

ছুটি পেলেই অনেকের মন চায় ঘুরতে যেতে। কখনো নানাবাড়ি, কখনো দাদাবাড়ি, আবার কখনো বন্ধুর বাড়ি। তবে বেড়াতে গিয়ে আমরা অজান্তেই যেন কাউকে বিরক্ত না করি, সেটি খেয়াল রাখা জরুরি। অতিথি হওয়াও এক ধরনের দায়িত্ব।
একটু সচেতন হলেই আপনি হয়ে উঠতে পারেন সবার প্রিয় অতিথি। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন বিষয় মেনে চললে বারবার দাওয়াত পাওয়ার সম্ভাবনা বাড়ে।
কতদিন থাকবেন আগে থেকেই জানান
যার বাড়িতে যাবেন, তাকে আগেই জানিয়ে দিন আপনি কয়দিন থাকবেন। এতে সে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে। চেষ্টা করুন নির্ধারিত সময়ের বেশি না থাকার। সম্ভব হলে আগেই ফিরতি টিকিট কেটে নিন।
হঠাৎ হাজির হবেন না
না জানিয়ে কারও বাড়িতে চলে যাওয়া ভালো অভ্যাস নয়। আগে থেকে জানালে স্বাগতিক তার সময় ও কাজ গুছিয়ে নিতে পারে। নইলে আপনার সারপ্রাইজ তার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।
খালি হাতে যাবেন না
অতিথি হয়ে গেলে ছোটখাটো উপহার নেওয়াই ভদ্রতা। দামি কিছু হতে হবে এমন নয়। মিষ্টি, ফল, বই বা বাচ্চাদের জন্য চকলেট নিলেই যথেষ্ট। খালি হাতে যাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন।
বাড়ির নিয়ম মেনে চলুন
প্রতিটি বাড়িরই কিছু নিজস্ব নিয়ম থাকে। কোথায় জুতা রাখতে হবে, খাবারের সময় কী নিয়ম, এসব জেনে নিন। তাদের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে চললে সম্পর্ক আরও সুন্দর হয়।
ফোন ব্যবহার কম করুন
সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকলে মনে হতে পারে আপনি সেখানে থাকতে আগ্রহী নন। সময় বের করে পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করুন। এতে আপনার উপস্থিতি আরও আনন্দদায়ক হবে।
পোশাকের বিষয়ে সচেতন থাকুন
যে পরিবেশে যাচ্ছেন, সেটি মাথায় রেখে পোশাক নির্বাচন করুন। সবার রুচি ও মানসিকতা এক নয়, তাই পরিস্থিতি অনুযায়ী পোশাক পরাই ভালো।
কাজে সাহায্য করুন
অলস অতিথি কেউই পছন্দ করে না। রান্নায় একটু সাহায্য করা, টেবিল গুছিয়ে দেওয়া বা বাচ্চাদের দেখাশোনা করলে স্বাগতিক স্বস্তি পায়। নিজের ব্যবহার করা কাপড়চোপড় নিজেই গুছিয়ে রাখুন।
যতটা সম্ভব স্বয়ংসম্পূর্ণ থাকুন
সব সময় স্বাগতিকের ওপর নির্ভর করবেন না। সুযোগ পেলে বাইরে খাওয়ার বিল দিন বা ছোট কোনো ট্রিট দিন। এতে সম্পর্ক আরও আন্তরিক হয়।
নিজের প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখুন
চিরুনি, টুথব্রাশ, টুথপেস্টের মতো ব্যক্তিগত জিনিস সঙ্গে রাখুন। অন্যের জিনিস ব্যবহার না করাই ভদ্রতার পরিচয়।
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন
যার বাড়িতে থাকছেন, সেটি যেন আপনার কারণে অগোছালো না হয়। বিদায়ের আগে নিজের ঘর ও বাথরুম একবার দেখে নিন। সবকিছু আগের জায়গায় গুছিয়ে রাখুন।
ধন্যবাদ জানাতে ভুলবেন না
বিদায়ের সময় আন্তরিকভাবে ধন্যবাদ জানান। সেখানে কাটানো ভালো মুহূর্তগুলোর কথা বলুন। কোনো খাবার ভালো লাগলে সেটিও উল্লেখ করুন। প্রয়োজনে তাদেরকেও আপনার বাড়িতে আসার আমন্ত্রণ দিন।
ভালো অতিথি হওয়া কঠিন কিছু নয়। একটু সচেতনতা আর আন্তরিকতা থাকলেই যথেষ্ট। এসব ছোট অভ্যাস মেনে চললে আপনি শুধু ভালো অতিথিই হবেন না, বরং বারবার দাওয়াত পাওয়ার তালিকাতেও সবার আগে থাকবেন।
সূত্র : রিয়েল সিম্পেল
মন্তব্য করুন