কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কি ও আব্বাসের সঙ্গে কী কথা হল ট্রাম্পের?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (বাম থেকে)। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (বাম থেকে)। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনকলে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কিকে সমর্থনের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে মাহমুদ আব্বাসকে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কাজ করবেন তিনি।

নির্বাচনী প্রচারণায় ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই যুদ্ধবিদ্ধস্ত দেশ দুটির নেতাদেরকে ফোন করেন তিনি।

শনিবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টাসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন বুধবার ট্রাম্প ও জেলেনস্কি ২৫ মিনিট কথা বলেন। এ সময় ট্রাম্প জেলেনস্কিকে বলেন, তিনি ইউক্রেনকে সমর্থন করবেন। তবে কীভাবে করবেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

একই দিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও ফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় ট্রাম্প মাহমুদ আব্বাসকে বলেছেন, তিনি ‘যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন’ এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচারের জন্য ফিলিস্তিনি নেতাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ট্রাম্পকে মাহমুদ আব্বাস বলেছেন, তিনি আন্তর্জাতিক বৈধতার ওপর ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত ও সর্বাত্মক শান্তি অর্জনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত। জবাবে ট্রাম্প আব্বাসকে বলেছেন, তিনি যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন।

চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। এই জয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মাহমুদ আব্বাস। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন মাহমুদ আব্বাস।

এদিকে ট্রাম্প ও জেলেনস্কির ফোনালাপের সময় তাতে যুক্ত ছিলেন বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্কও। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, তিনি স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এক্স পোস্টে ট্রাম্পকে অভিনন্দন জানান জেলেনস্কি। ট্রাম্পের বিজয়কে ‘চমকপ্রদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি গত সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করছি। সে সময় আমরা ইউক্রেন-মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি ও মাহমুদ আব্বাসেন এই ফোনালাপের খবর এমন সময়ে সামনে এলো যখন ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন। ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও টেসলার সিইও মাস্ককে তার প্রশাসনে সরকারি দক্ষতা বাড়াতে দায়িত্ব দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল রক্তে মায়ের মৃত্যু, জন্মের ৪ দিনেই এতিম শিশু

জেনে রাখুন স্ট্রোকের লক্ষণ ও উপসর্গ

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস 

আবারও কি শিরোপাহীন মৌসুম কাটানোর পথে রোনালদোর আল নাসর?

গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্যের বিষয়ে যা বলল পুলিশ

আগামী নির্বাচনের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : প্রধান উপদেষ্টা

আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি বাড়িয়ে নতুন নির্দেশনা

রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অজি অধিনায়ক

১০

দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৫০

১১

এক লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

১২

বলিউডে কাজ করতে চান উইল স্মিথ

১৩

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে

১৪

আত্মিক প্রশান্তির পথে পূর্ণিমা

১৫

প্রাথমিকের প্রশ্নফাঁস ইস্যু, সমাধানে করণীয় জানালেন এনসিপি নেতা মিরাজ

১৬

জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

জেনারেশন বিটার সন্তানদের জন্য কীভাবে প্রস্তুত হবেন অভিভাবকরা

১৮

মুগ্ধতায় নিক-প্রিয়াঙ্কা

১৯

ভারতে নিরাপত্তা ঝুঁকি স্বীকার করে বিসিবিকে আইসিসির চিঠি, যা বলা আছে

২০
X