সারা বিশ্বে মিডিয়া ইন্ডাস্ট্রিতে সংকট চলছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে শুধু যুক্তরাষ্ট্রে ১৭ হাজারের বেশি সাংবাদিক চাকরি হারিয়েছেন। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের গবেষণা ও সংবাদ লেখায় সহায়তা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন টুল নিয়ে আসছে গুগল। গুগলের এমন প্রযুক্তির খবরে মিডিয়াপাড়ায় শঙ্কা আরও বাড়ল।
গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) ক্যালিফোর্নিয়াভিত্তিক টেক জায়ান্ট জানায়, সাংবাদিকদের শিরোনাম ও বিভিন্নভাবে সংবাদ লেখার ক্ষেত্রে এআই টুল সরবরাহ করতে মিডিয়া আউটলেট, বিশেষ করে ছোট সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করছে গুগল।
আলজাজিরাকে এক বার্তায় গুগলের মুখপাত্র জেন ক্রাইডার বলেন, ‘আমাদের লক্ষ্য, সাংবাদিকদের এই উদীয়মান প্রযুক্তি এমনভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া যেন তাদের কাজ ও উৎপাদনশীলতা বাড়ে। যেমনটা আমরা জিমেইল ও গুগল ডক্স ব্যবহারকারীদের দেওয়া দিচ্ছি।’ তবে এ বিষয়ে গুগল এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
জেন ক্রাইডার আরও বলেন, ‘সহজভাবে বলতে গেলে এই টুল সংবাদ লেখা, তৈরি ও সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে সাংবাদিকদের যে প্রয়োজনীয় ভূমিকা সে স্থান দখল করে নিতে পারবে না। আর আমাদের এমন কোনো উদ্দেশ্যও নেই।’
আরও পড়ুন : জি-মেইলে নতুন এআই সুবিধা নিয়ে এলো গুগল
মন্তব্য করুন