কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক নিয়ে মোদির প্রতিক্রিয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২৫ শতাংশ শুল্ক এবং রাশিয়া থেকে জ্বালানি আমদানির কারণে অতিরিক্ত জরিমানার হুমকির পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার নিজের নির্বাচনী এলাকা উত্তরপ্রদেশের বারাণসীতে দেওয়া এক বক্তৃতায় এ বিষয়ে কথা বলেন তিনি।

মোদি বলেন, বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে, তখন ভারতের উচিত নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। এ সময় তিনি দেশবাসীর প্রতি ‘স্বদেশি’ পণ্য কেনার আহ্বান জানান।

জনসভায় মোদি বলেন, ‘আজ বিশ্ব অর্থনীতি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিটি দেশ এখন নিজের স্বার্থে কাজ করছে। ভারতও শিগগিরই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। এই পরিস্থিতিতে আমাদের নিজেদের কৃষি, শিল্প ও যুবসমাজের কর্মসংস্থানকে রক্ষা করা জরুরি। সেই লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।’

তিনি আরও বলেন, দেশের নাগরিকদেরও এখন দায়িত্ব নিতে হবে। শুধু মোদি একা বললে চলবে না, সবাইকে বলাতে হবে—দেশীয় পণ্য কিনুন। যখনই কিছু কিনব, মনে রাখতে হবে সেটি যেন ভারতীয়দের শ্রম ও দক্ষতায় তৈরি হয়। ‘ভোকাল ফর লোকাল’ হতে হবে আমাদের মন্ত্র।

মোদির কথায়, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার এই সময়ে, ব্যবসায়ীদেরও স্বদেশি পণ্য বিক্রি করার সংকল্প নিতে হবে। এটাই হবে দেশের প্রতি সেবা এবং মহাত্মা গান্ধীর প্রতি সত্যিকারের শ্রদ্ধা। সম্মিলিত প্রচেষ্টাতেই বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

এর আগে, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। একই সঙ্গে ভারত ও রাশিয়াকে ‘মৃত অর্থনীতি’ হিসেবে কটাক্ষ করেন।

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বৃহস্পতিবার সংসদে বলেন, ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং সরকারের পক্ষ থেকে পুরো পরিস্থিতির মূল্যায়ন করা হচ্ছে। তিনি জানান, সংশ্লিষ্ট রপ্তানিকারক, শিল্প মালিক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সঙ্গে পরামর্শ করে জাতীয় স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেসে বিল পাস

১৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

জালনোটসহ তিন কিশোর আটক

ঢাকায় শীত অনুভব, সকালে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রিতে

চলতি বছর ভূমধ্যসাগরে রেকর্ড অভিবাসীর মৃত্যু

রাজধানীতে আজ কোথায় কী

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে চলন্ত বাসে আগুন

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই : মান্না

১০

মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

১১

জামালপুরে একাধিক পয়েন্টে চেকপোস্ট

১২

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৩

ইভ্যালির রাসেলের কারাদণ্ডসহ অর্থদণ্ড

১৪

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

১৫

ঝুঁকি নিয়ে খেয়া পারাপার

১৬

আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে ছিল ৯ রাউন্ড গুলির খোসা

১৭

উত্তরায় যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

১৮

জবি ছাত্রী হলে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ

১৯

চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার কফিল উদ্দিনের

২০
X