কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৯:৪৭ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘পারমাণবিক ‍যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া’

মস্কোতে একটি সাক্ষাৎকারে কথা বলছেন পুতিন। ছবি: সংগৃহীত
মস্কোতে একটি সাক্ষাৎকারে কথা বলছেন পুতিন। ছবি: সংগৃহীত

পশ্চিমা বিশ্বকে অবারও হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রযুক্তিগতভাবে প্রস্তুত।

বুধবার (১৩ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায় তবে এটি সংঘাতের কারণ হবে। রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রযুক্তিগতভাবে প্রস্তুত রয়েছে।

নির্বাচনের বিষয়টি সামনে এনে পুতিন বলেন, আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে। পুতিন আগামী ছয় বছরের জন্য আবারও ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেন। এই মুহূর্তে রাশিয়া ইউক্রেনে পারমাণবিক যুদ্ধ চালানো তার জন্য তার কোনো ‘তাড়াহুড়া’ নেই।

৭১ বছর বয়সী পুতিন রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেল রাশিয়া-১ এবং সংবাদ সংস্থা আরআইএ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ‍বলেন, ‘অবশ্যই, অবশ্যই রাশিয়া পারমাণবিক ও প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত।’

পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের ভূখণ্ডে কোনো সৈন্য পাঠায় তাহলে রাশিয়া এ বিষয়কে নিজেদের ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে। ইতোমধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়া তাদের অধিকারে নিয়েছে বলে দাবি করে মস্কো।

তিনি বলেন, (মার্কিন যুক্তরাষ্ট্রে) রাশিয়া-আমেরিকা সম্পর্ক এবং কৌশলগত সংযমের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বিশেষজ্ঞ রয়েছে। তার ভাষায়, ‘আমি মনে করি না, এখানে সবকিছু (পারমাণবিক সংঘর্ষ) তাড়াহুড়ো করে হবে, তবে আমরা এর জন্য প্রস্তুত।’

এদিকে বাইডেন প্রশাসন জানিয়েছে, তাদের ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই। তবে একটি স্থগিত সুরক্ষা সহায়তা বিল অনুমোদনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তারা। যা নিশ্চিত করবে যে ইউক্রেনীয় সেনারা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অস্ত্র পেয়েছে। যে যুদ্ধ তৃতীয় বছর চলমান।

বুধবার পুতিনের মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউস বলেছে, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে এমন কোনো লক্ষণ দেখা যায়নি। যাকে পুতিন ‘পারমাণবিক সেভার রেটিং বলে।’

ইউক্রেনের যুদ্ধ ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমের সাথে রাশিয়ার সম্পর্কের গভীরতম সংকটের সূচনা করেছে এবং পুতিন বেশ কয়েকবার সতর্ক করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনে যুদ্ধের জন্য সৈন্য পাঠালে সেটি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করবে।

পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে লাখ লাখ সৈন্য পাঠিয়েছিলেন। একদিকে ইউক্রেনীয় বাহিনী এবং অন্যদিকে রাশিয়া-ইউক্রেনীয় এবং রাশিয়ান প্রক্সিদের মধ্যে পূর্ব ইউক্রেনে আট বছরের সংঘর্ষের পরে দেশটিতে পূর্ণ-মাত্রায় যুদ্ধের সূত্রপাত করে।

এদিকে মার্কিন নির্বাচনের বছরে পশ্চিমারা কীভাবে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে সমর্থন করবে তা নিয়ে কার্যত ঝাঁপিয়ে পড়েছে। কিয়েভ প্রশাসন বলেছে, ইউক্রেনের অস্তিত্ব মুছে ফেলার জন্য পরিকল্পিত একটি গোষ্ঠীর বিরুদ্ধে নিজেদের রক্ষা করছে তারা।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির শেষের দিকেও পারমাণবিক যুদ্ধের বিষয়ে পশ্চিমাদের সতর্ক করেছিলেন পুতিন। তিনি বলেন, (পশ্চিমা দেশগুলোকে) অবশ্যই বুঝতে হবে আমাদেরও অস্ত্র আছে। যা তাদের ভূখণ্ডেও আঘাত হানতে পারে। এসব সত্যিই পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং মানব সভ্যতার ধ্বংসের হুমকি তৈরি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় শঙ্কায় বিশ্বকাপে ১৯ দেশের অংশগ্রহণ

দেশে কোটিপতি বাড়ার কারণ জানালেন অর্থ উপদেষ্টা

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি 

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব

আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার ৩ আসামি কারাগারে

প্রকল্প পাস হলে বাস্তবায়নের ধার ধারে না : পরিকল্পনা সচিব

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

২০২৬ বিশ্বকাপ নিয়ে জোকোভিচের চমকপ্রদ ভবিষ্যদ্বাণী

সাবেক এমপি জয়সহ ৫ জনের ৮৬ ব্যাংক হিসাব ফ্রিজ  

২০২৬ সালের হজে ফটোগ্রাফি নিষিদ্ধের গুজব

১০

সিটির বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

১১

৩৮ দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

১২

পুলিশে বড় রদবদল

১৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দ

১৪

ছিনতাই হওয়া ট্রাকসহ ৭০ ব্যারেল তেল উদ্ধার

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২

১৬

বিশ্বজিৎ হত্যার বিচার নিশ্চিত করতে আইনি সহায়তা দিতে চায় জবি শিক্ষক সমিতি

১৭

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০.৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি 

১৮

প্রতিদিন তুলসী পাতা ভেজানো পানি খেলে কী হয়? জানলে অবাক হবেন

১৯

দুর্নীতির লাগাম টানায় বিএনপির ‘ট্র্যাক রেকর্ড’ আছে : তারেক রহমান

২০
X