কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার দীর্ঘতম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। পুরোনো ছবি
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। পুরোনো ছবি

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিইএম) দীর্ঘতম পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলে এ পরীক্ষা চালানো হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া নিশ্চিত করেছে যে তারা পূর্ব উপকূলের পানিসীমায় একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এ ক্ষেপণাস্ত্রটি তাদের উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের মধ্যে সবচেয়ে দীর্ঘসময় আকাশে ছিল।

দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের মাধ্যমে দেশটির উন্নত অস্ত্র বিকাশের আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া তিনি শত্রুদের প্রতি সতর্কবার্তা দিয়েছেন।

কিমকে উদ্ধৃত করে কেসিএনএ জানিয়েছে, টেস্ট-ফায়ার হলো প্রতিদ্বন্দ্বীদের পাল্টা জবাবের জন্য একটি উপযুক্ত সামরিক পদক্ষেপ। যারা ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক পরিস্থিতিকে বাড়িয়ে তুলেছে এবং সম্প্রতি আমাদের প্রজাতন্ত্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে তাদের জন্য জবাব এটি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব সাগর বা জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। এটি স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে শনাক্ত করা হয়।

পরে জেসিএস জানিয়েছে, প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এটি উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য নতুন উন্নত কঠিন-জ্বালানি বুস্টারের সম্ভাব্য পরীক্ষা।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি বলেন, ক্ষেপণাস্ত্রটি জাপানের ওকুশিরি দ্বীপের প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে দেশটির উত্তর হোক্কাইডো অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এটি পিয়ংইয়ংয়ের অতীতের যে কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষার দীর্ঘতম সময় উড়েছে। প্রচলিত ক্ষেপণাস্ত্রের চেয়ে এটি ভিন্ন হতে পারে।

দক্ষিণ কোরিয়া এবং জাপানের তথ্যমতে, বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্রটি ৮৭ মিনিট আকাশে অবস্থান করেছে, যা ২০২৩ সালের ডিসেম্বরে শেষে উৎক্ষেপণ করা আইসিবিএমের চেয়ে বেশি। এর আগে এটি ৭৩ মিনিট অবস্থান করেছিল। এটি সাত হাজার কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল এবং এক হাজার কিলোমিটার দূরত্ব উড়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপিলে বহাল জামায়াত প্রার্থীর মনোনয়ন, মিষ্টি বিতরণ

ডাবলু হত্যা আইনের প্রতি চরম অবমাননা : মির্জা ফখরুল

সুযোগ পেলেই আয়নায় চোখ রাখছেন? যে রোগের শিকার হতে পারেন

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান

গুলি করে ভাইরাল সেই সোহাগ গ্রেপ্তার

জাপানে কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের কমিটি গঠন

বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

সংকটের মাঝেই বড় ধাক্কা, প্রধান কোচকে হারাল ঢাকা ক্যাপিটালস

ইরান ইস্যুতে মালালার স্ট্যাটাস, কার পক্ষ নিলেন

নোবেল বিজয়ীর দাবি / ইরানে লিথ্যাল উইপনের গুলিতে ১২ হাজার বিক্ষোভকারী নিহত

১০

চট্টগ্রাম বন্দরে ৯ ‘জুলাই যোদ্ধার’ নিয়োগ নিয়ে সমালোচনা

১১

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে গণহত্যা চলছে : নোবেল বিজয়ীর অভিযোগ

১২

একাত্তরের পরম বন্ধুদের কথা : ভালোবাসায় বাড়ানো হাত

১৩

অবশেষে মুখ খুললেন তাহসান

১৪

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

১৫

রাজধানীতে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা

১৬

ভারতের ভিসা পেল না যুক্তরাষ্ট্রের চার মুসলিম ক্রিকেটার

১৭

ভেঙে দেওয়া হলো ৩৫টি অবৈধ দোকান

১৮

হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, সেই ২ আনসার সদস্য কারাগারে

১৯

যে ৮ ধরনের মানুষের জন্য কফি খাওয়া বিপজ্জনক

২০
X