মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত বাথরুমের অভাবে কিশোরীরা জটিল রোগে আক্রান্ত হচ্ছে

রাজধানীর গুলশানে নগরের কিশোর ও মায়েদের প্রজনন স্বাস্থ্য নিয়ে একাত্তরের বিশেষ নীতি সংলাপ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
রাজধানীর গুলশানে নগরের কিশোর ও মায়েদের প্রজনন স্বাস্থ্য নিয়ে একাত্তরের বিশেষ নীতি সংলাপ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

সিটি করপোরেশন এলাকার বিদ্যালয়গামী ৮ থেকে ১৯ বছরের মেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সেবায় প্রবেশাধিকার অত্যন্ত সীমিত। বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত বাথরুমের অভাবে কিশোরীরা জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

রিসার্চ ফাইন্ডিংস অন পলিসি এনালাইসিস ফর সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস অ্যান্ড রাইটস অব আরবান পিপল ইন বাংলাদেশ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়, ঢাকা শহরে ১০ থেকে ১৯ বছরের মেয়েরা স্কুল ও কোচিংসহ ৭ থেকে ৯ ঘণ্টা বাড়ির বাইরে থাকে। কোনো কোনো বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থা, পানির ব্যবস্থা না থাকা, নোংরা টয়লেট, ছাত্রীর তুলনায় টয়লেটের সংখ্যা কম ইত্যাদি কারণে ছাত্রীরা বিদ্যালয়ের টয়লেট ব্যবহার না করে একেবারে বাড়ি ফিরে টয়লেটে যায়। দীর্ঘক্ষণ টয়লেট আটকে রাখায় তারা নানা জটিলতায় ভোগে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামের আয়োজনে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের কিশোর ও মায়েদের প্রজনন স্বাস্থ্য একাত্তরের বিশেষ নীতি সংলাপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রাম ঢাকা, টঙ্গী (গাজীপুরের অধীনে) এবং চট্টগ্রামে পাঁচ বছরের বিশেষ উদ্যোগ (একটি নিরাপদ শহর ও স্বাস্থ্যকর শহর প্রতিষ্ঠা) বাস্তবায়ন করছে। হেলদি সিটি ইনিশিয়েটিভসের অধীনে, জাতীয় পর্যায়ের স্বাস্থ্য পরিষেবার সিদ্ধান্ত গ্রহণকারীরা শহুরে দরিদ্রদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা, শহরে দরিদ্র বা এমভিসি, বিশেষ করে সিটি করপোরেশন এলাকায় কিশোরী মেয়েদের জন্য জনস্বাস্থ্য পরিষেবার প্রবেশগম্যতা তৈরি এবং সরকারকে প্রভাবিত করার বিষয়ে তাদের মতামত প্রকাশ করবে। সিটি করপোরেশন এলাকার জন্য জনস্বাস্থ্য নীতি ও আইন সংশোধন, সংস্কার ও নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রতি জোর দাবি জানায়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বিদ্যালয়গুলোতে স্যানিটারি প্যাড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় কমিটির সদস্য ডা. আব্দুল আজিজ এমপি বলেন, কিশোর-কিশোরীদের সমস্যা নিরসনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের মনিটরিংয়ের সমস্যা রয়েছে। কিন্তু যতটুকু সুযোগ-সুবিধা রয়েছে তার কতটুকু ব্যবহার হচ্ছে এটা যাচাই করে দেখতে হবে।

আবিদা সুলতানা ও খাদিজা রহমান দুই কিশোরী তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মাসিকের সময় কিশোরীরা ফার্মেসিতে স্যানিটারি প্যাড কিনতে যেতে না পারায় কাপড় ব্যবহার করে। অন্যদিকে বাজারে যে নিত্যনতুন প্যাড বের হচ্ছে এর দামে ভিন্নতা রয়েছে। এর কারণে তা অনেকের ক্রয় ক্ষমতার বাইরে।

স্বাস্থ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবু জামিল ফয়সাল জানান, নবম-দশম শ্রেণির পাঠ্যসূচিতে প্রজনন স্বাস্থ্যবিষয়ক একটি অধ্যায় রয়েছে। শিক্ষকরা এই অধ্যায়টি শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যভাবে পড়ান না। শিক্ষার্থীদের পড়ে নিতে বলেন। কিন্তু তারা পড়ালে পিরিয়ডকালীন সমস্যাগুলো শিক্ষার্থীরা জানতে পারত। এই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।

আলোচনায় অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাহিফুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিইও মো. সেলিম রেজা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডিরেক্টরের পরিচালক আব্দুল লতিফ মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ডিরেক্টর অপারেশন্স চন্দন জেড গোমেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের গাইনোকোলজি অ্যান্ড অবস্ট্রেট্রিসের অধ্যাপক মুনা শালিমা জাহান, এনআইসিভিড’র পেড্রিয়াটিক কার্ডিওলজি অধ্যাপক আব্দুল্লাহ শাহরিয়ার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

তিন জেলার ডিসিকে প্রত্যাহার

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি কবে থেকে শুরু

ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন

আরও বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে রিয়াল শিবিরে সুসংবাদ

সাতক্ষীরায় ৭ বস্তা পলিথিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত

‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক / ছয় লেনের পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১০

আদালতের বারান্দায় নৃশংস হামলা, বিচার চেয়ে কাঁদল ভুক্তভোগী পরিবার

১১

এবার হরতালের ডাক মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীর 

১২

বিদেশি নয়, মন টানে দেশি ছেলেই : সেমন্তী সৌমি

১৩

দুধ দিয়ে গোসল করে ২৫ বছরের সংসার ছাড়লেন লিটন

১৪

চাকসুর ভোটার তালিকায় এমফিল-পিএইচডির ৩৪৮ শিক্ষার্থী

১৫

অপরিকল্পিত সড়ক আর নানা অব্যবস্থাপনায় জলাবদ্ধ জামালপুর পৌরসভা

১৬

তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে : আনোয়ার

১৭

এশিয়া কাপে ওমানকে ৪২ রানে উড়িয়ে দিল আমিরাত

১৮

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি / প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ

১৯

সরকারি গাড়ি নেই লালমাই এসিল্যান্ড অফিসে, ব্যাহত জনসেবা

২০
X