সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

শিশু পাচারের ভয়ংকর চিত্র, মায়ের গর্ভে থাকা অবস্থায়ই বিক্রি!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাতৃগর্ভ রিজার্ভ করে জন্মের পরই বিক্রি করে দেওয়া হয় শিশুদের। এভাবেই পাচার করা হয়েছে অন্তত ২৫টি নবজাতককে। শিশু পাচারের আন্তর্জাতিক এই চক্রকে প্রকাশ্যে এনেছে পুলিশ। ২০২৩ সাল থেকে সক্রিয় এই চক্র এ পর্যন্ত অন্তত ২৫টি শিশুকে সিঙ্গাপুরে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে।

বিবিসির খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার পন্তিয়ানাক এবং তাংরাং শহর থেকে এই চক্রের সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ছয় শিশুকেও পাচারের আগেই উদ্ধার করা হয়েছে। এই শিশুদের প্রত্যেকেরই বয়স এক বছরের মধ্যে।

পশ্চিম জাভা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মহাপরিচালক সুরাওয়ান জানিয়েছেন, ২০২৩ সাল থেকে সক্রিয় এই চক্র পন্তিয়ানাক ও তাংরাং শহরকে কেন্দ্র করে কাজ করছিল। সম্প্রতি অভিযান চালিয়ে চক্রের সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি পাচারের আগেই ছয় শিশুকে উদ্ধার করা হয়েছে।

তদন্তে উঠে এসেছে, এই চক্র মূলত গরিব, অসহায় কিংবা সন্তান পালন করতে অনিচ্ছুক বাবা-মা বা গর্ভবতী নারীদের টার্গেট করত। অনেক সময় সন্তান জন্মের আগেই তাদের সঙ্গে চুক্তি করা হতো। জন্মের পর শিশুর ডেলিভারির খরচ বহন করত পাচারকারীরা। এরপর পরিবারকে কিছু অর্থ দিয়ে নবজাতকটিকে নিজেদের হেফাজতে নিত তারা।

পাচার প্রক্রিয়া ছিল সুপরিকল্পিত। প্রথমে শিশুদের পন্তিয়ানাকে এনে রাখা হতো। এরপর তাদের ভুয়া পাসপোর্ট ও ফ্যামিলি কার্ড তৈরি করা হতো, যাতে বিদেশে পাঠাতে কোনো সমস্যা না হয়। মায়েদের কাছ থেকে শিশুদের আলাদা করার পর কেয়ারটেকারদের তত্ত্বাবধানে কয়েক মাস রেখে পরে সিঙ্গাপুরে পাচার করা হতো।

পুলিশ জানায়, এই চক্রে কেউ শিশু সংগ্রহ করত, কেউ তাদের দেখাশোনার দায়িত্ব নিত, আবার কেউ ভুয়া কাগজপত্র তৈরি করত। পাচার হওয়া শিশুদের প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছিল ১১ থেকে ১৬ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ টাকা।

গ্রেফতার হওয়া কয়েকজন স্বীকার করেছে, তারা এখন পর্যন্ত অন্তত ১২ জন ছেলে এবং ১৩ জন মেয়েশিশুকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিক্রি করেছে। মানবপাচারের এই নির্মম চিত্র ইন্দোনেশিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।

পশ্চিম জাভা পুলিশের ডিরেক্টর জেনারল অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন সুরাওয়ান বিবিসি নিউজ ইন্দোনেশিয়াকে বলেন, এই শিশুদের প্রথমে পন্তিয়ানাকে এনে রাখা হয়েছিল। পরে তাদের অভিবাসন সংক্রান্ত কাগজপত্র তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর পরিকল্পনা ছিল। পুলিশ জানিয়েছে, এই চক্র মূলত এমন বাবা-মা বা গর্ভবতী নারীদের নিশানা করতো যারা কথিতভাবে নিজেদের সন্তানদের লালনপালন করতে অনিচ্ছুক ছিলেন।

পশ্চিম জাভার পুলিশ কর্মকর্তা বলেন, কিছু ক্ষেত্রে তো শিশুরা মাতৃগর্ভে থাকাকালীনই বুকিং হয়ে যেত। শিশুর জন্মানোর পর, ডেলিভারি সংক্রান্ত খরচ বহন করতো ওই পাচার চক্র। তারপর ক্ষতিপূরণ হিসেবে পরিবারকে টাকা দিয়ে ওই শিশুকে নিয়ে যাওয়া হতো।

পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িতদের মধ্যে কেউ শিশুদের খুঁজে বের করেছে, কেউ তাদের দেখাশোনার ব্যবস্থা করছে, কেউ আবার ফ্যামিলি কার্ড ও পাসপোর্টসহ জাল নথি তৈরি করেছে। মায়ের কাছ থেকে শিশুদের আলাদা করার পর তাদের একজন কেয়ারটেকারের কাছে দুই-তিন মাস রাখা হতো বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এরপর তাদের প্রথমে জাকার্তা এবং পরে পন্তিয়ানাকে নিয়ে যাওয়া হতো।

পুলিশ আরও জানিয়েছে, ওই শিশুদের ১১ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহ থেকে ১৬ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহতে বিক্রি করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ টাকা পর্যন্ত । গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন জানিয়েছে, এভাবে এ পর্যন্ত কমপক্ষে ১২ জন ছেলে ও ১৩ জন মেয়ে শিশুকে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে বিক্রি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে : মিডিয়া সেল 

বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন হবে : এসএম জাহাঙ্গীর

অ্যানফিল্ডে এক দশকের অভিশাপ ভাঙল ম্যানচেস্টার ইউনাইটেড

রূপনগরে আগুন / ডিএনএ শনাক্তের পর ১৬ মরদেহ পেলেন স্বজনেরা

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক 

সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : বাসস চেয়ারম্যান

রোমাঞ্চকর জয়ে ভারতকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

‘আগুন লাগার ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে’

কিডনি রোগীদের জন্য যে ১০ খাবার নিষেধ

১০

গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা 

১১

গোপালগঞ্জের কাশিয়ানীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

আ.লীগের কেন্দ্রীয় ১ নেতা গ্রেপ্তার

১৩

হোটেলে নাশতা খেয়ে শিশুসহ ৬ জন অজ্ঞান

১৪

তাঁতিবাজারে জবি শিক্ষার্থীদের অবরোধ

১৫

তিন ধর্মের উপাসনাস্থল নির্মিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ে

১৬

সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

১৭

রাজধানীতে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

বিএনপি ক্ষমতায় এলে সব দুঃশাসনের কবর দেওয়া হবে : জুয়েল

১৯

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ষড়যন্ত্রের অংশ : সারজিস

২০
X