কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বঙ্গবন্ধুর কারণে রাজনীতিতে নারী নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ পায়’

মহিলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা। ছবি : কালবেলা
মহিলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা। ছবি : কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে রাজনীতিতে নারী নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ পায়। এ কথা অনস্বীকার্য যে, বাংলাদেশকে প্রকৃত অর্থে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তাকে হত্যার মধ্য দিয়ে এ দেশে স্বাধীনতাবিরোধী শক্তি ও ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। এসব প্রতিহত করতে তিনি তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সোমবার (১৪ আগস্ট) সংগঠনের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. ফওজিয়া মোসলেম আরও বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ কোনো দলীয় রাজনীতি করে না। নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও নারীমুক্তির জন্য কাঙ্ক্ষিত সমাজ তৈরির লক্ষ্যে কাজ করছে সংগঠন। সংগঠনের কাজের ক্ষেত্রে বঙ্গবন্ধুর জীবনদর্শন এক আদর্শ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক অ্যাড. দীপ্তি শিকদার ও সিনিয়র ট্রেইনিং অ্যান্ড রিসার্চ অফিসার শাহজাদী শামীমা আফজালী। বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী বই থেকে অংশবিশেষ পাঠ করেন প্রোগ্রাম অফিসার কেয়া রায়।

আলোচনায় ডা. মাখদুমা নার্গিস রত্না ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ঘটনাকে পৃথিবীর ইতিহাসে তথা বাঙালি জাতির ইতিহাসে এক বর্বরোচিত ও চরম নৃশংসতম বলে উল্লেখ করেন। তিনি বলেন, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যারা সমাজ প্রগতির জন্য, দেশের জন্য লড়াই করেন তাদের অনেকেই প্রতিক্রিয়াশীলদের হাতে নিহত হয়েছেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার রহিত করার জন্য সংসদে বিশেষ অধ্যাদেশ পাশ করা হয় যা পৃথিবীর ইতিহাসে বিরল। অথচ বঙ্গবন্ধুর জীবনদর্শন পর্যালোচনা করলে দেখা যায়, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমৃত্যু কাজ করেছেন। তিনি জনমানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছেন; সাধারণ চাষি-মজুরসহ সব শ্রেণির মানুষকে আপন করে নিয়েছেন। মানুষের প্রতি ভালোবাসা ও নারী এবং পরিবারের প্রতি সম্মান ও শ্রদ্ধা থেকেই তিনি দেশকে ভালোবাসতে শিখেছিলেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠেই মৃত্যু ফুটবল কোচের

চাঁদপুর-৪ আসনে বিএনপি নেতা বহিষ্কারের ভুয়া বিজ্ঞপ্তি ভাইরাল

নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতির প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটিতে সেমিনার

শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক

নেইমারকে ধরে রাখার আশা সান্তোসের

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বিশেষ মর্যাদা’ ঘোষণার প্রস্তাব সাদা দলের

৬ হাজার ৪শ কেজি জাটকা গেল এতিমখানায়

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

জুবিনের মৃত্যু নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

১০

নতুন ৩ দলকে প্রতীক দিয়ে বিজ্ঞপ্তি জারি ইসির, কে কী পেল 

১১

ইংল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন যারা

১২

সৌদি আরবে বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

১৩

রশিতে ঝুলছিল শাকিলের দেহ, চিরকুটে কী লেখা ছিল?

১৪

ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসব না : ফয়জুল করীম

১৫

অতিরিক্ত ঘুমেও লুকিয়ে আছে বিপদ

১৬

৪ জেলায় অতিভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা

১৭

সম্ভাব্য প্রার্থী নিয়ে যে বার্তা দিলেন মনির খান

১৮

গণহারে ভিসা বাতিলের পথে কানাডা, নেপথ্যে ভারতীয় ও বাংলাদেশিদের জালিয়াতি

১৯

জুলাইয়ে হামলায় জড়িত ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগের ৪০৩ নেতা শনাক্ত

২০
X