উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ১২২ জনে দাঁড়িয়েছে। নিহতের পাশাপাশি বেড়েছে আহতের সংখ্যাও। বর্তমানে আহতের সংখ্যা ২ হাজার ৪২১ জনে পৌঁছেছে।
আজ রোববার (১০ সেপ্টেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গত শুক্রবার শত বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। এই ভূমিকম্পে ব্যাপক হতাহতের পাশাপাশি অ্যাটলাস পর্বতমালার আশপাশে বিভিন্ন ঐতিহাসিক ভবন এবং ইট ও মাটির তৈরি ঘরবাড়ি ধসে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এই দুর্যোগে তিন লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউএসজিএস জানায়, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল অ্যাটলাস পর্বতমালার ওকাইমেডিনের স্কি রিসোর্টের কাছে। এ জায়গাটি দেশের চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মারাকেশ শহরই।
ভূমিকম্পের দুদিন পার হলেও এখনো ঘরে ফিরতে পারছেন না অনেক মানুষ। ভূমিকম্পপরবর্তী পরাঘাতের বিষয়ে সতর্কতা জারি থাকায় তাদের সড়কে খোলা আকাশের নিচে রাতযাপন করতে হচ্ছে।
যে কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রথম ৭২ ঘণ্টা জীবিতদের উদ্ধারের ‘সুবর্ণ সময়’। এই কথা মাথায় রেখেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। তাদের লক্ষ্য একটাই যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও আহতদের উদ্ধার করা।
মন্তব্য করুন