কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৫:২৩ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পুতিন-কিমের চিঠি বিনিময়

ভ্লাদিমির পুতিন, কিম জং উন। ছবি : সংগৃহীত
ভ্লাদিমির পুতিন, কিম জং উন। ছবি : সংগৃহীত

নর্থ কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চিঠি বিনিময় করেছেন। চিঠিতে তিনি দুই দেশের মধ্যে দীর্ঘ মেয়াদি কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পশ্চিমাদের জন্য কড়া হুঁশিয়ারিও ছিল এ চিঠিতে।

১৯১০-৪৫ সালে জাপানের উপনিবেশ থেকে কোরিয়ার মুক্তি পাওয়ার ৭৮ বছরপূর্তিতে চিঠি বিনিময় করেন কিম-পুতিন।

মঙ্গলবার পুতিনকে লেখা চিঠিতে কিম বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই দেশের বন্ধুত্ব ভুলবার উপক্রম হয়েছিল। তবে দুদেশই এখন সম্পূর্ণরূপে তাদের অজেয়তা দেখাচ্ছে এবং সাম্রাজ্যবাদীদের ধ্বংস করে দেওয়ার লড়াই করে চলেছে। খবর আলজাজিরার।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্কের মাধ্যমে নতুন যুগের চাহিদা মেটাতে আমাদের বন্ধুত্ব ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দুই দেশ এভাবেই তাদের বিজয়ের ধারা অব্যাহত রাখবে এবং একে অন্যের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সাহায্যের অভিযোগ করে আসছে। তাদের অভিযোগ অনুযায়ী, উত্তর কোরিয়া রুশ সেনাদের আর্টিলারি শেল, কাঁধ থেকে নিক্ষেপের রকেট ও মিসাইল প্রভৃতি সরবরাহ করছে। তবে পিয়ংইয়াং এসব দাবি ও লেনদেনের কথা অস্বীকার করেছে। এদিকে মস্কো-পিয়ংইয়াং উভয়েই পশ্চিমা নিগৃহের স্বীকার হয়ে নানা ধরনের নিষেধাজ্ঞায় নিমজ্জিত। তবে ইউক্রেনে সেনা মোতায়েনের পর থেকে দুই দেশের সম্পর্কে জোয়ার এসেছে।

গতমাসে রুশ প্রতিরক্ষা মন্ত্রী কিমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। এসময় তারা উত্তর কোরিয়ার নতুন মিসাইল পরীক্ষা নিরীক্ষা করেন এবং পিয়ংইয়াং-এ যুদ্ধে ব্যবহৃত সামরিক ড্রোন নিরীক্ষা পর একটি সামরিক প্যারেডেও অংশ নেন ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, মস্কো পিয়ংইয়াং এর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চাইছে। উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সামরিক উপকরণ দিয়ে সাহায্য করছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে কিমের চিঠির জবাবে পুতিনও দ্বিপাক্ষিক সহযোগিতার কথা বলেছেন।

তিনি বলেন, আমি নিশ্চিত যে দুইদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আমরা মানুষের সমৃদ্ধি, স্থিতিশীলতা, কোরিয়ান উপদ্বীপ ও উত্তর-পশ্চিম এশিয়ায় নিরাপত্তা রক্ষায় কাজ করে যেতে পারব।

শুক্রবার উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান নিরাপত্তা নিয়ে সহযোগিতার বিষয়ে ক্যাম্প ডেভিডে একটি ত্রিপাক্ষিক সামিটে অংশে নেওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ পানে মহা সর্বনাশ, ৬ জনের মৃত্যু

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

১০

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১১

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১২

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৩

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১৪

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৫

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৬

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৭

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৮

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৯

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

২০
X