শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফাঁস হয়ে গেল আইফোন ১৫-এর নতুন রঙ, দেখতে কেমন  

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সেপ্টেম্বর মানেই আইফোনের নতুন চমক। প্রতিবছর নতুন মডেলের আইফোন বাজারে ছাড়ার আগে আগ্রহী ক্রেতাদের মধ্যে নানা জল্পনা–কল্পনা থাকে। কিন্তু এবার আর সেপ্টেম্বর নয় একমাস আগেই ফাঁস হয়ে গোল আইফোন ১৫-এর নতুন রঙ। অ্যাপল ফোনের নতুন মডেল আইফোন ১৫ এর নকশা আগেই ফাঁস হয়েছে। তবে কোম্পানি ক্রেতাদের জন্য নতুন চমক রেখে দিয়েছিল। এবার সেটাও ফাঁস হয়ে গেল।

চীনা সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েবুতে প্রায়ই অ্যাপলের তথ্য ফাঁস করা হয়। এবার এই সাইট অ্যাপল ১৫ এর নতুন তিনটি সবুজ, হালকা হলুদ ও গোলাপি- এই তিন রঙের ব্যবহার এবার দেখা যাবে বলে জানিয়েছে ওয়েবু। অ্যাপল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

ফোর্বস বলছে, আইফোন ১৪ মডেলেও গাঢ় হলুদের ব্যবহার ছিল। তাই ধারণা করা হচ্ছে- নীল, বেগুনি এবং গাঢ় হলুদ রঙ আইফোন ১৫ থেকে বাদ পড়বে। তবে বাস্তবে এটা ঘটলে তা ক্রেতাদের জন্য হবে চমক। কারণ আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাসের নীল ও বেগুনি রং সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে বলে মার্চে এক প্রতিবেদনে দাবি করা হয়।

প্রতিবছর অ্যাপল ফোনের এক বা দুটি রঙ বাজারে ছাড়ে। ফাঁসের খবরটি সত্য হলে অ্যাপল প্রথমবারের মত একসঙ্গে তিন রঙের ফোন বাজারে আনবে। আইফোনে গোলাপি রঙ আসার জন্য ক্রেতারা দীর্ঘদিন ধরে অ্যাপলের কাছে দাবি জানিয়ে আসছিল।

আইফোন ১৫ সিরিজের দাম নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছুদিন আগে এই সিরিজের ফোনের দাম ফাঁস হয়।

আরও পড়ুন : আইফোন কিনতে ৮ মাসের সন্তান বিক্রি!

সেখানে বলা হয়, একটি নতুন সূত্র মারফত চারটি আইফোনের দাম প্রকাশ্যে এসেছে। বার্কলেসের বিশ্লেষক টিম লং-এর মতে, সিরিজের টপ-এন্ড আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর দাম বিদ্যমান ১৪ প্রো ম্যাক্স-এর তুলনায় ২০০ ডলার (প্রায় ২০,০০০ টাকা) বেশি হবে।

অ্যাপল ইনকরপোরেশনের প্রধান নির্বাহী টিম কুক এই দাম বৃদ্ধিকে অবশ্য কোনো সমস্যা মনে করেন না। তার মতে, একই ক্যাটাগরির ফোনগুলোর মধ্যে সর্বোত্তম ফোনটি কিনতে ভোক্তারা নাকি আরও ব্যয় করতে রাজি। ফটোগ্রাফি থেকে ভিডিও প্রোডাকশনের কাজে আইফোন অন্যদের থেকে বহুগুণে এগিয়ে। নতুন সিরিজের আইফোনের চমকের মধ্যে ক্যামেরা আপগ্রেডিং হচ্ছে অন্যতম।

ওভার এক্সপোজার, আন্ডার এক্সপোজারের সমস্যা দূর করতে ক্যামেরায় স্যামসাং সেন্সরের পরিবর্তে সনির 'স্টেট-অব-দ্য-আর্ট' সেন্সর ব্যবহার, পেরিস্কোপ টেলি-ফটো ক্যামেরাসহ ক্যামেরা আউটলুকেও পরিবর্তন দেখা যেতে পারে। এ১৭ চিপ, রিভার্স ওয়ারলেস চার্জিং, ইউএসবি-সি পোর্টসহ সলিড-স্টেট ভলিউম এবং পাওয়ার বাটনের দেখাও মিলতে পারে এই সিরিজে।

