ইউক্রেনকে সহায়তার উদ্দেশ্যে যুক্তরাজ্যের পাঠানো দুটি মাইনবিধ্বংসী জাহাজ নিজেদের জলসীমা দিয়ে কৃষ্ণসাগরে প্রবেশ করতে দেবে না তুরস্ক। এরই মধ্যে বিষয়টি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যান্য সদস্য দেশকে জানিয়ে দিয়েছে আঙ্কারা। মঙ্গলবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ানের কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ন্যাটো সদস্য তুরস্ক তার মিত্রদের অবহিত করেছে যে যতদিন ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকবে ততদিন ইউক্রেনকে দেওয়া যুক্তরাজ্যের দুটি ব্রিটিশ মাইনবিধ্বংসী জাহাজকে বসফরাস ও দারদানেলিস প্রণালি ব্যবহার করে কৃষ্ণসাগরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
অনুমতি না দেওয়ার পেছনে একটি আন্তজার্তিক চুক্তির কথা বলছে তুরস্ক। চুক্তিটি হলো ১৯৩৬ সালের মন্ট্রেক্স কনভেনশন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরু করলে এই চুক্তি স্বাক্ষর করে তুরস্ক। চুক্তি অনুযায়ী, তুরস্কের দুটি প্রণালি দিয়ে যুদ্ধরত পক্ষের সামরিক নৌযান চলাচল বন্ধ করা হয়।
ইউক্রেনে যুদ্ধ শুরু হলেও কিয়েভ ও মস্কো—দুপক্ষের সঙ্গে বেশ ভালো সম্পর্ক বজায় রেখে চলেছে আঙ্কারা। কৃষ্ণসাগরে যেন উত্তেজনা বৃদ্ধি না পায় সে জন্য এই চুক্তি বাস্তচায়নের দাবি করে আসছে দেশটি।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের নৌসক্ষমতা বাড়াতে গত মাসে ইউক্রেনকে ব্রিটিশ নৌবাহিনীর দুটি মাইনবিধ্বংসী জাহাজ দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাজ্য।
মন্তব্য করুন