কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৯:১৩ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে এটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছে আলজাজিরা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান গুলি করে ভূপাতিত করার হুমকি দেওয়ার দুদিনের মাথায় এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, জাপান সাগরের (ইস্ট সি) দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সাগরের পানির উচ্চতা বৃদ্ধির কথা উল্লেখ করে এ তথ্য জানিয়েছেন তিনি।

এ ছাড়া ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি জাপানের কোস্ট গার্ড ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে।

বর্তমানে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক তলানিতে রয়েছে। দুদেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে উত্তরের নেতা কিম জং উন তার দেশকে ‘অপারেজেয়’ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে কৌশলগত পরমাণুসহ সমরাস্ত্র বিকাশের কথা জানিয়েছেন।

তবে পিয়ংইয়ংয়ের এমন ঘোষণার পর পাল্টা জবাবও দিয়েছে সিউল ও ওয়াশিংটন। তারা বলছে, উত্তর কোরিয়া এমন কোনো কাজ করলে তাদের পারমাণবিক অস্ত্রের মাধ্যমেই জবাব দেওয়া দেওয়া হবে। এমনকি মিত্রদের ওপর পরমাণু অস্ত্র ব্যবহার করা হলে উত্তর কোরিয়ার বর্তমান সরকারের অবসান হবে।

দুই কোরিয়ার মধ্যে এমন বাক-যুদ্ধের মধ্যে গত সোমবার নতুন করে মুখোমুখি অবস্থান নেয় দক্ষিণের মিত্র যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান যদি দেশটির আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সেগুলো গুলি করে ফেলে দেওয়া হবে।

গত সোমবার উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র এই কঠোর সতর্কবাণী উচ্চারণ করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।

দেশটির কর্মকর্তারা সম্প্রতি দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা বিমান উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে দেশটির আকাশে ঢুকে পড়েছিল।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বিশেষভাবে পূর্ব সাগরের (জাপান সাগর) দিক দিয়ে মার্কিন বিমানবাহিনীর কৌশলগত গোয়েন্দা বিমানগুলো বহুবার উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।’

তিনি সতর্ক করে দিয়ে আরও বলেন, ‘পূর্ব সাগরের আকাশে কোনো মার্কিন গোয়েন্দা বিমানকে গুলি করে ফেলে দেওয়া হবে না- এমন গ্যারান্টি দেওয়া সম্ভব হচ্ছে না।’

তবে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘনের দাবি সত্য নয়। তারা বলেছে, মার্কিন বিমান নজরদারি সরঞ্জামগুলো কোরীয় উপদ্বীপের চারপাশে নিয়মিত নজরদারি ফ্লাইট পরিচালনা করে থাকে।

এ ছাড়া মার্কিন মিত্র দেশগুলো উত্তর কোরিয়ার কর্মকাণ্ড নিরীক্ষণের জন্য একসঙ্গে কাজ করে বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১০

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১১

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

১২

কালবেলার অনুসন্ধানে ধরা হানিট্র্যাপ চক্র, আটক ২

১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

১৪

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

১৫

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

১৬

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

১৭

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

১৮

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

১৯

৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

২০
X