

যেখানে অবলা কুকুরছানাদের মানুষ অবলীলায় ফেলে দেয় ডাস্টবিনে বা রাতের অন্ধকারে ছুড়ে ফেলে দেয় কোনো নির্জন পুকুরে সেখানে কিনা ঘটল এক অদ্ভুদ ঘটনা! এক দল কুকুর সারারাত ধরে একটি নবজাতককে পাহারা দিয়েছে। নবজাতকটি যেন নিরাপদে থাকে তাই সারা রাত ধরে কুকুরগুলো তাকে পাহারা দেয়। এমনকিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়। সেখানে ভোরের ঠিক আগের নিস্তব্ধ সময়টাতে সবাই যখন ঘুমিয়ে ছিল ঠিক তখন এক নবজাতককে পড়ে থাকতে দেখা যায় রেলওয়ে কর্মীদের কলোনির বাথরুমের বাইরের ঠান্ডা মাটিতে। আর তাকে ঘিরে আছে কয়েকটি কুকুর।
শিশুটির বয়স মাত্র কয়েক ঘণ্টা। জন্মের রক্ত তখনো শুকায়নি। গায়ে কোনো চাদর নেই, কোনো চিরকুট নেই, কাছাকাছি কেউ নেই। প্রতিদিন যাদের লোকজন ধাওয়া করে তাড়ায়, সেই ভবঘুরে বেওয়ারিশ কুকুরগুলো একেবারে নিখুঁত একটি বৃত্ত তৈরি করে নবজাতকটিকে ঘিরে দাঁড়িয়ে ছিল।
স্থানীয় বাসিন্দারা বলছেন, তখন রাতভর কুকুরগুলো কাউকেই শিশুটির কাছে যেতে দেয়নি। কেবল ভোরের আলো ফুটলেই কুকুরগুলো সরে যায়।
আরেক বাসিন্দা বলেন, তিনি ভেবেছিলেন আশপাশের কোনো বাড়িতে অসুস্থ বাচ্চা আছে। ভাবনতেও পারেননি বাইরে মাটিতে এক নবজাতক পড়ে আছে, আর তার চারপাশে কুকুরেরা পাহারা দিচ্ছে।
মন্তব্য করুন