

চীনের শানডং প্রদেশের ঝাওঝুয়াং শহরে এক আট বছর বয়সী শিশু তাক লাগানোর ঘটনা ঘটিয়েছে। সম্প্রতি সে সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য মায়ের স্বর্ণের গলার হার টুকরা টুকরা করে উপহার দিয়েছে।
শিশুটির মা প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে জানতে পারেন, তার ছেলে স্কুলে সহপাঠীদের কাছে স্বর্ণের টুকরা দিয়েছে।
বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাচ্চাটি হাতে প্লাস এবং লাইটার নিয়ে হার কাটার চেষ্টা করছে। শেষ পর্যন্ত দাঁত দিয়ে ছোট টুকরা করছে। পরিবারটি বাসায় খোঁজাখুঁজি করে কেবল একটি ছোট টুকরা খুঁজে পায়।
হারটি ওই মায়ের বিয়ের স্মারক। হারটির ওজন ছিল ৮ গ্রাম।
বর্তমানে চীনে প্রতি গ্রাম স্বর্ণের দাম প্রায় ১,২০০ ইউয়ান। হারটির মোট মূল্য ৯,৬০০ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকা। তথ্যসূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট
মন্তব্য করুন