কুমিরকে ভয় পায় না এমন লোক হয়তো পাওয়া যাবে না। কুমিরকে নিয়ে ভীতির জন্য হয়তো প্রবাদের জন্ম হয়েছে—জলে কুমির ডাঙায় বাঘ। এবার কুমিরকে নিয়ে সামনে এসেছে গা শিউরে ওঠার মতো এক ভিডিও। যেখানে দেখা যায়, কুমিরের পেট থেকে বের হয়ে আসছেন জ্যান্ত এক মানুষ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভারতীর সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমন এক ঘটনা তুলে ধরা হয়েছে।
সামাজিক যোগযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, কুমিরের পেট থেকে জীবন্ত মানুষ বের হয়ে আসছেন। শুরুতে কুমিরের পেট থেকে বের হয়ে আসার এমন গল্পের শেষটা অবশ্য এতটা ঘাবড়ানোর মতো নয়। একদম কাছ থেকে দেখলে অবশ্য এ ধারণা বদলে যায়। বাস্তবের মতো দেখা এ ঘটনার সবটা আসলে বাস্তব নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করার পর রীতিমতো তা ভাইরাল হয়ে পড়ে। এটি দেখার সময় অনেকের মনে হতে পারে তারা কোনো দুর্বিষহ ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত দেখা যাবে এটি একটি রোবটিক কুমির।
ভিডিওতে এক ব্যক্তি কমেন্ট করেছেন, এটি তো প্লাস্টিকের বেলায় খুবই সোজা। আমি বিষয়টিকে বাস্তবে দেখতে চাই।
আরেক ব্যক্তি রসাত্মক অর্থে বলেছেন, এখন একদল লোক ইর্ষান্বিত হয়ে বলবে যে এটি একটি প্লাস্টিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কুমির।
আরেকজন কমেন্টে জানান, হয়তো কুমিরটি মারা গেছে। এটির চোয়াল ভেঙে গেছে। কুমিরটি এখন নীরব। অথবা এটিকে হত্যা করার পর লোকটিকে বের করে আনা হয়েছে।
মন্তব্য করুন