ডা. সাদিয়া মনোয়ারা ঊষা
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০২:০৮ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম মাসিকে করণীয়

মায়ের কাছে এ ব্যাপারে কথা বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে মেয়ে। ছবি : সংগৃহীত
মায়ের কাছে এ ব্যাপারে কথা বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে মেয়ে। ছবি : সংগৃহীত

আজ আমরা কথা বলব কিশোরীর প্রথম মাসিক নিয়ে। হঠাৎ স্কুলের জামার পেছনে লালচে দাগের উপস্থিতি। এক বিব্রতকর পরিস্থিতি দিয়ে শুরু হয় কিশোরীর প্রথম মাসিক।

মেয়েরা তাদের মায়ের কাছে এ ব্যাপারে কথা বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। মেয়েকে কাছে বসিয়ে তার পর্যবেক্ষণ, অস্বস্তি ও সমস্যা মনোযোগ দিয়ে মায়ের শোনা উচিত। আপনি নিজের জীবনে মাসিকের প্রথম অভিজ্ঞতা মেয়ের সঙ্গে শেয়ার করতে পারেন।

শারীরিক যত্নের সঙ্গে সঙ্গে মানসিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। মাসিক সম্পর্কে ধারণা হয়ে গেলে এবার মা ও মেয়ে মিলে মাসিকের সময় ব্যবহৃত জিনিসপত্র গুছিয়ে ফেলতে পারেন। এ সময় ব্যবহার্য প্যাড, টেম্পেল, নরম সুতি আন্ডারগারমেন্ট এগুলো যত্ন করে গুছিয়ে ফেলুন এবং এগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার সম্পর্কে জানিয়ে দিন আপনার কিশোরী মেয়েক। পরিষ্কার-পরিচ্ছন্নতা যদি না থাকে, তাহলে কিন্তু এই সময় থেকেই মূত্রনালি ও জরায়ুর সংক্রমণের বীজ বপন হতে পারে আপনার কিশোরীর কোমলমতি শরীরে।

আপনার কিশোরী মেয়ের দিনটি কেমন হবে?

প্রতিদিন ৬ ঘণ্টা অন্তর অন্তর স্যানিটারি ন্যাপকিন বা প্যাড পরিবর্তন করা যাবে। এ ছাড়া যতবার প্রয়োজন ততবারই পরিবর্তন করতে পারবে। এ ক্ষেত্রে স্কুলগুলোতে মাসিকবান্ধব টয়লেটের প্রয়োজনীয়তা অপরিসীম।

মাসিকের সময় খাদ্যাভ্যাসের কোন কোন দিকে আপনি গুরুত্ব দেবেন?

সুষম খাবার এবং সেই সঙ্গে আয়রনসমৃদ্ধ খাবারের দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই সময় মাসিকের রক্তের সঙ্গে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে।

মনে রাখবেন, বিশ্রাম নেওয়া এবং সুষম খাবার খাওয়া এই সময়ে আপনার কিশোরীর শরীরের ঘাটতি পূরণে অনেক বেশি সহায়ক।

মাসিকের তারিখটি মনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। আর এই অভ্যাসটি শুরু হোক একেবারে প্রথম থেকে। মায়েরা কিন্তু মেয়েদের এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করতে পারেন। প্রথম এক বা দুই বছরে মাসিকের সময়কালটি পর্যবেক্ষণ করে ক্যালেন্ডারের পাতায় দাবিয়ে রাখতে পারেন। এ ছাড়া এখন প্রযুক্তির সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়াচ, স্মার্টফোন সেগুলোতেও কিন্তু ক্যালেন্ডার মেথড দিয়ে মাসিকের তারিখটি যত্ন করে লিখে রাখা যায়।

অতিরিক্ত রক্তপাত

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, মাসিকের প্রথম দিনগুলোতে অতিরিক্ত রক্তপাত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দিনে পাঁচটির বেশি প্যাড সম্পূর্ণভাবে ভিজে গেলে আমরা তাকে অতিরিক্ত রক্তপাত বলে থাকি। নানা কারণে এটা হতে পারে হতে। হতে পারে শরীরের হরমোন এর নানা প্রভাবে। এ সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এ ছাড়া মাসিকের প্রথম দিনগুলোতে তলপেটে প্রচণ্ড ব্যথা দেখা যায়। হালকা গরম প্যাড বা গরম পানির বোতল তলপেটে দিলে কিছুটা ব্যথার উপশম হয়। তবে যদি ব্যথা বাড়তে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

কিশোরী বোনেরা, প্রথম মাসিক সম্পূর্ণ স্বাভাবিক ও প্রাকৃতিক একটি ঘটনা, মাসিক মোটেও লজ্জা বা গোপনীয় কোন বিষয় না। আপনারা যারা মা রয়েছেন, তারা আপনার কিশোরী মেয়ের মাসিকের প্রথম দিনটি সহজ করার জন্য নানাভাবে উদযাপন করতে পারেন। তার পছন্দের খাবার তৈরি করে দিতে পারেন, দিতে পারেন ছোট কোনো উপহার। প্রথম মাসিক জীবনে দ্বিতীয়বার আসবে না। তাই আসুন, আমরা আমাদের রাজকুমারীদের তৈরি করি তার জীবনের এই প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটির জন্য।

ডা. সাদিয়া মনোয়ারা ঊষা, মেডিকেল অফিসার, খুলনা সিভিল সার্জন কার্যালয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপমাত্রা আরও বাড়ল চুয়াডাঙ্গায়

আকর্ষণীয় বেতনে ওয়াটারএইডে চাকরি, আবেদন করুন দ্রুত

১০২ পদে কর কমিশনারের কার্যালয়ে জনবল নিয়োগ

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির ক্লাব-সংগঠন

পরীক্ষার ৭২ ঘণ্টার মধ্যে গুচ্ছের ফল প্রকাশ 

গরমে স্বপ্ন-তে পথচারীদের জন্য ফ্রি শরবত বিতরণ

৯ মে হজের প্রথম ফ্লাইট : ধর্মমন্ত্রী

বন্দর উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে ইসির শোকজ

সাতক্ষীরায় ভুয়া সাংবাদিকদের তথ্য সংগ্রহের কার্ড দিলেন রিটার্নিং অফিসার

রাতেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

জীবিত থেকেও মৃত রুস্তম আলী

১১

গাছ কাটার সিদ্ধান্তে অনড় বন বিভাগ

১২

জানা গেল এসএসসির ফল প্রকাশ কবে হতে পারে

১৩

তীব্র দাবদাহে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা ইসির

১৪

ঢাকার সিভিল সার্জন হলেন ডা. বিপ্লব কান্তি

১৫

সমাবেশের ঘোষণা দিল বিএনপি

১৬

ইন্টারনেট-ওটিটি প্লাটফর্মে স্বাধীনতা নিশ্চিতের দাবি

১৭

লোহাগড়ায় ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট 

১৯

কালবৈশাখীর তাণ্ডবে মৌলভীবাজারে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত

২০
*/ ?>
X