কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৫:২৩ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পুতিন-কিমের চিঠি বিনিময়

ভ্লাদিমির পুতিন, কিম জং উন। ছবি : সংগৃহীত
ভ্লাদিমির পুতিন, কিম জং উন। ছবি : সংগৃহীত

নর্থ কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চিঠি বিনিময় করেছেন। চিঠিতে তিনি দুই দেশের মধ্যে দীর্ঘ মেয়াদি কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পশ্চিমাদের জন্য কড়া হুঁশিয়ারিও ছিল এ চিঠিতে।

১৯১০-৪৫ সালে জাপানের উপনিবেশ থেকে কোরিয়ার মুক্তি পাওয়ার ৭৮ বছরপূর্তিতে চিঠি বিনিময় করেন কিম-পুতিন।

মঙ্গলবার পুতিনকে লেখা চিঠিতে কিম বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই দেশের বন্ধুত্ব ভুলবার উপক্রম হয়েছিল। তবে দুদেশই এখন সম্পূর্ণরূপে তাদের অজেয়তা দেখাচ্ছে এবং সাম্রাজ্যবাদীদের ধ্বংস করে দেওয়ার লড়াই করে চলেছে। খবর আলজাজিরার।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্কের মাধ্যমে নতুন যুগের চাহিদা মেটাতে আমাদের বন্ধুত্ব ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দুই দেশ এভাবেই তাদের বিজয়ের ধারা অব্যাহত রাখবে এবং একে অন্যের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সাহায্যের অভিযোগ করে আসছে। তাদের অভিযোগ অনুযায়ী, উত্তর কোরিয়া রুশ সেনাদের আর্টিলারি শেল, কাঁধ থেকে নিক্ষেপের রকেট ও মিসাইল প্রভৃতি সরবরাহ করছে। তবে পিয়ংইয়াং এসব দাবি ও লেনদেনের কথা অস্বীকার করেছে। এদিকে মস্কো-পিয়ংইয়াং উভয়েই পশ্চিমা নিগৃহের স্বীকার হয়ে নানা ধরনের নিষেধাজ্ঞায় নিমজ্জিত। তবে ইউক্রেনে সেনা মোতায়েনের পর থেকে দুই দেশের সম্পর্কে জোয়ার এসেছে।

গতমাসে রুশ প্রতিরক্ষা মন্ত্রী কিমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। এসময় তারা উত্তর কোরিয়ার নতুন মিসাইল পরীক্ষা নিরীক্ষা করেন এবং পিয়ংইয়াং-এ যুদ্ধে ব্যবহৃত সামরিক ড্রোন নিরীক্ষা পর একটি সামরিক প্যারেডেও অংশ নেন ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, মস্কো পিয়ংইয়াং এর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চাইছে। উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সামরিক উপকরণ দিয়ে সাহায্য করছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে কিমের চিঠির জবাবে পুতিনও দ্বিপাক্ষিক সহযোগিতার কথা বলেছেন।

তিনি বলেন, আমি নিশ্চিত যে দুইদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আমরা মানুষের সমৃদ্ধি, স্থিতিশীলতা, কোরিয়ান উপদ্বীপ ও উত্তর-পশ্চিম এশিয়ায় নিরাপত্তা রক্ষায় কাজ করে যেতে পারব।

শুক্রবার উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান নিরাপত্তা নিয়ে সহযোগিতার বিষয়ে ক্যাম্প ডেভিডে একটি ত্রিপাক্ষিক সামিটে অংশে নেওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আজ

ছেলেদের জন্য কিছু স্টাইলিশ আউটফিট কম্বিনেশন

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ

আর্জেন্টিনার আগেই এশিয়া সফরে আসছে ব্রাজিল, জেনে নিন ম্যাচসূচি

দুর্ভিক্ষের গাজায় পদে পদে বিপদ, নিহত আরও ৬৪

বৃষ্টিতে বাইক চালাতে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

যুবকের কাণ্ডে ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

২০২৬ সালে রোজা শুরু হতে পারে যেদিন থেকে

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের শুনানি ফের আজ

সকালে উঠে ভুলেও করবেন না এই ৫ কাজ

১০

উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল : রিজভী

১১

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

১২

সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ, কচুরিপানার নিচে মিলল লাশ

১৩

সপ্তাহের ব্যবধানে সাড়ে ৪ হাজার সেনা হারাল ইউক্রেন

১৪

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে আড়ং

১৫

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৬

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

১৭

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৮

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

১৯

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

২০
X