শিশুদের হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কিডস হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নূরুন্নাহার ফাতেমা।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে কিডস হার্ট ফাউন্ডেশন আয়োজিত জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেসে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেসে দেশি-বিদেশি শিশু হৃদরোগ বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। দুদিনব্যাপী এই আয়োজনে বিশেষজ্ঞরা একে অন্যের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। এতে শিশু হৃদরোগের চিকিৎসা আরও সমৃদ্ধ হবে। ফলে চিকিৎসাখাতে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশাবাদী।
কিডস হার্ট ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নূরুন্নাহার ফাতেমা অংশগ্রহণকারী, বক্তা ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে শিশু হৃদরোগ চিকিৎসার উন্নয়ন যাত্রায় এই কংগ্রেস একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
বক্তারা বলেন, দেশের প্রতিটি জেলা পর্যায়ের হাসপাতালে পেডিয়াট্রিক কার্ডিয়াক প্রোগ্রাম চালু করতে হবে। বর্তমানে শুধু ঢাকার কয়েকটি হাসপাতালে এই বিশেষায়িত সুবিধা আছে, যা দেশের অন্যান্য অঞ্চলের শিশুদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
কংগ্রেসে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন, অভিজ্ঞতা বিনিময়, লাইভ ওয়ার্কশপ এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের উপস্থাপিত বৈজ্ঞানিক প্রবন্ধে শিশু হৃদরোগ চিকিৎসায় সাম্প্রতিক অগ্রগতি, প্রযুক্তি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। সরাসরি কর্মশালায় দেশে প্রথমবারের মতো তিনজন রোগীর শরীরে ভেনাস পি-ভালভ প্রতিস্থাপন করা হয় এবং দ্বিতীয়বারের মতো একজন রোগীর শরীরে মাই-ভালভ প্রতিস্থাপন করা হয়। এসব প্রক্রিয়া ক্যাথ ল্যাব থেকে সরাসরি সম্প্রচারিত হয়। কংগ্রেসে অংশগ্রহণকারীরা পর্যবেক্ষণ করেন।
কর্মশালা পরিচালনা করেন অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নূরুন্নাহার ফাতেমা এবং ডা. শিবা কুমার। একইসঙ্গে হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন, সেন্ট্রাল লাইন ইনসারশন, ইকোকার্ডিওগ্রাফি শীর্ষক ৩টি বিশেষ প্রশিক্ষণ সেশন পরিচালনা করা হয়। এতে ১১০ জন প্রশিক্ষণার্থী সরাসরি ব্যবহারিক প্রশিক্ষণ নিয়েছেন। দ্বিতীয় দিনের কর্মসূচিতে ক্যাথ ল্যাব থেকে জটিল শিশু হৃদরোগের লাইভকেস সম্প্রচার করে অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়। এতে শিশু হৃদরোগ বিশেষজ্ঞরা চিকিৎসার নতুনত্ব নিয়ে জানার সুযোগ পান।
যুক্তরাজ্যের ইভেলিনা চিলড্রেন হাসপাতালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশিকে প্রধান শিশু হৃদরোগ চিকিৎসায় অবদানের জন্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান আজীবন সম্মাননা হাতে তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিসাস ইনস্টিটিউটের প্রধান কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. ফজিলাতুন্নেসা মালিক, বিপিএ’র প্রাক্তন সভাপতি ও বিএনএফের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. নাজমুন নাহার, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আহ্বায়ক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন