কালবেলা প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বঙ্গবন্ধুর কারণে রাজনীতিতে নারী নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ পায়’

মহিলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা। ছবি : কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে রাজনীতিতে নারী নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ পায়। এ কথা অনস্বীকার্য যে, বাংলাদেশকে প্রকৃত অর্থে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তাকে হত্যার মধ্য দিয়ে এ দেশে স্বাধীনতাবিরোধী শক্তি ও ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। এসব প্রতিহত করতে তিনি তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সোমবার (১৪ আগস্ট) সংগঠনের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. ফওজিয়া মোসলেম আরও বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ কোনো দলীয় রাজনীতি করে না। নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও নারীমুক্তির জন্য কাঙ্ক্ষিত সমাজ তৈরির লক্ষ্যে কাজ করছে সংগঠন। সংগঠনের কাজের ক্ষেত্রে বঙ্গবন্ধুর জীবনদর্শন এক আদর্শ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক অ্যাড. দীপ্তি শিকদার ও সিনিয়র ট্রেইনিং অ্যান্ড রিসার্চ অফিসার শাহজাদী শামীমা আফজালী। বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী বই থেকে অংশবিশেষ পাঠ করেন প্রোগ্রাম অফিসার কেয়া রায়।

আলোচনায় ডা. মাখদুমা নার্গিস রত্না ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ঘটনাকে পৃথিবীর ইতিহাসে তথা বাঙালি জাতির ইতিহাসে এক বর্বরোচিত ও চরম নৃশংসতম বলে উল্লেখ করেন। তিনি বলেন, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যারা সমাজ প্রগতির জন্য, দেশের জন্য লড়াই করেন তাদের অনেকেই প্রতিক্রিয়াশীলদের হাতে নিহত হয়েছেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার রহিত করার জন্য সংসদে বিশেষ অধ্যাদেশ পাশ করা হয় যা পৃথিবীর ইতিহাসে বিরল। অথচ বঙ্গবন্ধুর জীবনদর্শন পর্যালোচনা করলে দেখা যায়, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমৃত্যু কাজ করেছেন। তিনি জনমানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছেন; সাধারণ চাষি-মজুরসহ সব শ্রেণির মানুষকে আপন করে নিয়েছেন। মানুষের প্রতি ভালোবাসা ও নারী এবং পরিবারের প্রতি সম্মান ও শ্রদ্ধা থেকেই তিনি দেশকে ভালোবাসতে শিখেছিলেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্সের লাগাম টানতে আরও একটি প্রচেষ্টা

বরিশালে আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর

১৫ বছরে রেলমন্ত্রীর অস্থাবর সম্পত্তি বেড়েছে ৩২ গুণ

আগামীকাল রোকেয়া দিবস : শ্রদ্ধাঞ্জলি জানাবে নারী সংহতি

৭ বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল

নির্বাচনকে সুষ্ঠু ও উৎসবমুখর করতে সবাইকে কাজ করতে হবে : তথ্যমন্ত্রী

জন্মের আগেই নবজাতক বিক্রি, অতঃপর...

ফরিদপুর-৩ / নৌকার প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিলে এ. কে. আজাদের আপিল

একাত্তরে গণহত্যা / জাতিসংঘের স্বীকৃতি দাবি বিভিন্ন শ্রেণি-পেশার ১০০০ প্রতিনিধির 

নবম গ্রেডে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি

১০

নারায়ণগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতাকে গুলি

১১

পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নের অপরিহার্যতা বিষয়ে সেমিনার

১২

স্বর্ণের দোকানে ডাকাতি, নৈশপ্রহরীকে হত্যা

১৩

যবিপ্রবিতে চাকরিপ্রার্থীদের আটকে মারধর, ৬ জনের নামে মামলা

১৪

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

১৫

রাজবাড়ীতে ট্রেন আটকে দিল এলাকাবাসী

১৬

জলাশয় ভরাট করে বিএডিসির ল্যাব নির্মাণ বন্ধে প্রধানমন্ত্রীকে চিঠি

১৭

শান্তিনগর, শাহজাহানপুর ও আরামবাগে বাহাউদ্দিন নাছিমের মতবিনিময়

১৮

শেখ হাসিনার জনপ্রিয়তা আ.লীগের সবচেয়ে বড় শক্তি : নাছিম

১৯

একই সিনেমায় অনুপম-পরমব্রত!

২০
X