কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৯:৫৮ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ব্রিগেডিয়ারের বিরুদ্ধে কর্নেলের স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগ

প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

ভারতের সেভেন সিস্টারসের একটি রাজ্য মেঘালয়। রাজ্যটির রাজধানী শিলংয়ে ভারতীয় সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক কর্নেলের স্ত্রী। এ ঘটনায় মেঘালয় পুলিশ মামলা দায়ের করেছে।

শুক্রবার (১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানির মামলাটি দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং ভারতীয় সেনাবাহিনীও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অভিযোগকারী নারীর স্বামী শিলংয়ে কর্মরত এক কর্নেল। গত সোমবার (১১ মার্চ) তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ব্রিগেডিয়ারের বিরুদ্ধে অসদাচরণের একাধিক ঘটনার উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে অনুপযুক্ত মন্তব্য, শারীরিকভাবে ভয় দেখানো এবং হুমকি দেওয়া।

সর্বশেষ ঘটনাটি ঘটে ৮ মার্চ, অফিসার্স মেসে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের সময়। অভিযোগকারীর দাবি, ওই ব্রিগেডিয়ার বারবার তাকে নিয়ে অনুপযুক্ত মন্তব্য করেন। তার অনাগ্রহ সত্ত্বেও, অভিযুক্ত ব্যক্তি থামেননি এবং অশালীন ভাষা ব্যবহার করতে থাকেন।

ভুক্তভোগী আরও জানান, একপর্যায়ে ওই ব্রিগেডিয়ার শারীরিকভাবে তাকে আক্রমণ করার চেষ্টা করেন, যা দেখে তার স্বামী হস্তক্ষেপ করতে বাধ্য হন। অভিযুক্ত ব্যক্তি তার প্রতিবেশী হওয়ায় তিনি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এর আগেও অভিযোগপত্রে ১৩ এপ্রিল ২০২৩ সালের একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। ওই নারী জানান, এক সহকর্মীর আয়োজিত অনুষ্ঠানে অভিযুক্ত ব্রিগেডিয়ার তার পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন। এরপর জুন মাসে এক নৈশভোজের সময়, স্বামীর সামনেই তিনি জোর করে তার হাত ধরেছিলেন।

ভুক্তভোগী নারী বলেন, এসব ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, যার ফলে আগে পুলিশের কাছে অভিযোগ করতে পারেননি। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন।

তার অভিযোগের ভিত্তিতে মেঘালয় পুলিশ ভারতীয় দণ্ডবিধির অধীনে যৌন হয়রানি, নারীর শালীনতা লঙ্ঘন এবং অপরাধমূলক ভয় দেখানোর ধারায় মামলা দায়ের করেছে।

এদিকে এখনো পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি, তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসে আসছে টানা ৩ দিনের ছুটি

নেতানিয়াহুকে দুঃসংবাদ দিলেন তার সাবেক আইনজীবী

বাংলাদেশে কারাদণ্ডের রায়ে টিউলিপের প্রতিক্রিয়া

যে ৫ লক্ষণে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

জামায়াত নেতার বাড়িতে আগুন, সব পুড়ে ছাই

প্রশাসনের ২২ কর্মকর্তার পদোন্নতি

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

নিঃশব্দে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? জানুন ৫ লক্ষণ

মানবতাবিরোধী অপরাধ হলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার ট্রাইব্যুনালে হবে : চিফ প্রসিকিউটর

আমরণ অনশনে বসলেন এনসিপি নেতা জাহাঙ্গীর

১০

ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার সংবাদ প্রকাশ না করার আহ্বান

১১

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

১২

ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ

১৩

যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ ক্রোক করল দুদক

১৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন কার্যক্রম স্থগিত

১৫

মেট্রোরেল-এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের চুক্তি স্বাক্ষর

১৬

আগুনে পুড়ে যাওয়া কড়াইলবাসীর পাশে দাঁড়াল দেশবন্ধু গ্রুপ

১৭

যে ৪ ধরনের মানুষের জন্য চিয়া সিড বিপজ্জনক

১৮

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

১৯

শরীয়তপুরে প্রথম নারী পুলিশ সুপার রওনক জাহান

২০
X