কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ভাবছে দক্ষিণ কোরিয়া

এক সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে। ছবি : সংগৃহীত
এক সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে। ছবি : সংগৃহীত

পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার শত্রুর তালিকায় অন্যতম প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। নিজের নিরাপত্তার জন্য ভাড়া করা মার্কিন সেনাদের ওপর নির্ভর করতে হয় সিউলের। এর মধ্যেই আরও আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে কে-পপের জন্য বিখ্যাত দক্ষিণ কোরিয়া।

সিউলের কর্মকর্তারা জানান, তারা এবার সরাসরি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অংশ হতে পারেন। তবে এর পরিণতি কী হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে অনেকের মধ্যেই।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে এবার সরাসরি অস্ত্র সরবরাহ শুরু করতে পারে সিউল। রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য ইউক্রেনে উত্তর কোরীয় সেনা মোতায়েনের অভিযোগ আসার পর এমন সিদ্ধান্ত নিতে চাইছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। সিউলের গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরিয়া তাদের প্রায় তিন হাজার সদস্যকে রাশিয়ায় পাঠিয়েছে প্রশিক্ষণের জন্য। আগামী ডিসেম্বরের মধ্যে দেশটিতে প্রায় ১০ হাজার সেনা পাঠাবে পিয়ংইয়ং। তারা ইউক্রেনে রুশ বাহিনীর হয়ে লড়াই করবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, পিয়ংইয়ং ও মস্কোর সহযোগিতা নিয়ে সিউল কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিকগুলো বিশ্লেষণ করছে। এর মধ্যেই পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের দিকটিও চিন্তা করা হচ্ছে। ওই কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়া ধাপে ধাপে পরিস্থিতির অংশ হিসেবে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে অস্ত্র সরবরাহ করার কথা বিবেচনা করব, যদি মনে হয় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তাহলে এসব অস্ত্রের আক্রমণাত্মক ব্যবহারও বিবেচনা করতে পারে সিউল।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছিলেন, উত্তর কোরিয়া রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে কিয়েভের হাতে প্রমাণ রয়েছে। এ পরিস্থিতিতে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার জড়িয়ে পড়া নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিজেদের মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগের প্রেক্ষিতে রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনার উপস্থিতির কথা অস্বীকার করেছে ক্রেমলিন। অন্যদিকে রাশিয়ায় সেনা পাঠানো–সংক্রান্ত সিউল ও কিয়েভের দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং। রাশিয়ায় সেনা পাঠানোর খবর গোপন রাখতে উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো চেষ্টা করছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা লি সিওং-কুইউন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রজ্ঞাপন

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া

বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

কঠিন শর্তের বেড়াজালে দীপিকা; ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছেন সাই পল্লবী!

১০

আলজাজিরাকে ডা. শফিক / নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

১১

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস

১২

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

১৩

জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক / শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১৪

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

১৫

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

১৬

জামায়াত নেতা নিহতের ঘটনায় চরমোনাই পীরের প্রতিক্রিয়া

১৭

জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ

১৮

সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

১৯

শিক্ষিত বেকারদের দুর্দশা নিয়ে যা বললেন অর্ষা

২০
X