কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৯:৪৭ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘পারমাণবিক ‍যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া’

মস্কোতে একটি সাক্ষাৎকারে কথা বলছেন পুতিন। ছবি: সংগৃহীত
মস্কোতে একটি সাক্ষাৎকারে কথা বলছেন পুতিন। ছবি: সংগৃহীত

পশ্চিমা বিশ্বকে অবারও হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রযুক্তিগতভাবে প্রস্তুত।

বুধবার (১৩ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায় তবে এটি সংঘাতের কারণ হবে। রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রযুক্তিগতভাবে প্রস্তুত রয়েছে।

নির্বাচনের বিষয়টি সামনে এনে পুতিন বলেন, আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে। পুতিন আগামী ছয় বছরের জন্য আবারও ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেন। এই মুহূর্তে রাশিয়া ইউক্রেনে পারমাণবিক যুদ্ধ চালানো তার জন্য তার কোনো ‘তাড়াহুড়া’ নেই।

৭১ বছর বয়সী পুতিন রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেল রাশিয়া-১ এবং সংবাদ সংস্থা আরআইএ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ‍বলেন, ‘অবশ্যই, অবশ্যই রাশিয়া পারমাণবিক ও প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত।’

পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের ভূখণ্ডে কোনো সৈন্য পাঠায় তাহলে রাশিয়া এ বিষয়কে নিজেদের ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে। ইতোমধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়া তাদের অধিকারে নিয়েছে বলে দাবি করে মস্কো।

তিনি বলেন, (মার্কিন যুক্তরাষ্ট্রে) রাশিয়া-আমেরিকা সম্পর্ক এবং কৌশলগত সংযমের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বিশেষজ্ঞ রয়েছে। তার ভাষায়, ‘আমি মনে করি না, এখানে সবকিছু (পারমাণবিক সংঘর্ষ) তাড়াহুড়ো করে হবে, তবে আমরা এর জন্য প্রস্তুত।’

এদিকে বাইডেন প্রশাসন জানিয়েছে, তাদের ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই। তবে একটি স্থগিত সুরক্ষা সহায়তা বিল অনুমোদনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তারা। যা নিশ্চিত করবে যে ইউক্রেনীয় সেনারা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অস্ত্র পেয়েছে। যে যুদ্ধ তৃতীয় বছর চলমান।

বুধবার পুতিনের মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউস বলেছে, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে এমন কোনো লক্ষণ দেখা যায়নি। যাকে পুতিন ‘পারমাণবিক সেভার রেটিং বলে।’

ইউক্রেনের যুদ্ধ ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমের সাথে রাশিয়ার সম্পর্কের গভীরতম সংকটের সূচনা করেছে এবং পুতিন বেশ কয়েকবার সতর্ক করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনে যুদ্ধের জন্য সৈন্য পাঠালে সেটি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করবে।

পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে লাখ লাখ সৈন্য পাঠিয়েছিলেন। একদিকে ইউক্রেনীয় বাহিনী এবং অন্যদিকে রাশিয়া-ইউক্রেনীয় এবং রাশিয়ান প্রক্সিদের মধ্যে পূর্ব ইউক্রেনে আট বছরের সংঘর্ষের পরে দেশটিতে পূর্ণ-মাত্রায় যুদ্ধের সূত্রপাত করে।

এদিকে মার্কিন নির্বাচনের বছরে পশ্চিমারা কীভাবে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে সমর্থন করবে তা নিয়ে কার্যত ঝাঁপিয়ে পড়েছে। কিয়েভ প্রশাসন বলেছে, ইউক্রেনের অস্তিত্ব মুছে ফেলার জন্য পরিকল্পিত একটি গোষ্ঠীর বিরুদ্ধে নিজেদের রক্ষা করছে তারা।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির শেষের দিকেও পারমাণবিক যুদ্ধের বিষয়ে পশ্চিমাদের সতর্ক করেছিলেন পুতিন। তিনি বলেন, (পশ্চিমা দেশগুলোকে) অবশ্যই বুঝতে হবে আমাদেরও অস্ত্র আছে। যা তাদের ভূখণ্ডেও আঘাত হানতে পারে। এসব সত্যিই পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং মানব সভ্যতার ধ্বংসের হুমকি তৈরি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে : সেলিমা রহমান

এসএ২০ নিলামে সাকিব–মোস্তাফিজসহ ১৪ ক্রিকেটার

প্রবাসী বাংলাদেশির মেয়েকে হত্যায় ইতালিতে বিক্ষোভ

সংঘর্ষের ৪৪ ঘণ্টা পর মামলা করতে থানায় চবি প্রশাসন

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা

হেসে খেলে ডাচদের হারিয়ে সিরিজ জিতে নিল টাইগাররা

‘জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে’

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনসিটিবির কড়া সতর্কতা

উমামা ফাতিমার সংবাদ সম্মেলন বয়কট মাল্টিমিডিয়া সাংবাদিকদের

মহাখালী ক্যানসার হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিল জামায়াত

১০

চবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি, সময় বাড়ল আরও একদিন

১১

বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক চিকিৎসা ফ্রি হবে : খসরু

১২

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

১৩

ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করা ভালো নাকি খারাপ, যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

নৌ-পুলিশের অচল স্পিডবোটের জন্য বরাদ্দ ২০০ লিটার তেল!

১৫

‘আমি নাকি গে!’ গুঞ্জন উড়িয়ে দিলেন অক্ষয় কুমার

১৬

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

১৭

নৌপরিবহন অধিদপ্তরের পরীক্ষায় জালিয়াতি, প্রতারক গ্রেপ্তার 

১৮

মুন্সীগঞ্জে একদিনেই মিলল তিন মরদেহ

১৯

ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি রহমত আলী আটক

২০
X