

এশিয়ায় চালের বাজারে চাহিদা কমতে শুরু করেছে। বিপরীতে নতুন মৌসুমের সরবরাহ বেড়েছে। এতে থাইল্যান্ডে চালের দাম ১৮ বছরের সর্বনিম্নে নেমেছে।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ সময় দাম কম থাকার কারণে দেশটির কৃষকরা ধান আবাদ কমাতে পারেন। বৃহস্পতিবার থাইল্যান্ডে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৩৩৫ ডলার, যা আগের সপ্তাহের ৩৩৮ ডলারের তুলনায় কম। ভারত অনেক কম দামে চাল সরবরাহ করায় বিদেশি ক্রেতারা এখন সামান্য পরিমাণে থাই চালই কিনছেন। বর্ষা মৌসুমের শেষের নতুন সরবরাহও দাম কমার একটি কারণ।
ভারতের বাজারেও নতুন ফসলের সরবরাহ বেড়েছে। গত সপ্তাহে দেশটিতে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম টনপ্রতি ৩৪৪-৩৫০ ডলার, আতপ চালের দাম ৩৫০-৩৬০ ডলারে স্থিতিশীল। ভিয়েতনামে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৪১৫-৪৩০ ডলারে থাকলেও বিক্রি কম হয়েছে। চলতি বছর ভিয়েতনাম থেকে চাল রফতানি ৮৮ লাখ টনে পৌঁছতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন সরবরাহ বৃদ্ধির সঙ্গে কম চাহিদার কারণে এশিয়ায় চালের দাম আরও কমার প্রবণতা থাকতে পারে। সূত্র : বিজনেস রেকর্ডার
মন্তব্য করুন