বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ঢাবি

অসচ্ছল নারী শিক্ষার্থীদের সহায়তা প্রদানকালে। ছবি : কালবেলা
অসচ্ছল নারী শিক্ষার্থীদের সহায়তা প্রদানকালে। ছবি : কালবেলা

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর্থিকভাবে অসচ্ছল নারী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের নারী শিক্ষার্থীদের মধ্যে যারা আর্থিকভাবে অসচ্ছলতার কারণে হলে থাকতে পারেন না তাদের এ সহায়তা দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে এ সহায়তা প্রদান করা হয়। এই কার্যক্রম চলমান থাকবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন, আমরা এই আইডিয়া নিজেদের মধ্যে আলোচনা শেষে প্রক্টর স্যারের সাথে আলোচনা করি। এরপর প্রক্টর স্যার কোষাধ্যক্ষকে জানাতে বলেন। পরে আমরা কোষাধ্যক্ষকে এই বিষয়ে লিখিত দাবি জানাই। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়কে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেয়। যতদিন পর্যন্ত সব ছাত্রীর আবাসন সুবিধা দেয়া সম্ভব না হয় ততক্ষণ পর্যন্ত যেন এই আর্থিক সহায়তা দেয়া হয় এই দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, মেয়েদের সংকট যে এমন তীব্র তা জানতাম না। অনেক শিক্ষার্থীকে আমরা নিজেরাও চাঁদা তুলে সহায়তা দিয়েছি। ছেলেরা যেকোনো জায়গায় থাকতে পারে কিন্তু মেয়েদের জন্য তা অনেক কঠিন। মেয়েদের এই অবস্থার জন্য আমরাই দায়ী। আমরা কথায় কথায় বিভাগ বাড়িয়েছি কিন্তু তারা কোথায় যাবে সেটা ভাবিনি। হল না বাড়ানো পর্যন্ত এটা টেকসই হবে না। এই প্রক্রিয়া যাতে আমরা স্বচ্ছতার সাথে করতে পারি এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, এখানে আমরা প্রতিনিয়ত দেখেছি একজন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী কিভাবে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। স্বপ্নপূরণের গল্পগুলো আমরা দেখেছি। আমাদের সামর্থ্য সীমিত। আমরা কখনোই মনে করি না আমরা বিশাল কিছু করে ফেলেছি। তাদেরকে কিছুটা সাপোর্ট দেয়ার চেষ্টা করতেছি, তাদের পাশে থাকার চেষ্টা করছি। সমাধান হচ্ছে হলগুলো তৈরি করা। এটা সাময়িক একটি প্রচেষ্টা। ছোট ছোট উদ্যোগ আমরা শুরু করেছি যার ফল সবাই পাবে। আমাদের চেষ্টা আছে। তিনি জোর দিয়ে বলেন, যাদের হলে থাকার জায়গা তাদের একটা সমাধান আমাদের করতেই হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এটি একটি আপদকালীন ব্যবস্থা। এটি স্থায়ী সমাধান নয়। আমাদের স্থায়ী সমাধান হচ্ছে হল তৈরি করা। আপাতত আমাদের পক্ষে যেটুকু করা সম্ভব সেগুলো করছি। এখানে যাদের আর্থিক সহায়তা দেওয়া হবে তাদের জন্য ছয়টি শর্ত রাখা হয়েছে। যারা আর্থিকভাবে অসচ্ছল, ঢাকায় থাকার জায়গা নেই তারা এই সহায়তা পাবে।

তিনি বলেন, চীনা সরকারের সাথে আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। আমরা আশা করছি এই হলের কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করা সম্ভব হবে। একটি বড় প্রকল্পের দশটি স্তরের নয়টি স্তর আমার পার করেছি। ওই বড় প্রকল্পে মেয়েদের জন্য চারটি হল করা হবে। এই আর্থিক সহায়তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লম্বা সময়ের জন্য চালিয়ে নেয়া সম্ভব হবে না। এজন্য আমরা চেষ্টা করছি এনডাউমেন্ট ফান্ড গঠন করার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন নারী শিক্ষার্থীদের হলগুলোর প্রভোস্টরা, বিভিন্ন বিভাগের শিক্ষক, রেজিস্ট্রার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

১০

তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে : আমির হামজা

১১

পিআর পদ্ধতি নিয়ে বিএনপিকে চরমোনাই পীরের কড়া বার্তা

১২

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে : মান্না

১৩

ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

১৪

৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনারা

১৫

চুক্তি নবায়নের পর মোনাকোয় ধারে গেলেন বার্সা তারকা ফাতি

১৬

উড্ডয়নের ৭ মিনিটেই মাটিতে আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত

১৭

গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : খালেদা জিয়া

১৮

ঘরে ঝুলছিল বিচারকের স্ত্রীর লাশ

১৯

বুমরাহকে নিয়ে ঝুঁকির মুখে ভারত: খেলালে সব শেষ?

২০
X