এক যুগ পার হলেও বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল নিয়ে সমালোচনার যেন শেষ নেই। সমালোচনা এড়াতে টুর্নামেন্টটির ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘আইএমজি’-কে। নানা প্রক্রিয়া শেষে তিন মৌসুমের জন্য বিপিএলের দায়িত্ব পেতে যাচ্ছে এই কোম্পানিটি। সোমবার বিসিবির বোর্ড মিটিংয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিষয়টি চূড়ান্ত হয়েছে।
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে আইএমজি। বিসিবির বিজ্ঞাপনে সাড়া দিয়ে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজিসহ মোট ৭টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। মাসখানেক আগে ৫টি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর বিসিবির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায় ৩টি প্রতিষ্ঠান ।
অবশেষে বিসিবির বোর্ড মিটিংয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিষয়টি চূড়ান্ত হয়েছে। তিন বছরের জন্য বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেলেও বিসিবির সাথে তাদের কত টাকায় চুক্তি হলো, এই ইভেন্ট ম্যানেজমেন্ট বাবদ আইএমজি কত অর্থ পাবে তা এখনো খোলাসা করা হয়নি।
মন্তব্য করুন