কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের পালানোর সব পথ বন্ধ করতে শহরের চারপাশে দেওয়া হচ্ছে মাটির দেয়াল

যুদ্ধবিধ্বস্ত এল-ফাশেরের বেশিরভাগ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছেন। ছবি : সংগৃহীত
যুদ্ধবিধ্বস্ত এল-ফাশেরের বেশিরভাগ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছেন। ছবি : সংগৃহীত

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশের শহরকে ঘিরে বিশালাকার মাটির বাঁধ বা দেয়াল তৈরি করছে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব (এইচআরএল) স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, চলতি বছরের মে মাস থেকে শুরু হওয়া এই নির্মাণকাজে এখন পর্যন্ত প্রায় ৩১ কিলোমিটার (১৯ মাইল) দীর্ঘ দেয়াল গড়ে তোলা হয়েছে।

প্রায় এক বছর ধরে অবরুদ্ধ এল-ফাশের দারফুরে সেনাবাহিনীর শেষ প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। বর্তমানে এখানে প্রায় তিন লাখ মানুষ আটকে আছেন, যারা এখন কার্যত মৃত্যুঘেরের ভেতর অবস্থান করছেন।

বেসামরিকদের ওপর ভয়াবহ হামলা

সুদান ডাক্তার্স নেটওয়ার্কের দাবি, আরএসএফ সুপরিকল্পিতভাবে সাধারণ মানুষকে নিশানা করছে। ডা. মোহাম্মদ ফয়সাল হাসান জানান, গতকাল শহরের কেন্দ্রে চালানো গোলাবর্ষণে ২৪ জন নিহত ও কমপক্ষে ৫৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন নারীও রয়েছেন। এর মাত্র তিন দিন আগে শহরের সবচেয়ে বড় হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে রোগী ও চিকিৎসকদের ওপর চালানো হয় নির্বিচার হত্যাযজ্ঞ।

‘কিল বক্স’ বা মৃত্যুঘের

ইয়েলের গবেষকদের ভাষায়, এটি কেবল প্রতিরক্ষামূলক বাঁধ নয়, বরং একেবারে একটি ‘কিল বক্স’ বা মৃত্যুঘের। তারা জানান, সবুজ রেখা : ৯ কিমি, ১৪-২৪ জুলাইয়ের মধ্যে নির্মিত, নীল রেখা : ৭ কিমি, ৫ মে-১২ জুলাইয়ের মধ্যে, হলুদ রেখা : ৬ কিমি, ৩-১৯ আগস্টের মধ্যে এবং লাল রেখা : ৯ কিমি, ১৩-২৭ আগস্টের মধ্যে নির্মাণাধীন।

স্যাটেলাইট ছবিতে এল ফাসোর শহরে ঘিরে দেওয়া মাটির বাঁধ।

শহর ঘিরে এই দেওয়ালের ফলে শহর থেকে বের হওয়ার প্রায় সব পথ বন্ধ হয়ে গেছে। এতে খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশ করাও কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয়দের অসহায় অবস্থা

৩৭ বছর বয়সী স্কুলশিক্ষক হালিমা হাশিম এএফপিকে বলেন, “এখানে থাকা মানে ধীরে ধীরে মৃত্যুবরণ করা। কিন্তু পালিয়ে যাওয়াটাও মৃত্যুর সমান ভয়ঙ্কর। আমাদের কাছে পালানোর মতো সামর্থ্য নেই।”

স্যাটেলাইট চিত্রে আরও দেখা গেছে, আলসেন গ্রামে নির্মাণাধীন বাঁধের কারণে ২০ মে থেকে ৬ জুলাইয়ের মধ্যে প্রায় পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া বিমানবন্দরের কাছে সেনাদের নিয়ন্ত্রণাধীন একটি পানি সরবরাহ কেন্দ্রকেও আরএসএফ হামলায় ক্ষতিগ্রস্ত করেছে।

ভয়াবহ ভবিষ্যৎ সংকটের আশঙ্কা

বিশ্লেষকদের মতে, যদি এল-ফাশের পতন ঘটে, তাহলে আরএসএফ পুরো পশ্চিম দারফুরকে দখল করে নেবে। এতে দেশটি দুই ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে, কারণ সেনাবাহিনী ও আরএসএফ উভয়ই ইতোমধ্যে পৃথক সরকার গঠন করেছে।

সেন্ট্রাল দারফুরের সাবেক গভর্নর আদিব আব্দেল রহমান ইউসুফ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এল-ফাশেরের সাধারণ মানুষ সবচেয়ে বড় মূল্য দিচ্ছে। তাদের বাঁচানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্নাব্যুতে নেমেই আরেকটি রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টিনার ‘মাস্তান’

একাদশে ভর্তিতে যাদের আবেদন বাতিলের নির্দেশ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা 

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, দাম কত জানেন?

নারী শিক্ষার্থীদের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন ডাকসুর এজিএস পদপ্রার্থী মায়েদ

এয়ারলাইনসের ‘ভুল সিদ্ধান্ত’ / বিদেশ যেতে বিমানবন্দর সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরছেন হোসাইন

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যে যোগ্যতা দরকার

মাঝআকাশে বোতল-ব্যাগে মলমূত্র ত্যাগ করলেন যাত্রীরা

ইরানের পাল্টা হামলা, ক্ষতিপূরণ দাবি করছেন ৫৩ হাজার ইসরায়েলি

যোদ্ধাদের সামরিক প্রধানের পর মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল

১০

সবুজায়ন হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি

১১

বিইউবিটির আইন ও বিচার বিভাগের সঙ্গে ৮ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

১২

রাস্তা নিয়ে দুর্ভোগ, ভেঙে যাচ্ছে বিয়ে!

১৩

এটা সারপ্রাইজ হিসেবে থাকুক : তিশা

১৪

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা

১৫

‘আমার বিয়ের দাওয়াত খাইতে চাইলে ডাকসুতে জিতান’

১৬

বিএনপির দুই নেতাকে শোকজ

১৭

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

১৮

ইশরাকের পোস্ট শেয়ার করে রাশেদ বললেন, ‘নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে’

১৯

প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি

২০
X