নতুন আইফোন-১৫ সিরিজের মডেলগুলোতে মূলত পুরোনো মডেলগুলোর সমস্যা সমাধান এবং বিদ্যমান প্রযুক্তির আপগ্রেডসহ দুর্দান্ত সব উন্নতি দেখা যায়। আইফোনে ১৫ সিরিজে গণমাধ্যম ও বৈশ্বিক প্রযুক্তি বিশ্লেষকেরা আদ্যবদি যা বলেছেন তা নিয়েই আজকের আলোচনা।

আরও পড়ুন : আইফোনের দাবিতে গাছের মাথায় চড়ে অনশন যুবকের

ক্যামেরা আইফোনের অন্যতম মূল আকর্ষণ এর ক্যামেরা ফিচারে অন্তর্নিহিত থাকে। বাজারের প্রায় সবার শেষে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফিচার যুক্ত হয়েছিল আইফোন ১৪ সিরিজের প্রিমিয়াম মডেলগুলোতে। যা এবার ১৫ সিরিজের সবগুলো ফোনে থাকবে বলে জানা যাচ্ছে। বেশি মেগাপিক্সেলের ছবিতে দরকার হয় বেশি ডাটা, যা প্রসেস কিংবা ক্রপ করলেই ছবির মান কমে যায়। তবে, নতুন আইফোনের ক্যামেরা প্রযুক্তি ছবির কালার-কন্ট্রাস্ট, ডিটেইলসসহ গুণমান অক্ষুণ্ন রেখে প্রসেসিং বা ক্রপিং সুবিধা নিশ্চিত করবে।

২০২২ সালের নভেম্বরে জাপানভিত্তিক গণমাধ্যম নিক্কেই এশিয়ার প্রকাশিত তথ্যসূত্রে জানা যায়, ২০২৩ সালে সনি গ্রুপ অ্যাপলের কাছে তাদের 'স্টেট-অফ-দ্য-আর্ট' ইমেজ সেন্সর সরবরাহ করবে। সনির এই নতুন ইমেজ সেন্সর প্রচলিত সেন্সরগুলোর তুলনায় প্রতিটি পিক্সেলের স্যাচুরেশন সিগন্যাল লেভেলকে প্রায় দ্বিগুণ হারে বাড়াবে।

কিছু নির্দিষ্ট সেটিংসের ফলে সেন্সরগুলোর ওভার এক্সপোজার ও আন্ডার এক্সপোজার নিয়ন্ত্রণ দারুণভাবে বদলে যাবে। মৃদু আলোতেও এই সেন্সর একজন ব্যক্তির মুখের পরিষ্কার ছবি তুলতে সক্ষম। আবার কেউ তীব্র লাইটের বিপরীতে দাঁড়িয়ে ছবি তুললে ছবি বার্ন করবে না বরং সাবজেক্টের ফোকাস ঠিক থাকবে। এর আগে এই সুবিধা গুগলের পিক্সেল ৭ ফোনে দেখা যায়।

ক্যামেরার অন্যতম আকর্ষণ হিসেবে পেরিস্কোপ ক্যামেরার ব্যবহার এগিয়ে আছে। তবে, এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, শুধু আইফোন ১৫ প্রো ম্যাক্সের টেলি-ফটো ক্যামেরার জন্য পেরিস্কোপ লেন্স সিস্টেম ব্যবহার করা হবে। আইফোন ১৪ প্রো ম্যাক্সে ৩এক্স অপটিক্যাল জুম সুবিধা ছিল, কিন্তু ১৫ প্রো ম্যাক্সে ৬এক্স অপটিক্যাল জুম করা যাবে।

এ১৭ চিপ ও কোয়ালকম এক্স৭০ মডেম আইফোন ১৫ সিরিজের প্রিমিয়াম মডেল আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্স অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ১৭ চিপ ব্যবহার করতে পারে। এ১৭ চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) ৩-ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত প্রথম এ-সিরিজ চিপ। ১৪ সিরিজের নন-প্রিমিয়াম মডেলে এ১৫ এবং প্রিমিয়াম মডেলে ছিল এ১৬ চিপ, যা ১৫ সিরিজের নন প্রিমিয়াম ফোনে পাওয়া যাবে।

নিক্কেই এশিয়ার বরাতে ফোর্বস জানিয়েছে, ৩ ন্যানোমিটারের এই চিপটি আগের ফোনগুলোর তুলনায় অনেক দ্রুত কাজ করবে, খুব অল্প ব্যাটারিতে চলতে সক্ষম বিধায় ফোন থাকবে ঠান্ডা। এ১৭ চিপ আইফোন ১৫ সিরিজের প্রিমিয়াম মডেলগুলোর কর্মক্ষমতা ও ব্যাটারির আয়ু উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করবে৷ নতুন এই ৩ ন্যানোমিটারের চিপটি প্রসেসিং ক্ষমতা ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি ৩০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ কমিয়ে দিবে বলে আশা করছে উৎপাদক কোম্পানি টিএসএমসি।

