধ্যে যে তৎপরতা লক্ষ করা যায়, তার সিকি আনাও খেলার উন্নয়নে দেখা যাচ্ছে না। এ অবস্থায় ক্রীড়াবিদদের মধ্যে ক্ষোভ বিরাজ করা স্বাভাবিক। তাই বলে ছয় মাসের জন্য নিষিদ্ধ করতে হবে!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্নাব্যুতে নেমেই আরেকটি রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টিনার ‘মাস্তান’

একাদশে ভর্তিতে যাদের আবেদন বাতিলের নির্দেশ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা 

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, দাম কত জানেন?

নারী শিক্ষার্থীদের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন ডাকসুর এজিএস পদপ্রার্থী মায়েদ

এয়ারলাইনসের ‘ভুল সিদ্ধান্ত’ / বিদেশ যেতে বিমানবন্দর সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরছেন হোসাইন

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যে যোগ্যতা দরকার

মাঝআকাশে বোতল-ব্যাগে মলমূত্র ত্যাগ করলেন যাত্রীরা

ইরানের পাল্টা হামলা, ক্ষতিপূরণ দাবি করছেন ৫৩ হাজার ইসরায়েলি

যোদ্ধাদের সামরিক প্রধানের পর মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল

১০

সবুজায়ন হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি

১১

বিইউবিটির আইন ও বিচার বিভাগের সঙ্গে ৮ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

১২

রাস্তা নিয়ে দুর্ভোগ, ভেঙে যাচ্ছে বিয়ে!

১৩

এটা সারপ্রাইজ হিসেবে থাকুক : তিশা

১৪

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা

১৫

‘আমার বিয়ের দাওয়াত খাইতে চাইলে ডাকসুতে জিতান’

১৬

বিএনপির দুই নেতাকে শোকজ

১৭

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

১৮

ইশরাকের পোস্ট শেয়ার করে রাশেদ বললেন, ‘নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে’

১৯

প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি

২০
X