যাত্রাপথে বাস বা ট্রেনে বিতর্কে জড়ানো নতুন নয়। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। চলন্ত ট্রেনে এক যাত্রীকে অনবরত থাপ্পড় দিচ্ছেন এক টিটিই। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, চলন্ত ট্রেনের ভেতরে এক যাত্রীকে অবরত থাপ্পড় দিচ্ছেন এক টিটিই। ভারতের বারাউনি-লখনৌ এক্সপ্রেসে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওই টিটিইকে রেলওয়ে থেকে বরখাস্ত করা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, ওই যাত্রীকে দাঁড়াতে বলছেন টিটিই। একপর্যায়ে তিনি যাত্রীর মাফলার ধরে টানাটানি শুরু করেন। এ সময় ওই যাত্রী বলেন, মেরা কই গালতি হায়, স্যার। (আমার কী ভুল হয়েছে।)
টিটির এমন আচরণের কারণ স্পষ্ট হওয়া যায়নি। তবে ভিডিও ধারণ করা ওই ব্যক্তিকে টিটিইর কাছে বলতে শোনা যায়, কী জন্য তাকে মারছেন। তাকে কি টিকেট দিবেন?।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলীয় রেলওয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। রেলওয়ে বিভাগ নিশ্চিত করেছে যে রেলওয়ের ওই কর্মীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন