জাপানের এক সাবেক নারী সেনা সদস্যকে যৌন নিপীড়নের দায়ে সেনাবাহিনীর তিন সাবেক সদস্যকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রায় দিয়েছে দেশটির একটি আদালত। জাপানের পুরুষ-শাসিত সমাজে একজন নারীর পক্ষে এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে আদালতের এই রায়কে মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবর রয়টার্সের।
যৌন নিপীড়নের শিকার এই জাপানি নারীর নাম রিনা গনোই (২৪)। ২০২১ সালে তার সঙ্গে এ ঘটনা ঘটে। তার অভিযোগ সাজাপ্রাপ্ত তিন সহকর্মী তাকে মাটিতে ফেলে যৌন নিপীড়নমূলক আচরণ করেছেন। যদিও আসামিদের দাবি, তারা যে কাজ করেছে তা যৌন নিপীড়নের শামিল নয়। এরপর আজ আদালত ২৯ থেকে ৩১ বছর বয়সী এই তিন আসামিকে দুই বছর করে সাজা দিল।
রায়ের পর ফুকুশিমার জেলা আদালতের বাইরে সাংবাদিকদের রিনা গনোই বলেন, আমি মনে করি এটি জাপানি সমাজের জন্য ভালো (দৃষ্টান্ত)। আদালত দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। আমি প্রথম থেকেই যে দাবি করে আসছি তা গ্রহণ করেছে।
তিনি বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো- হাসাহাসির জন্য এই ধরনের কাজ করা ঠিক নয়। এই ধরনের কর্মকাণ্ড প্রকৃত পক্ষেই অপরাধ।
রিনার অভিযোগ, ২০২০ সালে সালে সেনাবাহিনীতে যোগদানের পর থেকে ক্রমাগত হয়রানির শিকার হয়ে আসছিলেন। ২০২১ সালের ঘটনার বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ জমা দেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সেনাবাহিনী ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
জাপানি রক্ষণশীল সমাজব্যবস্থায় যৌন সহিংসতার বিরুদ্ধে কথা বলা ট্যাবু হিসেবে দেখা হয়। এই ট্যাবু ভেঙে ২০২২ সালে তার সঙ্গে হওয়া যৌন নিপীড়নের বিষয়টি জনসমক্ষে নিয়ে এলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষমা চায়। এ ছাড়া এ ঘটনায় জড়িত পাঁচজনকে বরখাস্ত এবং আরও চারজনকে শাস্তি দেওয়ার ঘোষণা দেয় মন্ত্রণালয়।
মন্তব্য করুন