কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৮:১৪ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ফ্রান্সের নির্বাচন

নিরঙ্কুশ এগিয়ে থাকা ডানপন্থিদের দ্বিতীয় ধাপে কেন ভরাডুবি হলো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে বিরাট ব্যবধানেই এগিয়ে ছিল কট্টর ডানপন্থিরা। নিরঙ্কুশ সমর্থনের মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল মেরিন লে পেনের নেতৃত্বাধীন জোট। তবে দ্বিতীয় ধাপের ভোটের পর সব হিসাব উল্টে দিয়ে বাজিমাত করেছে বামপন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট।

আনুষ্ঠানিক ফল ঘোষণায় ১৮২টি আসন জিতে শীর্ষস্থান অর্জন করেছে নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মধ্যপন্থি জোট। আর উগ্র ডানপন্থি দল ন্যাশনাল র্যালির (আরএন) অবস্থান তৃতীয়। সূত্র : বিবিসি।

প্রথম দফার নির্বাচনে আরএনের (ডানপন্থি) বিজয়ের পর বিভিন্ন জনমত জরিপে বলা হয়েছিল, দ্বিতীয় দফার নির্বাচনেও জোটটি বিজয়ী হবে। তবে নির্বাচনে তিন পক্ষের কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তিন পক্ষের একসঙ্গে কাজ করার ইতিহাসও নেই। এমন অবস্থায় দেশটি একটি কোয়ালিশন পার্লামেন্ট পাওয়ার পথে রয়েছে।

প্রথম দফা ভোটের পর অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে আসা ন্যাশনাল র্যালিকে নিয়ে বিচলিত হয়ে পড়েন ফ্রান্সের উদার ও মধ্যপন্থিরা। এমনও আশঙ্কা করা হচ্ছিল, উগ্র ডানপন্থিরা ক্ষমতায় এলে সাম্প্রদায়িক সহিংসতার কবলে পড়তে পারেন মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুরা।

আর এমন পরিস্থিতিতে আরএনকে ঠেকাতে সমঝোতা হয় বামপন্থিদের জোট এনপিই ও মাখোঁর জোট টুগেদার অ্যালায়েন্সের মধ্যে।

আরএনের বিরুদ্ধে পড়া ভোটগুলো যেন একজনই পান, সে জন্য এই দুই জোট মিলে দুই শতাধিক প্রার্থীকে ভোট থেকে সরিয়ে দেন। বাম ও মধ্যপন্থিদের এই কৌশলই কাজে দিয়েছে। তাদের কৌশলে বামপন্থি ও মধ্যপন্থিদের সব ভোট একপাত্রে পড়েছে। দ্বিতীয় দফার ভোট শেষে দেখা গেল, সমঝোতা করা আসনগুলো জিতে নিয়েছে বাম ও মধ্যপন্থিরা।

নির্বাচনে হারের পর আরএন নেতা জরদান বারদেলা ক্ষোভ জানিয়ে বলেছেন, তাদের জয় ঠেকাতে ‘অস্বাভাবিক রাজনৈতিক জোট’ করা হয়েছে। ন্যাশনাল র্যালি জয়ী হলে প্রধানমন্ত্রী হতেন বারদেলা।

প্রেসিডেন্ট মাখোঁ গত ৯ জুন আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর সোশ্যালিস্ট (সমাজতান্ত্রিক), পরিবেশবাদী, কমিউনিস্ট ও কট্টর বামপন্থিদল ফ্রান্স আনবোয়েড পার্টি (এলএফআই) মিলে এনএফপি জোট গঠন করে। এই দলগুলো আগে একে অপরের সমালোচনা করত। দলগুলোর আদর্শ ও কর্মপদ্ধতির মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। তবে কট্টর ডানপন্থিদের সরকার গঠনের সুযোগ না দেওয়ার জন্য দলগুলো মিলে এই নির্বাচনী জোট গঠন করে।

এই জোটের পক্ষ থেকে বর্তমান সরকারের পাস করা পেনশন ও অভিবাসনবিষয়ক সংশোধিত আইন বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যবস্থাপনা ও ভিসা আবেদনের বন্দোবস্ত করার জন্য একটি সহায়তাকারী সংস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১০

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১১

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

১২

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

১৩

ডিসেম্বরেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি : সারজিস

১৪

দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

১৫

বাসচাপায় প্রাণ গেল দুজনের, সাংবাদিকসহ আহত ৩

১৬

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি ক্রটি’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি হতে পারে

১৭

আপন দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন 

১৮

বিপিএলে বিশ্বকাপ প্রস্তুতি চান লিটন

১৯

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

২০
X