কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১০:২৩ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধের ঘোষণা

ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার জার্মান সরকার ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা দেন। ছবি : এএফপি
ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার জার্মান সরকার ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা দেন। ছবি : এএফপি

জার্মান সরকার ইরানের সব কনস্যুলেট বা বাণিজ্য দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক এই সিদ্ধান্তের কথা জানান। খবর এএফপির।

এদিকে হঠাৎ সব কনস্যুলেট বন্ধ ঘোষণার পেছনে রয়েছে ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা। জামশিদকে ইরানের ইসলামপন্থি শাসকদের উৎখাতের ষড়যন্ত্র ও সন্ত্রাসী হামলার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি, যদিও জামশিদ সবসময় অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে জার্মান দেশটি তাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জামশিদের মৃত্যুদণ্ড রোধ করার চেষ্টা করেছিল, কিন্তু তেহরান তা উপেক্ষা করেছে। পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেন, আমরা বারবার তেহরানকে সতর্ক করেছি যে জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ডের ফলাফল গুরুতর হবে; কিন্তু তারা কর্ণপাত করেনি। তাই আমাদের এ পদক্ষেপ নিতে হচ্ছে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ এবং হামবুর্গে অবস্থিত ইরানের কনস্যুলেটগুলো এখন থেকে বন্ধ থাকবে।

অপরদিকে জামশিদের মৃত্যুদণ্ড কার্যকর করার কয়েক দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘশি জার্মানির প্রতি একটি বার্তা পাঠিয়ে বলেন, ‘জামশিদ একজন সন্ত্রাসী এবং তার নেতৃত্বে হওয়া হামলায় ১৪ জন নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে। তার অপরাধের জন্য তাকে শাস্তি পেতেই হবে এবং জার্মানির পাসপোর্ট তার দায়মুক্তির জন্য যথেষ্ট নয়।’

প্রসঙ্গক্রমে, জামশিদ শারমাহদ, যিনি ২০০৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন, তাকে ইরানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি ২০০৮ সালে ইরানের শিরাজ শহরের একটি মসজিদে হামলার সঙ্গে জড়িত ছিলেন, যেখানে অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়। জামশিদ এই সব অভিযোগ বরাবর অস্বীকার করেছেন।

২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানের নিরাপত্তা বাহিনী তাকে অপহরণ করে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর, ইরানের নিম্ন আদালত ফেব্রুয়ারিতে তাকে মৃত্যুদণ্ড দেয়, যা পরে উচ্চ আদালতেও বহাল থাকে। অবশেষে, গত বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এই ঘটনার ফলে জার্মানি ও ইরানের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে এবং এটি দুই দেশের সম্পর্কের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, কনস্যুলেট হলো বিদেশে একটি সরকারি অফিস, যা দেশের স্বার্থ রক্ষা করে। এটি নাগরিকদের সাহায্য, ভিসা প্রদান ও প্রশাসনিক কাজ করে এবং সাধারণত শহর বা অঞ্চলে, যেখানে দূতাবাস নেই সেখানে স্থাপন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে : রাশেদ প্রধান 

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে যারা আছেন

‘আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে’

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো!

জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না : রাশেদ প্রধান

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের ২ নেতা নিহত 

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে : ডা. তাহের 

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

১০

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

১১

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

১২

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

১৩

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

১৪

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

১৫

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোচালকদের মিষ্টি বিতরণ

১৬

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

১৭

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

১৮

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

১৯

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু অবরোধ

২০
X