কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বঙ্গবন্ধুর কারণে রাজনীতিতে নারী নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ পায়’

মহিলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা। ছবি : কালবেলা
মহিলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা। ছবি : কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে রাজনীতিতে নারী নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ পায়। এ কথা অনস্বীকার্য যে, বাংলাদেশকে প্রকৃত অর্থে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তাকে হত্যার মধ্য দিয়ে এ দেশে স্বাধীনতাবিরোধী শক্তি ও ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। এসব প্রতিহত করতে তিনি তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সোমবার (১৪ আগস্ট) সংগঠনের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. ফওজিয়া মোসলেম আরও বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ কোনো দলীয় রাজনীতি করে না। নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও নারীমুক্তির জন্য কাঙ্ক্ষিত সমাজ তৈরির লক্ষ্যে কাজ করছে সংগঠন। সংগঠনের কাজের ক্ষেত্রে বঙ্গবন্ধুর জীবনদর্শন এক আদর্শ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক অ্যাড. দীপ্তি শিকদার ও সিনিয়র ট্রেইনিং অ্যান্ড রিসার্চ অফিসার শাহজাদী শামীমা আফজালী। বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী বই থেকে অংশবিশেষ পাঠ করেন প্রোগ্রাম অফিসার কেয়া রায়।

আলোচনায় ডা. মাখদুমা নার্গিস রত্না ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ঘটনাকে পৃথিবীর ইতিহাসে তথা বাঙালি জাতির ইতিহাসে এক বর্বরোচিত ও চরম নৃশংসতম বলে উল্লেখ করেন। তিনি বলেন, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যারা সমাজ প্রগতির জন্য, দেশের জন্য লড়াই করেন তাদের অনেকেই প্রতিক্রিয়াশীলদের হাতে নিহত হয়েছেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার রহিত করার জন্য সংসদে বিশেষ অধ্যাদেশ পাশ করা হয় যা পৃথিবীর ইতিহাসে বিরল। অথচ বঙ্গবন্ধুর জীবনদর্শন পর্যালোচনা করলে দেখা যায়, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমৃত্যু কাজ করেছেন। তিনি জনমানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছেন; সাধারণ চাষি-মজুরসহ সব শ্রেণির মানুষকে আপন করে নিয়েছেন। মানুষের প্রতি ভালোবাসা ও নারী এবং পরিবারের প্রতি সম্মান ও শ্রদ্ধা থেকেই তিনি দেশকে ভালোবাসতে শিখেছিলেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২২ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বৈঠকের পর মামদানির প্রশংসায় ট্রাম্প

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

১০

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

১১

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

১২

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

১৩

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

১৪

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

১৫

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

১৬

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১৭

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১৯

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

২০
X