কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৯:১৩ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে এটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছে আলজাজিরা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান গুলি করে ভূপাতিত করার হুমকি দেওয়ার দুদিনের মাথায় এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, জাপান সাগরের (ইস্ট সি) দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সাগরের পানির উচ্চতা বৃদ্ধির কথা উল্লেখ করে এ তথ্য জানিয়েছেন তিনি।

এ ছাড়া ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি জাপানের কোস্ট গার্ড ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে।

বর্তমানে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক তলানিতে রয়েছে। দুদেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে উত্তরের নেতা কিম জং উন তার দেশকে ‘অপারেজেয়’ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে কৌশলগত পরমাণুসহ সমরাস্ত্র বিকাশের কথা জানিয়েছেন।

তবে পিয়ংইয়ংয়ের এমন ঘোষণার পর পাল্টা জবাবও দিয়েছে সিউল ও ওয়াশিংটন। তারা বলছে, উত্তর কোরিয়া এমন কোনো কাজ করলে তাদের পারমাণবিক অস্ত্রের মাধ্যমেই জবাব দেওয়া দেওয়া হবে। এমনকি মিত্রদের ওপর পরমাণু অস্ত্র ব্যবহার করা হলে উত্তর কোরিয়ার বর্তমান সরকারের অবসান হবে।

দুই কোরিয়ার মধ্যে এমন বাক-যুদ্ধের মধ্যে গত সোমবার নতুন করে মুখোমুখি অবস্থান নেয় দক্ষিণের মিত্র যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান যদি দেশটির আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সেগুলো গুলি করে ফেলে দেওয়া হবে।

গত সোমবার উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র এই কঠোর সতর্কবাণী উচ্চারণ করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।

দেশটির কর্মকর্তারা সম্প্রতি দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা বিমান উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে দেশটির আকাশে ঢুকে পড়েছিল।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বিশেষভাবে পূর্ব সাগরের (জাপান সাগর) দিক দিয়ে মার্কিন বিমানবাহিনীর কৌশলগত গোয়েন্দা বিমানগুলো বহুবার উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।’

তিনি সতর্ক করে দিয়ে আরও বলেন, ‘পূর্ব সাগরের আকাশে কোনো মার্কিন গোয়েন্দা বিমানকে গুলি করে ফেলে দেওয়া হবে না- এমন গ্যারান্টি দেওয়া সম্ভব হচ্ছে না।’

তবে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘনের দাবি সত্য নয়। তারা বলেছে, মার্কিন বিমান নজরদারি সরঞ্জামগুলো কোরীয় উপদ্বীপের চারপাশে নিয়মিত নজরদারি ফ্লাইট পরিচালনা করে থাকে।

এ ছাড়া মার্কিন মিত্র দেশগুলো উত্তর কোরিয়ার কর্মকাণ্ড নিরীক্ষণের জন্য একসঙ্গে কাজ করে বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় রিয়ালের সহজ জয়

ইবনে সিনায় চাকরির সুযোগ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

১০

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

১১

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

১২

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১৩

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১৪

বুটেক্স সাংবাদিক সমিতির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৫

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৬

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৭

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৮

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৯

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

২০
X