সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০১:১০ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ
ভারতে ট্রেন দুর্ঘটনা

চাকরি পেতে মৃত মাকে ‘নিখোঁজ’ সাজিয়ে অভিনয়

ভারতের ওড়িশায় দুর্ঘটনায় বিধ্বস্ত ট্রেনের বগি। ছবি : সংগৃহীত
ভারতের ওড়িশায় দুর্ঘটনায় বিধ্বস্ত ট্রেনের বগি। ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরে গত ২ জুন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বহু মানুষের প্রাণহানি ঘটে। চাকরির জন্য সেই ঘটনাকে পুঁজি করতে গিয়ে ধরা খেয়েছেন এক যুবক। ২০১৮ সালে মারা যাওয়া মাকে ট্রেন দুর্ঘটনায় ‘নিখোঁজ’ সাজিয়ে অভিনয় করেন তিনি। তবে শেষ পর্যন্ত তার চতুরতা ধরে ফেলেছেন ভারতের রেলকর্মকর্তারা।

ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ওই যুবক দাবি করেন দুর্ঘটনার সময় তিনি এবং তার মা করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন। দুঘর্টনার সময় তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলেন। ঘটনা ঘটার পর থেকে তিনি তার মাকে আর খুঁজে পাচ্ছেন না। এ নিয়ে তিনি রেলমন্ত্রীর কাছে যান; যে কোনো মূল্যে মায়ের খোঁজ চান।

তিনি দাবি করেন, ওড়িশায় রেল, হাসপাতাল, স্থানীয় প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও তার মাকে খুঁজে বের করার কোনো সুরাহা হয়নি। কেউ তার কথা শুনতে চাননি। পরে মরিয়া হয়ে রেলমন্ত্রীর দ্বারস্থ তিনি।

এদিকে ওই ছেলের সব কথা শুনে রেল মন্ত্রণালয়ে কর্মকর্তারা জরুরি বার্তা পাঠান দক্ষিণ-পূর্ব রেলের সদরে। এর পরপরই সর্বোচ্চ তৎপরতায় খোঁজ শুরু করেন স্থানীয় কর্মকর্তারা।

ওই ব্যক্তি রেল কর্মকর্তাদের জানান, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এস-৩ (স্লিপার) কামরার যাত্রী ছিলেন তিনি এবং তার মা। তিনি নিজে দরজার কাছে ছিলেন। দুর্ঘটনায় ছিটকে বাইরে পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে জ্ঞান ফিরলে তার মাকে খুঁজে পাননি তিনি।

তবে ওই ব্যক্তি তাদের টিকিটের তথ্য দিতে পারেনি রেল কর্মকর্তাদের। কোথায় টিকিট কাটা হয়েছে তাও বলতে পারেননি। শুধু জানান, এক এজেন্ট তাদের টিকিট কেটে দিয়েছেন। এসব তথ্যের ভিত্তিতে সংরক্ষিত টিকিটের রিকুইজিশন স্লিপ ও প্রতীক্ষা তালিকায় খোঁজ শুরু করা হয়। যেসব স্টেশনে ওই ট্রেন থেমেছে বা যাত্রীরা উঠেছেন সেখানকার সিসি ক্যামেরার ছবি সংগ্রহে করে সন্ধান চলানো হয়। শালিমার, সাঁতারগাছি, খড়্গপুর, বালেশ্বর প্রভৃতি স্টেশন ছিল ওই তালিকায়।

তার পরে পিএনআর-তথ্য ধরে এস-৩ কামরার সব যাত্রীকে ফোন করে ওই নারীর সম্পর্কে জানতে চাওয়া হয়। সব শেষে যাত্রীদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে শেয়ার করা হয় ওই ব্যক্তির মায়ের ছবি। কিন্তু সেখানে কেউই কোনো হদিস দিতে পারেননি। এমনকি ওই কামরায় যারা উদ্ধারকাজ চালিয়েছিলেন তারাও জানান, এমন কোনো নারীকে দেখা যায়নি।

এরপরই রেল কর্মকর্তাদের প্রশ্নের মুখে ভেঙে পড়েন ওই ব্যক্তি। তখন তিনি জানান, তার মা ২০১৮ সালেই মারা গিয়েছেন। মূলত একটি চাকরির জন্য তার এই অভিনয়।

ওই ব্যক্তি জানান, তার কোনো ক্ষতিপূরণ প্রয়োজন নেই, কিন্তু একটি চাকরি খুব দরকার।

এদিকে মানবিকতার খাতিরে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি রেল বিভাগ। তবে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের এক কর্মকর্তা বলেন, বালেশ্বরে ওই দুর্ঘটনায় মৃতদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ ও বিহারের বাসিন্দা। তাই ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য শেষ পর্যন্ত খোঁজ চালাতে হয়েছে আমাদের।

তারা জানান, এখনো ৮২টি মৃতদেহের দাবিদার মেলেনি। নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন হবে : এসএম জাহাঙ্গীর

অ্যানফিল্ডে এক দশকের অভিশাপ ভাঙল ম্যানচেস্টার ইউনাইটেড

রূপনগরে আগুন / ডিএনএ শনাক্তের পর ১৬ মরদেহ পেলেন স্বজনেরা

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক 

সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : বাসস চেয়ারম্যান

রোমাঞ্চকর জয়ে ভারতকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

‘আগুন লাগার ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে’

কিডনি রোগীদের জন্য যে ১০ খাবার নিষেধ

গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা 

১০

গোপালগঞ্জের কাশিয়ানীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

আ.লীগের কেন্দ্রীয় ১ নেতা গ্রেপ্তার

১২

হোটেলে নাশতা খেয়ে শিশুসহ ৬ জন অজ্ঞান

১৩

তাঁতিবাজারে জবি শিক্ষার্থীদের অবরোধ

১৪

তিন ধর্মের উপাসনাস্থল নির্মিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ে

১৫

সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

রাজধানীতে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

বিএনপি ক্ষমতায় এলে সব দুঃশাসনের কবর দেওয়া হবে : জুয়েল

১৮

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ষড়যন্ত্রের অংশ : সারজিস

১৯

জবি ছাত্রদল নেতা খুন, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

২০
X