কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক অস্ত্র ও এআই প্রযুক্তি নিয়ে একমত হলো দুই পরাশক্তি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ এক মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

তারা একমত হয়েছেন যে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত কখনো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাতে না গিয়ে, বরং মানুষের হাতে থাকা উচিত।

রোববার (১৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে তাদের এই সম্মতিটি বিশেষ গুরুত্ব পায় কারণ বর্তমানে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ এবং এআই প্রযুক্তির দ্রুত বিকাশ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ এবং আলোচনা বৃদ্ধি পাচ্ছে।

শনিবার (১৬ নভেম্বর) এপেক (এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরাম) সম্মেলনের সাইডলাইনে বাইডেন ও জিনপিংয়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটি ছিল তাদের মধ্যে সর্বশেষ কূটনৈতিক আলোচনা, যা বিশ্ব শান্তির জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা দেয়।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুই নেতা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তে মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তা নিশ্চিত করেছেন। তারা আরও বলেছেন, সামরিক খাতে এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং এআই প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে সঠিক বিচক্ষণতা ও দায়িত্বশীলতা অবলম্বন করতে হবে।

উল্লেখ্য, বর্তমানে চীনের কাছে প্রায় ৫০০টি সক্রিয় পারমাণবিক অস্ত্র রয়েছে, তবে পেন্টাগন ধারণা করছে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ১৭৭০টি এবং রাশিয়ার ১৭১০টি সক্রিয় পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ২০৩০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও বেশি হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

বৈঠকে বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ করেছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক যেন আরও গভীর না হয়। বিশেষ করে, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এবং চীনকে বলেছেন এই যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে তাদের।

বৈঠকটি বিশ্ব শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের সিদ্ধান্ত মানুষের হাতে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে এআই প্রযুক্তির সীমাবদ্ধতা এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা বজায় রাখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানায় গিয়ে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন মাইকিং করা বড়ভাই

দেশের ককপিটে তরুণদের বসাতে চাই : জামায়াত আমির

না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নুর

চীনের সেই বিমানবাহী রণতরী প্রস্তুত, ঘুরিয়ে দিতে পারবে কি যুদ্ধের মোড়?

দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি : কাজী আলাউদ্দিন

জানুয়ারিতেই চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে মেসিকে!

শাকিব খানের দলে নাম লেখালেন আরেক তারকা

ধানের শীষের মনোনয়ন নিয়ে অসন্তোষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ 

পরবর্তী আইপিএলও খেলবেন ধোনি

প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলেকে হত্যায় রাজি হলেন মা, পেলেন দেড় লাখ টাকাও

১০

‘তারেক রহমান দেশপ্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন’

১১

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

১২

প্রসূনের ‘লোক দেখানো পার্টি’ পোস্ট নিয়ে যা বললেন পরীমণি

১৩

জাহানারার অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান মাশরাফী

১৪

প্রকাশ্যে তরুণীর ওড়না ধরে টান, অতঃপর...

১৫

মার্কিন বিমানঘাঁটিতে সন্দেহজনক পার্সেল, অনেকে অসুস্থ

১৬

৩১ দফা বাস্তবায়নে দেশের নতুন পরিচয় ঘটবে : দুলু

১৭

বিএনপির ৩ নেতার পদ স্থগিত

১৮

পাকিস্তানে যুদ্ধে গিয়ে গোপালগঞ্জের তরুণ নিহত

১৯

এক মঞ্চে বরিশাল জেলা-মহানগর বিএনপি, তৃণমূলে উচ্ছ্বাস

২০
X