সাতশ কিলোমিটার দূরের শত্রুঘাঁটিতে আঘাত হানতে সক্ষম এমন নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি সপ্তাহে রাশিয়ার বিমানবন্দরে ব্যাপক বিমান হামলার ঘটনার পরপরই এ তথ্য দিলেন তিনি। খবর আলজাজিরা।
এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনের কৌশলগত শিল্প মন্ত্রণালয় তৈরি করেছে। তবে এ বিষয়ে আর কোনো তথ্য দেননি জেলেনস্কি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় জেলেনস্কি বলেন, আমাদের নতুন অস্ত্র এখন ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই সংখ্যা আরও বড় করাই আমাদের লক্ষ্য।
এদিকে আজ শুক্রবার রাশিয়ার পশ্চিমাঞ্চল পসকভ এলাকায় অজ্ঞাত বস্তু প্রতিহত করার কথা জানিয়েছে রাশিয়ান কর্মকর্তারা। এ ছাড়া গত বুধবার এই একই এলাকায় ইউক্রেনের বিমান হামলায় রাশিয়ার চারটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত পসকভ।
সম্প্রতি ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার এলাকার পাশাপাশি মস্কো ও আশপাশে হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে মস্কোর বাণিজ্যিক এলাকায় ড্রোন হামলাও হয়েছে। এমনকি গত মে মাসে ক্রেমলিনের খুব কাছে ড্রোন হামলার ঘটনা ঘটে।
তবে রাশিয়ার ভেতরে হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়ে সব সময় অস্বীকার করে আসছে কিয়েভ। যদিও গতকাল বৃহস্পতিবার পসকভ এলাকায় বিমান হামলার সঙ্গে ইউক্রেনীয় বাহিনী জড়িত বলে দুই বার ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা মিত্রদের কাছ থেকে ব্যাপক অর্থ ও সামরিক সহায়তা পেয়ে আসছে কিয়েভ। এ ক্ষেত্রে শর্ত থাকে, এসব অস্ত্রের মাধ্যমে রাশিয়ার ভেতরে কোনো হামলা চালাতে পারবে না ইউক্রন। তবে ইউক্রেনের নিজেদের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলায় কোনো বিধিনিষেধ আরোপ করেনি পশ্চিমারা।
মন্তব্য করুন