২০২৩ সালে আইফোনের সবগুলো ফোনেই ইন্টারনেটের দ্রুত প্রসেসিং গতি, অধিক কভারেজ পরিসীমা, বর্ধিত পাওয়ার দক্ষতা এবং কম ল্যাটেন্সির জন্য উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ কোয়ালকমের পরবর্তী প্রজন্মের এক্স৭০ চিপগুলো ব্যবহার করবে। কোয়ালকম তাদের এক্স৭০-এ অবিশ্বাস্য ডাউনলোড এবং আপলোড গতির দাবি করছে। তাদের মতে, এই প্রসেসরের সাহায্যে আইফোন ১৫ প্রিমিয়াম ব্যবহারকারীরা সেকেন্ডে ১০ গিগাবাইট ডাউনলোড গতি এবং সেকেন্ডে ৩ দশমিক ৫ গিগাবাইট আপলোডিং সুবিধা পাবে।

নকশা আইফোন ১৫ সিরিজে ১৪ সিরিজের মতো ২টা আকারে আসার সম্ভাবনা রয়েছে, যার একটি ৬ দশমিক ১ ইঞ্চির এবং অন্যটি ৬ দশমিক ৭ ইঞ্চির। একই সঙ্গে ওলেড (অর্গানিক লাইট-এমিটিং ডায়োড) ডিসপ্লে সুবিধা থাকছে। এর পাশাপাশি ১৪ সিরিজে আসা ডাইনামিক আইল্যান্ডে ফ্রন্ট ক্যামেরা ও ফেস আইডি হার্ডওয়্যার থাকছে।

তবে, প্রো মডেল দুটোর চেসিসে কিছু পরিবর্তনের গুঞ্জন আছে। ১৪ প্রো মডেলের তুলনায় ১৫ প্রো মডেলে থিনার, কার্ভড বেজেল থাকতে পারে। এ ছাড়া প্রিমিয়াম মডেল দুটোর ফ্রেমে স্টেইনলেস স্টিলের বদলে টাইটানিয়াম চেসিস ব্যবহার হতে পারে বলে জানা গেছে। টাইটানিয়াম স্টিলের চেয়ে বেশি হালকা এবং মজবুত। অ্যাপল ইতোমধ্যে তাদের ঘড়িতে টাইটানিয়াম ব্যবহার করেছে।

প্রিমিয়াম মডেলের আরও একটা পরিবর্তন দেখা যেতে পারে এর সাইড বাটনে। অ্যাপল এই সিরিজের জন্য আগের সিরিজের ফিজিক্যাল বাটনের পরিবর্তে হ্যাপটিক প্রতিক্রিয়াসহ সলিড-স্টেট বাটনগুলো গ্রহণ করতে পারে। সলিড-স্টেট পাওয়ার ও ভলিউম বাটনগুলো দেখতে ফিজিক্যাল বাটনের মতোই, চাপ দিলে ফিজিক্যাল বাটনের মতোই অনুভূত হবে।

তবে, সলিড বাটন স্পর্শ করার সময় অনুভূতি হলেও সেখানে বাস্তবে কোনো বাটন আসলে থাকবে না। এই প্রযুক্তি ইতোমধ্যে আইফোন এসই, ম্যাকবুক প্রো ও ম্যাকবুক এয়ারে দেখা গেছে। সলিড-স্টেট বাটন প্রযুক্তিতে স্পর্শ করলে বাটন অনুভূত হলেও সেখানে বাটন থাকবে না, বাটন থাকবে ফ্রেমের ভেতরে। ফলে, ফোন ধুলাবালি এবং পানি থেকে সুরক্ষা মিলবে।

দ্রুতগতির ইউএসবি-সি পোর্ট আইফোন চার্জিং পোর্ট এবং চার্জার ব্যবহারকারীদের কাছে এক বিড়ম্বনার নাম। ইউরোপের সব ডিভাইসের জন্য একটি সার্বজনীন চার্জিং পোর্ট ব্যবহার করতে হবে, ইউরোপিয়ান ইউনিয়নের এমন নিষেধাজ্ঞার পর থেকেই আইফোনে ইউএসবি-সি পোর্ট সংযুক্ত হবার গুঞ্জন তৈরি হয়েছিল। অ্যাপলকে কেবল ইউরোপের জন্য একটি আইফোন ডিজাইন করতে হবে, অথবা বিশ্বব্যাপী পরিবর্তন করতে হবে।

