কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৫:২৩ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পুতিন-কিমের চিঠি বিনিময়

ভ্লাদিমির পুতিন, কিম জং উন। ছবি : সংগৃহীত
ভ্লাদিমির পুতিন, কিম জং উন। ছবি : সংগৃহীত

নর্থ কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চিঠি বিনিময় করেছেন। চিঠিতে তিনি দুই দেশের মধ্যে দীর্ঘ মেয়াদি কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পশ্চিমাদের জন্য কড়া হুঁশিয়ারিও ছিল এ চিঠিতে।

১৯১০-৪৫ সালে জাপানের উপনিবেশ থেকে কোরিয়ার মুক্তি পাওয়ার ৭৮ বছরপূর্তিতে চিঠি বিনিময় করেন কিম-পুতিন।

মঙ্গলবার পুতিনকে লেখা চিঠিতে কিম বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই দেশের বন্ধুত্ব ভুলবার উপক্রম হয়েছিল। তবে দুদেশই এখন সম্পূর্ণরূপে তাদের অজেয়তা দেখাচ্ছে এবং সাম্রাজ্যবাদীদের ধ্বংস করে দেওয়ার লড়াই করে চলেছে। খবর আলজাজিরার।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্কের মাধ্যমে নতুন যুগের চাহিদা মেটাতে আমাদের বন্ধুত্ব ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দুই দেশ এভাবেই তাদের বিজয়ের ধারা অব্যাহত রাখবে এবং একে অন্যের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সাহায্যের অভিযোগ করে আসছে। তাদের অভিযোগ অনুযায়ী, উত্তর কোরিয়া রুশ সেনাদের আর্টিলারি শেল, কাঁধ থেকে নিক্ষেপের রকেট ও মিসাইল প্রভৃতি সরবরাহ করছে। তবে পিয়ংইয়াং এসব দাবি ও লেনদেনের কথা অস্বীকার করেছে। এদিকে মস্কো-পিয়ংইয়াং উভয়েই পশ্চিমা নিগৃহের স্বীকার হয়ে নানা ধরনের নিষেধাজ্ঞায় নিমজ্জিত। তবে ইউক্রেনে সেনা মোতায়েনের পর থেকে দুই দেশের সম্পর্কে জোয়ার এসেছে।

গতমাসে রুশ প্রতিরক্ষা মন্ত্রী কিমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। এসময় তারা উত্তর কোরিয়ার নতুন মিসাইল পরীক্ষা নিরীক্ষা করেন এবং পিয়ংইয়াং-এ যুদ্ধে ব্যবহৃত সামরিক ড্রোন নিরীক্ষা পর একটি সামরিক প্যারেডেও অংশ নেন ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, মস্কো পিয়ংইয়াং এর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চাইছে। উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সামরিক উপকরণ দিয়ে সাহায্য করছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে কিমের চিঠির জবাবে পুতিনও দ্বিপাক্ষিক সহযোগিতার কথা বলেছেন।

তিনি বলেন, আমি নিশ্চিত যে দুইদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আমরা মানুষের সমৃদ্ধি, স্থিতিশীলতা, কোরিয়ান উপদ্বীপ ও উত্তর-পশ্চিম এশিয়ায় নিরাপত্তা রক্ষায় কাজ করে যেতে পারব।

শুক্রবার উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান নিরাপত্তা নিয়ে সহযোগিতার বিষয়ে ক্যাম্প ডেভিডে একটি ত্রিপাক্ষিক সামিটে অংশে নেওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাকে চাকরির সুযোগ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ভবন ছাড়তে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উকিল নোটিশ

আমি বাবার মতো কাজ করতে চাই: রবিন

সন্ত্রাস-মাদকমুক্ত নিরাপদ দেশ গড়তে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে : হাবিব

ছাত্রদলে যোগ দিল বৈষম্যবিরোধী-জাতীয় ছাত্রশক্তির শতাধিক নেতাকর্মী

বগুড়া-১ আসন / বিএনপির মূল প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর আপিল! ব্যবস্থা নেবে হাইকমান্ড 

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক টিমের নেতৃত্বে হুমায়রা-তুহিন

চবিতে জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে প্রভাষক নিয়োগ, যা বলছেন মির্জা গালিব

মিচেলের অপরাজিত শতকে ভারতকে হারাল নিউজিল্যান্ড

১০

সাবেক মন্ত্রী মোমেন যেভাবে টানা ৮ মাস আত্মগোপনে ছিলেন

১১

যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি

১২

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

১৩

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৪

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

১৫

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

১৬

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

১৭

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

১৮

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

২০
X