শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৪:১৮ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আগেরবারের মতো ‘মৃত’ প্রিগোজিন কি আবারও ফিরবেন?

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন কি আবারও ‘জীবিত’ হয়ে ফিরে আসবেন? যদিও রাশিয়ার মস্কোয় বিমান দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর বিষয়টি রুশ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এর আগেও বিমান বিধ্বস্ত হয়ে প্রিগোজিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। এবার দুর্ঘটনাস্থল রাশিয়া হলেও তখন আফ্রিকার দেশ কঙ্গো ছিল নাট্যমঞ্চ।

২০১৯ সালে কঙ্গোয় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে প্রিগোজিনের মৃত্যু হয় বলে ধারণা করা হয়। তবে ঘটনার তিন দিন পর ঠিকই ‘মৃত’ প্রিগোজিন সুস্থ ও জীবিত হয়ে ফিরে এসেছিলেন।

এবারও ইতিহাস ওই দিকেই যাবে কিনা- এমন প্রশ্ন তুলছেন অনেকে। এ প্রশ্ন করার অবশ্য যথেষ্ট কারণও আছে।

প্রিগোজিনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এটা সত্য দুর্ঘটনাকবলিত বিমানটি ওয়াগনারপ্রধানের। তবে তিনি সাধারণত অন্য বিমানে যাতায়াত করে থাকেন।

যুক্তরাজ্যভিত্তিক থিংক ট্যাংক প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের কেয়ার গাইলস বলেন, বিধ্বস্ত বিমানের যাত্রী তালিকায় প্রিগোজিনের নাম রয়েছে। তবে এটাও মনে রাখতে হবে ওয়াগনারপ্রধানের যাতায়াতের তথ্য গোপন রাখতে অনেকেই নিজেদের নাম পরিবর্তন করে ইয়েভজেনি প্রিগোজিন রেখেছেন।

এ ছাড়া এমন তথ্যও রয়েছে, প্রিগোজিনের বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে ঠিক একই সময়ে ওই এলাকায় ওয়াগনার সংশ্লিষ্ট আরেকটি বিমান ফ্লাইট রাডারে শনাক্ত হয়েছে। প্রথম বিমানটি বিধ্বস্ত হলে সেটি নিরাপদে মস্কোয় ফিরে আসে।

গত জুনে রাশিয়ার সামরিক নেতাদের বিরুদ্ধে ওয়াগানরের বিদ্রোহের পর বেশ কয়েক দিন গা ঢাকা দিয়ে ছিলেন প্রিগোজিন। তখনো গণমাধ্যমে তার মৃত্যুর আশঙ্কা নিয়ে খবর দেওয়া হয়েছিল। যদিও এর কয়েক দিন পরই তিনি ফিরে আসেন। এমনকি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও দেখা করেন।

গত বুধবারের বিমান দুর্ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধারের কথা জানালেও এখনো তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি রুশ কর্তারা। তারা বলছে, বিমান দুর্ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বিধ্বস্ত হওয়া বিমানের ফ্লাইট রেকর্ডারও উদ্ধার করা হয়েছে। বর্তমানে এ ঘটনায় আণবিক-জেনেটিক পরীক্ষা-নিরীক্ষা করছেন তদন্ত কর্মকর্তারা।

গতকাল শুক্রবার (২৫ আগস্ট) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত বিমানে প্রিগোজিন ছিলেন, এখনো এমন নিশ্চিত প্রমাণ নেই। তবে খুব সম্ভবত তিনি বিমানে ছিলেন এবং নিহত হয়েছেন।

গোয়েন্দা তথ্যের বরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, প্রিগোজিন বিমানে ‘সম্ভবত’ ছিলেন।

এদিকে প্রিগোজিনের বিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে, সেটি নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিমানে মদের বাকসে বোমা রাখা ছিল? ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে বিমানটি ভূপাতিত করা হয়েছে? তার মৃত্যু নিয়ে একের পর এক রহস্য দানা বাঁধছে। যদিও মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের মাধ্যমে বিমানটি বিধ্বস্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১০

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১১

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১২

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৩

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৪

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৫

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৬

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৭

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৮

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৯

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

২০
X