বিখ্যাত প্রযুক্তি এনালিস্ট মিং শি কুয়োর মতে, আইফোন ১৫ মডেলগুলো দিয়ে অ্যাপল ইউএসবি-সি পোর্টের যুগে প্রবেশ করতে পারে। আইফোন-১৫ সিরিজের সব ফোনেই ইউএসবি-সি পোর্ট থাকলেও কেবল প্রিমিয়াম মডেলের ব্যবহারকারীরা উচ্চগতির ডাটা ট্রান্সফারের সুবিধা পাবে। প্রিমিয়াম মডেলে ইউএসবি ৩ দশমিক ২ বা থান্ডারবোল্ট ৩ ট্রান্সফার সুবিধা দেয়া হবে।

ফলে, আইফোন ব্যবহারকারীরা ক্যাবলের মাধ্যমে ফোন থেকে সেকেন্ডে ২০ গিগাবাইট থেকে সর্বোচ্চ ৪০ গিগাবাইট পর্যন্ত ডাটা আদান-প্রদানের সুযোগ পাবে। তবে, আইফোন-১৫-এর ব্যাসিক মডেল দুটো ইউএসবি ২.০'তে সীমাবদ্ধ থাকছে, যা সেকেন্ডে সর্বোচ্চ ৪৮০ মেগাবাইট ডাটা আদান-প্রদান করতে পারে।

প্রিমিয়াম ব্যবহারকারীদের থেকে কম সুবিধা পেলেও শেষ পর্যন্ত আইফোন ব্যবহারকারীরা ইউএসবি-সি পোর্ট ব্যবহারের সুযোগ পাচ্ছে। একই চার্জার থেকে তারা তাদের ম্যাকসহ টাইপ সি সাপোর্টেড অন্যান্য ডিভাইস ও চার্জ দিতে পারবে।

রিভার্স চার্জিং সবশেষ আইফোন-১৪ সিরিজের ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকার গুঞ্জন থাকলেও তা পিছিয়ে যায়। ফোর্বস তথ্যসূত্রে, আইফোন-১৫ সিরিজের ফোনে এই প্রযুক্তির দেখা পাওয়া পাওয়া যেতে পারে। চীন ভিত্তিক হুয়াওয়ে কোম্পানি এই প্রযুক্তি প্রথম বাজারে আসে। রিভার্স চার্জিং বিষয়টা অনেকের অজানা থাকতে পারে।

এটি এমন এক ফিচার যার মাধ্যমে কেউ তার ফোনের পেছনে ওয়্যারলেস-চার্জ-যোগ্য ইয়ারবাড রাখলে ইয়ারবাডগুলো চার্জ হবে। এই প্রযুক্তির মাধ্যমে অন্য ফোন এবং ডিভাইস চার্জ দেওয়া সম্ভব। অর্থাৎ, এই প্রযুক্তির ফোন পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে।

এ ছাড়া আইফোনের আকাঙ্ক্ষিত এই সিরিজের অন্যতম এক প্রচলিত গুঞ্জন হচ্ছে নামের পরিবর্তন। নতুন সিরিজের আইফোন প্রো-ম্যাক্সের নাম পালটে আইফোন 'আলট্রা' করা হবে। ব্লুমবার্গ'র প্রতিবেদক মার্ক গারম্যান ২০২২ সালের সেপ্টেম্বরে আইফোন-১৪ প্রো ম্যাক্সের নাম পালটে আইফোন আলট্রা রাখার ইঙ্গিত দিয়েছিলেন।

তবে চলতি বছর ফেব্রুয়ারিতে তিনি সেই বিবৃতিটি ফিরিয়ে দিয়ে বলেছিলেন, অ্যাপল প্রকৃতপক্ষে একটি উচ্চ-পর্যায়ের, উচ্চ-মূল্যের আইফোন মডেল নিয়ে কাজ করছে যা 'আলট্রা' হিসেবে বাজারজাত করা যেতে পারে। সবশেষ, ২০২৪ সালে অ্যাপল এই মডেলের ফোন বাজারে আনতে পারে বলে জানা যায়। রহস্যাবৃত আইফোন তার পরবর্তী সিরিজেও এই নামের একটি ফোন আনতেই পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মসিংসহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১০

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১১

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

১২

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১৩

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১৪

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১৫

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

১৬

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

১৭

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

১৮

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

১৯

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

২০
X