কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:১১ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাইফ আলী খানকে ছুরিকাঘাতের সন্দেহে একজন আটক

সাইফ আলী খান (বাঁয়ে) ও গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি। ছবি : সংগৃহীত
সাইফ আলী খান (বাঁয়ে) ও গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। তবে তিনি সাইফকে ছুরিকাঘাত করেছেন কি না বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিই কি না তা নিশ্চিত হওয়া যায়নি। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, অভিনেতা সাইফ আলি খানকে তার মুম্বাইয়ের বাড়িতে ছুরিকাঘাতের একদিন পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রযুক্তিগত তথ্য এবং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পর প্রাথমিক পুলিশি বিচার-বিশ্লেষণে ওই ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, লোকটিকে বান্দ্রা থানায় নিয়ে আসা হচ্ছে। এ সময় তাকে বেশ বিধ্বস্ত লাগছিল। তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। ছুরিকাঘাত-অনুপ্রবেশের মামলায় পুলিশ এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখায়নি।

সূত্র জানায়, গতকালের ঘটনার পর বান্দ্রা রেলওয়ে স্টেশনের কাছে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে। পুলিশ ধারণা করছে, তিনি ধরা পড়ার হাত থেকে বাঁচতে পালানোর আগে পোশাক পরিবর্তন করেছেন।

পুলিশ এ মামলার তদন্তে ২০টি দল গঠন করেছে এবং অভিযুক্তকে খুঁজে বের করার জন্য প্রযুক্তিগত তথ্য সংগ্রহ এবং নিজস্ব গোয়েন্দা সোর্স ব্যবহার করছে। তারা আশা করছেন, দ্রুতই এ ঘটনার জট খুলবে এবং প্রকৃত অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে।

এদিকে ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত অভিনেতা সাইফ আলি খানের সফল অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।

লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বিট্রিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। চিকিৎসকরা বলছেন, তিনি এখন বিপদমুক্ত এবং দ্রুত সুস্থ হচ্ছেন। যদিও ৫৪ বছর বয়সী অভিনেতার মেরুদণ্ড, ঘাড় এবং হাতে ছুরিকাঘাত গুরুতর; তবুও যথাসময়ে অস্ত্রোপচার হওয়ায় বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন।

সাইফের অস্ত্রোপচার করা একজন চিকিৎসক নীতিন ডাঙ্গে বলেন, মেরুদণ্ডে ছুরিকাঘাতের কারণে তার থোরাসিক স্পাইনাল কর্ডে বড় ক্ষত হয়েছে। ছুরির টুকরো অপসারণের জন্য এবং মেরুদণ্ডে জমাট বাধা তরল পদার্থ বের করার জন্য অস্ত্রোপচার করা হয়েছে।

সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।

ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য ৫ লাখের বেশি

অমোচনীয় কালি উঠে যাওয়া নিয়ে যা বললেন রাবি ভিসি

কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন?

ভোটার তালিকা দেখতে পারছেন না এজেন্টরা, অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর

অনলাইনে এইচএসসির ফলাফল দ্রুত জানবেন যেভাবে

ঘষা দিলেই উঠে যাচ্ছে ‘অমোচনীয়’ কালি

কারিগরিতে জিপিএ-৫ পেয়েছে ১৬১০ জন, পাসের হার কত?

ভোটগ্রহণের আগেই স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

৩৪৫ প্রতিষ্ঠানে সবাই পাস

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন সোনাক্ষী

১০

এইচএসসি: কোন বোর্ডের ফল পেতে কীভাবে এসএমএস পাঠাবেন

১১

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১, জিপিএ-৫ কত?

১২

এইচএসসি পরীক্ষায় কোন বোর্ড এগিয়ে, পিছিয়ে যে বোর্ড

১৩

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য 

১৪

‘জীবনের প্রথম ভোট, খুবই ভালো লাগছে’

১৫

এইচএসসিতে জিপিএ ৫-এর সংখ্যা কমলো অর্ধেকেরও বেশি

১৬

তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব

১৭

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত

১৮

ভারতে চিকিৎসা নিতে গিয়ে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী

১৯

‘যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে তা কষ্ট দেয়’

২০
X