কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

খুচরা বিক্রয়ের প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানে সাড়ে চার হাজারের বেশি তরুণ-তরুণী 

ব্র্যাকে খুচরা বিক্রয়ের প্রশিক্ষণ নিয়ে সাড়ে চার হাজারের বেশি তরুণ-তরুণী কর্মসংস্থানে প্রবেশ করেছেন। ছবি : কালবেলা
ব্র্যাকে খুচরা বিক্রয়ের প্রশিক্ষণ নিয়ে সাড়ে চার হাজারের বেশি তরুণ-তরুণী কর্মসংস্থানে প্রবেশ করেছেন। ছবি : কালবেলা

খুচরা বিক্রয়ের প্রশিক্ষণ পাওয়া খাগড়াছড়ির শামীমা পারভীন তুলে ধরেন তার বদলে যাওয়া জীবনের গল্প। তিনি বলেন, আমি ভাবতাম কীভাবে নিজেকে সাবলম্বী করা যায়। ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ নেওয়ায় আমার আত্মবিশ্বাস বেড়েছে। খুচরা বিক্রয় বিষয়ে মাত্র দুই মাসের প্রশিক্ষণ নিয়ে সাড়ে চার হাজারের বেশি বেকার বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তরুণ-তরুণী, প্রতিবন্ধী ব্যক্তি চাকরি পেয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সকালে ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) আয়োজনে উদযাপিত হলো 'তরুণদের জন্য খুচরা খাতে (রিটেইল সেক্টর) সফল ক্যারিয়ার' শীর্ষক অনুষ্ঠান।

ব্র্যাকের এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট, অ্যান্ড মাইগ্রেশন প্রোগামের পরিচালক সাফি রহমান খান উদ্বোধনী বক্তব্যে বলেন, বাংলাদেশে রিটেইল সেক্টরে ৬০ লাখ মানুষ যুক্ত আছে, যার মধ্যে অধিকাংশের কোনো প্রশিক্ষণ নেই। এই বিপুল জনশক্তিকে প্রশিক্ষিত করলে খুচরা ব্যবসা খাত অনেক সমৃদ্ধ হবে।

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে খুচরা খাত অন্যতম। এই খাতে তরুণদের দক্ষ করে তুলতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে প্রশিক্ষণের ব্যবস্থা করে ব্র্যাক। গত তিন বছরে প্রশিক্ষণ পেয়েছে ৫ হাজার ৪০০ জন, যাদের ৬০ শতাংশ নারী এবং ৬ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি। প্রশিক্ষিতদের ১২০ জন প্রতিবন্ধী ব্যক্তি লিম্ব সাপোর্টসহ সহায়ক ডিভাইস পেয়েছেন। ২০২০ সালে 'প্রোগ্রেসিং দ্যা রিটেইল সেক্টর বাই ইম্প্রুভিং ডিসেন্ট এমপ্লয়মেন্ট' প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ শুরু হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষণ পাওয়া ৭ ব্যক্তি তুলে ধরেন তাদের জীবন বদলে যাওয়ার গল্প। এ ছাড়া প্রশিক্ষিতদের চাকরি ও শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ দেওয়ার জন্য ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা সূচক ক্রেস্ট দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, মিনিসো, মীনা বাজার, আর্টিসান আউটফিটার্স লিমিটেড, বাটা, আমানা বিগ বাজার, ইউনিমার্ট, স্বপ্ন, স্বদেশ পল্লী, মিরর। তবে এই উদ্যোগের সঙ্গে ছিল ১৫০টিরও বেশি বেসরকারি খাতের অংশীদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারপার্সন ও অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আবদুস সামাদ, সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. আলফাজ হোসেন এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (সমন্বয় ও অ্যাসেসমেন্ট) ও যুগ্ম সচিব আলিফ রুদাবা।

সমাপনী বক্তব্য দেন ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগী পরিচালক তাসমিয়া রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

ইরানে ডজনের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

সময়ের ভুল মূল্যায়নেই কি হাতছাড়া হলো বাংলাদেশের জয়?

ইরানের পক্ষে লন্ডনে বিশাল বিক্ষোভ

‘জোর যার মুল্লুক তার’ এ রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে : হান্নান মাসুদ

লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি

নির্বাচনের দিকে পুরোদমে হাঁটছে ইসি, নিচ্ছে যেসব প্রস্তুতি

চাঁদাবাজির সময় তাঁতি দল নেতাকে গণপিটুনি

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত

ইরানের ভাঙন চেয়েছিল ইসরায়েল, উল্টো জুড়ে যাচ্ছে

১০

এবার আল আকসায় হামলার পরিকল্পনা ইসরায়েলের?

১১

খালেদা জিয়া সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছেন : আসাদুজ্জামান রিপন

১২

ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি

১৩

ঢাকা কলেজ এইচএসসি- ’৯৬ ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৪

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার, মানতে হবে যেসব নির্দেশনা

১৫

ম্যাথুজের মতো সম্মানের সঙ্গে বিদায় চান শান্ত

১৬

৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ : এস এম জিলানী

১৭

পেসাররা আরেকটু ভালো করতে পারত : শান্ত

১৮

রাজশাহীতে সিসিএসের উদ্যোগে মতবিনিময় সভা

১৯

আমি আশ্বাস দিতে আসিনি, কাজ করতে এসেছি : চসিক মেয়র

২০
X