কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
সেনেগাল

উপকূলে নৌকায় মিলল পচা-গলা ৩০ মরদেহ

কাঠের তৈরি নৌকায় সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা অভিবাসীদের। ছবি : সংগৃহীত
কাঠের তৈরি নৌকায় সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা অভিবাসীদের। ছবি : সংগৃহীত

উন্নত জীবনের আসায় বিভিন্ন জায়গায় নৌকায় চেপে যাত্রা করে থাকেন অভিবাসীরা। এ যাত্রায় অনেকে প্রাণও হারান। তেমনি একটি নৌকায় এবার ৩০ জনের পচা-গলা মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল উপকূলে নৌকা থেকে ৩০ জনের পচা-গলা মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটি উপকূলীয় এলাকায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে। সম্প্রতি দেশটিতে উন্নত জীবনের আশায় উপকূলীয় এলাকা থেকে অভিবাসীদের বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, সেনেগালের রাজধানী ডাকার থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে একটি ভাসমান নৌযানের বিষয়ে নৌবাহিনীকে জানানো হয়েছিল। সোমবার তারা এটিকে বন্দরে নিয়ে এসেছে।

বিবৃতিতে বলা হয়েছে, মরদেহগুলোতে অতিমাত্রায় পচন ধরেছে। ফলে এগুলো উদ্ধার, পরিচয় শনাক্ত ও স্থানান্তর কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে করা হচ্ছে।

সেনাবাহিনী জানিয়েছে, পচনশীল মরদেহগুলোর ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, তারা অনেকদিন ধরে আটলান্টিক মহাসাগরে ভেসে ছিলেন। নৌকাটি কখন কোথা থেকে যাত্রা শুরু করেছিল এবং তাতে কতজন যাত্রী ছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে।

এর আগে হত আগস্টে ডোমিনিকা উপকূলে অন্তত ১৪টি মরদেহ পচনশীল অবস্থায় পাওয়া যায়। এসব ব্যক্তিরা সেনেগালের অভিবাসী বলে ধারণা করা হয়েছিল।

এদিকে গত আগস্টে অবৈধ অভিবাসন মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা ঘোষণা করেছে সেনেগাল সরকার। এ ছাড়া দেশটির কর্তৃপক্ষ সাম্প্রতিক সপ্তাহগুলোতে নৌকায় যাত্রা করা শত শত অভিবাসীকে আটক করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সেনেগাল হয়ে পশ্চিম আফ্রিকা ছাড়তে চাওয়া অভিবাসীর সংখ্যা অনেক বেড়েছে। এ তালিকায় থাকা বেশিরভাগ অভিবাসী যুবক বয়সের। সংঘাত, দারিদ্র্য এবং বেকারত্ব থেকে মুক্তি পেতে তারা সমুদ্রপথে স্প্যানিশ দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করে থাকে। চলতি বছরে এ এলাকায় প্রায় ৩০ হাজার অভিবাসী আগমন করেছেন।

স্পেনই ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবেচেয়ে বেশি অভিবাসী গ্রহণ করে থাকে। দেশটিতে পৌঁছাতে ভূমধ্যসাগরের পথটি অভিবাসীদের কাছে সবচেয়ে জনপ্রিয়। তবে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে পশ্চিম আফ্রিকান অভিবাসীরা আটলান্টিক মহাসাগরের পথ বেছে নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১০

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১১

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১২

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৩

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৪

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৫

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১৬

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৭

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৮

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৯

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

২০
X