কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চীনের চাপে বিরোধী রাজনীতি হুমকির মুখে হংকংয়ে

হংকংয়ের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
হংকংয়ের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

বেইজিংয়ের চাপের মুখে অবশেষে নতি স্বীকার করতে যাচ্ছে হংকংয়ের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি।

স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) এক বিশেষ বৈঠকের পর দলের পক্ষ থেকে জানানো হয়, ডেমোক্র্যাটিক পার্টি ভেঙে দেওয়ার প্রস্তুতি নিতে তারা সম্মত হয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদন থেকে জানা যায়, এই সিদ্ধান্তটি দলের পাঁচ শীর্ষ সদস্যের কাছ থেকে এসেছে। গত কয়েক মাস ধরে চীনা কর্তৃপক্ষ এবং তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে ডেমোক্র্যাটিক পার্টিকে স্পষ্ট হুমকি দেওয়া হয়েছে।

এছাড়া বারবার বলা হয়েছে, যদি দলটি ভাঙতে না চায়, তাহলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ গুরুতর পদক্ষেপ নেওয়া হবে। এই চাপের ফলে দলটি অবশেষে বিরোধী রাজনীতির এই দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছে।

১৯৯৭ সালে ব্রিটেন থেকে চীনের অধীনে ফিরে আসে হংকং। এর তিন বছর আগে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় ডেমোক্র্যাটিক পার্টি, যা হংকংয়ের প্রধান বিরোধী শক্তি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছে।

দলটি গণতন্ত্র প্রতিষ্ঠা ও নাগরিক স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। সেই সময় থেকেই হংকংয়ের জনগণের জন্য বিভিন্ন আন্দোলন চালিয়ে আসছে তারা।

ডেমোক্র্যাটিক পার্টির প্রধান লো কিন-হেই সংবাদমাধ্যমকে জানান, রোববারের বৈঠকে উপস্থিত ১১০ সদস্যের ৯০ শতাংশই দলের বিলুপ্তির প্রক্রিয়া শুরু করার পক্ষে ভোট দিয়েছেন। একটি তিন সদস্যের কমিটি গঠনের জন্য এই ভোট হয়েছে, যা দলের আইনি এবং হিসাব সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং বিলুপ্তির সব প্রক্রিয়া সম্পন্ন করবে।

লো বলেন, আমি আশা করি, হংকংয়ের রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কাজ চালিয়ে যাবে। আমরা সব সময় হংকংবাসীর কল্যাণে কাজ করতে চেয়েছি, সমাজের জন্য ভালো কিছু করতে চেয়েছি।

তবে তিনি আরও বলেন, এই কমিটি কাজ শুরু করার পর দল ভাঙার বিষয়ে চূড়ান্ত ভোট হবে আগামী কয়েক মাসের মধ্যে। তবে, এই ভোটে অন্তত ৭৫ শতাংশ সমর্থন প্রয়োজন হবে।

ডেমোক্রেটিক পার্টি ভাঙার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। লো জানিয়েছেন, প্রক্রিয়া শেষ হতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত দল তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।

ডেমোক্রেটিক পার্টির অবসানের মধ্য দিয়ে হংকংয়ের প্রায় ৩০ বছরের বিরোধী দলীয় রাজনীতির অবসান ঘটবে। বর্তমানে হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ডেমোক্র্যাটিক পার্টির অন্তত পাঁচ সদস্য কারাগারে বা হেফাজতে রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের গণতন্ত্রপন্থি আন্দোলনের পরের বছর বেইজিং হংকংয়ে এই আইন কার্যকর করে, যা পরে বিরোধী দলগুলোর উপর চাপ সৃষ্টি করে।

এই সিদ্ধান্ত হংকংয়ের রাজনৈতিক পরিস্থিতির একটি গভীর পরিবর্তনকেই চিহ্নিত করছে, যেখানে চীনের একনায়কত্বের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে : এনসিপি নেতা ডা. জাহিদুল

বিপিএলে ফিক্সিং নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা

শিক্ষকের গলায় সাবেক ছাত্রীর ছুরিকাঘাত

ফেনীতে অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার

বিএনপির ক্ষমতার একমাত্র উৎস এদেশের ১৮ কোটি জনগণ : মীর হেলাল

যমুনায় নৌবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ শুরু

শিশুদের হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের আশা

১০

কলিং ভিসায় সাড়ে ২৪ লাখের বেশি কর্মী নেবে মালয়েশিয়া

১১

‘ভুল করে’ কারাগার থেকে মুক্তি দেওয়া আসামিকে খুঁজছে পুলিশ

১২

প্রমাণ না পাওয়ায় মালয়েশিয়ায় মানব পাচার মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল 

১৩

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআইয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৪

অন্যের চার্জার দিয়ে ফোন চার্জ, ঘটতে পারে যেসব বিপদ

১৫

সন্ধান মিলল অস্ত্র তৈরির কারখানার, আটক ২

১৬

গাজীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

১৭

জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল কারাগারে 

১৮

২০২৬ সালে রমজান শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ

১৯

সেই জিলাল হোসেনকে বরখাস্ত করল জনপ্রশাসন মন্ত্রণালয়

২০
X