কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

শিশু পাচারের ভয়ংকর চিত্র, মায়ের গর্ভে থাকা অবস্থায়ই বিক্রি!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাতৃগর্ভ রিজার্ভ করে জন্মের পরই বিক্রি করে দেওয়া হয় শিশুদের। এভাবেই পাচার করা হয়েছে অন্তত ২৫টি নবজাতককে। শিশু পাচারের আন্তর্জাতিক এই চক্রকে প্রকাশ্যে এনেছে পুলিশ। ২০২৩ সাল থেকে সক্রিয় এই চক্র এ পর্যন্ত অন্তত ২৫টি শিশুকে সিঙ্গাপুরে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে।

বিবিসির খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার পন্তিয়ানাক এবং তাংরাং শহর থেকে এই চক্রের সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ছয় শিশুকেও পাচারের আগেই উদ্ধার করা হয়েছে। এই শিশুদের প্রত্যেকেরই বয়স এক বছরের মধ্যে।

পশ্চিম জাভা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মহাপরিচালক সুরাওয়ান জানিয়েছেন, ২০২৩ সাল থেকে সক্রিয় এই চক্র পন্তিয়ানাক ও তাংরাং শহরকে কেন্দ্র করে কাজ করছিল। সম্প্রতি অভিযান চালিয়ে চক্রের সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি পাচারের আগেই ছয় শিশুকে উদ্ধার করা হয়েছে।

তদন্তে উঠে এসেছে, এই চক্র মূলত গরিব, অসহায় কিংবা সন্তান পালন করতে অনিচ্ছুক বাবা-মা বা গর্ভবতী নারীদের টার্গেট করত। অনেক সময় সন্তান জন্মের আগেই তাদের সঙ্গে চুক্তি করা হতো। জন্মের পর শিশুর ডেলিভারির খরচ বহন করত পাচারকারীরা। এরপর পরিবারকে কিছু অর্থ দিয়ে নবজাতকটিকে নিজেদের হেফাজতে নিত তারা।

পাচার প্রক্রিয়া ছিল সুপরিকল্পিত। প্রথমে শিশুদের পন্তিয়ানাকে এনে রাখা হতো। এরপর তাদের ভুয়া পাসপোর্ট ও ফ্যামিলি কার্ড তৈরি করা হতো, যাতে বিদেশে পাঠাতে কোনো সমস্যা না হয়। মায়েদের কাছ থেকে শিশুদের আলাদা করার পর কেয়ারটেকারদের তত্ত্বাবধানে কয়েক মাস রেখে পরে সিঙ্গাপুরে পাচার করা হতো।

পুলিশ জানায়, এই চক্রে কেউ শিশু সংগ্রহ করত, কেউ তাদের দেখাশোনার দায়িত্ব নিত, আবার কেউ ভুয়া কাগজপত্র তৈরি করত। পাচার হওয়া শিশুদের প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছিল ১১ থেকে ১৬ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ টাকা।

গ্রেফতার হওয়া কয়েকজন স্বীকার করেছে, তারা এখন পর্যন্ত অন্তত ১২ জন ছেলে এবং ১৩ জন মেয়েশিশুকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিক্রি করেছে। মানবপাচারের এই নির্মম চিত্র ইন্দোনেশিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।

পশ্চিম জাভা পুলিশের ডিরেক্টর জেনারল অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন সুরাওয়ান বিবিসি নিউজ ইন্দোনেশিয়াকে বলেন, এই শিশুদের প্রথমে পন্তিয়ানাকে এনে রাখা হয়েছিল। পরে তাদের অভিবাসন সংক্রান্ত কাগজপত্র তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর পরিকল্পনা ছিল। পুলিশ জানিয়েছে, এই চক্র মূলত এমন বাবা-মা বা গর্ভবতী নারীদের নিশানা করতো যারা কথিতভাবে নিজেদের সন্তানদের লালনপালন করতে অনিচ্ছুক ছিলেন।

পশ্চিম জাভার পুলিশ কর্মকর্তা বলেন, কিছু ক্ষেত্রে তো শিশুরা মাতৃগর্ভে থাকাকালীনই বুকিং হয়ে যেত। শিশুর জন্মানোর পর, ডেলিভারি সংক্রান্ত খরচ বহন করতো ওই পাচার চক্র। তারপর ক্ষতিপূরণ হিসেবে পরিবারকে টাকা দিয়ে ওই শিশুকে নিয়ে যাওয়া হতো।

পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িতদের মধ্যে কেউ শিশুদের খুঁজে বের করেছে, কেউ তাদের দেখাশোনার ব্যবস্থা করছে, কেউ আবার ফ্যামিলি কার্ড ও পাসপোর্টসহ জাল নথি তৈরি করেছে। মায়ের কাছ থেকে শিশুদের আলাদা করার পর তাদের একজন কেয়ারটেকারের কাছে দুই-তিন মাস রাখা হতো বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এরপর তাদের প্রথমে জাকার্তা এবং পরে পন্তিয়ানাকে নিয়ে যাওয়া হতো।

পুলিশ আরও জানিয়েছে, ওই শিশুদের ১১ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহ থেকে ১৬ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহতে বিক্রি করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ টাকা পর্যন্ত । গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন জানিয়েছে, এভাবে এ পর্যন্ত কমপক্ষে ১২ জন ছেলে ও ১৩ জন মেয়ে শিশুকে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে বিক্রি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ প্রত্যাহার

গুরুত্বপূর্ণ তিন পদে একই ব্যক্তির থাকতে সমস্যা দেখছে না বিএনপি

ইউল্যাবে ‘গ্লোবাল টকস’ সিরিজের উদ্বোধন 

আ.লীগের হরতাল ভারতে নাকি অনলাইনে, প্রশ্ন জাগপার

অবিবাহিত তরুণীর নামে মাতৃত্ব ভাতা, টাকা যাচ্ছে মেম্বারের জামাতার পকেটে!

আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে: সেলিমা রহমান

স্বৈরাচার হটাতে পেরেছি কিন্তু রাষ্ট্র গঠন করতে পারিনি : হাসনাত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগ বিএনপির

নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবে না : ইশরাক

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী এখন শিবির নেতা

১০

ইরানের সঙ্গে সাগরে শক্তি দেখাতে নামছে রাশিয়া

১১

গুলিস্তানে ৮ চাঁদাবাজকে হাতেনাতে ধরল সেনাবাহিনী

১২

আমেরিকা যাবে অর্থহীন

১৩

৯ বছর পর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

১৪

মধ্যরাত থে‌কে খুলনা রেঞ্জের ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ ‌সেবা

১৫

এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা

১৬

কোনো অপশক্তির জায়গা আর বাংলাদেশে হবে না : ডা. হারুন

১৭

কিশোরগঞ্জে হেফাজতের নতুন কমিটি ঘোষণা

১৮

প্রাইভেটকারে যুবককে আটকে বুথ থেকে তুলে নিল সাড়ে ৬ লাখ টাকা

১৯

পূর্বাচলে প্লট দুর্নীতি / শেখ হাসিনাসহ ২৩ জনের মামলা বিচারের জন্য প্রস্তুত

২০
X