কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজার প্রধান নেতা নিহতের ঘটনায় সামরিক শাখার হুঁশিয়ারি

গাজায় ইসরায়েলি বাহিনীর সেনারা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর সেনারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে দলটির সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে গোষ্ঠীটি এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

এতে বলা হয়েছে, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ভয়াবহ ঘটনা। এ ঘটনা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের প্রভাব ফেলবে।

বিবৃতিতে বলা হয়েছে, গর্ব ও সম্মানের সর্বোচ্চ অভিব্যক্তির সঙ্গে আল কাসেম ব্রিগেড আমাদের সংগ্রামী ফিলিস্তিনি জনগণ, আমাদের আরব এবং ইসলামিক দেশগুলো ও বিশ্বের মুক্ত জনগণের কাছে ঘোষণা করছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কমান্ডার ইসমাইল আবদুল সালাম হানিয়া শাহাদত বরণ করেছেন। তেহরানে তার বাসভবনকে লক্ষ্য করে কাপুরুষ ইহুদিবাদীদের হামলায় তিনি শহীদ হন। এই নাৎসি অপরাধের প্রতিক্রিয়া হিসেবে, আমরা নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করছি-

প্রথমত,আমাদের নেতা ও যোদ্ধা আবু আল আব্দ (ইসমাইল হানিয়া) সংগ্রাম এবং ত্যাগে ভরা জীবনের পর পরবর্তী জীবনে আরোহণ করেন। পুরো জীবনে তিনি আন্দোলনের বিকাশ ও সংগ্রামের বিভিন্ন স্তরের সঙ্গে ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে স্পষ্ট অবদান ও চিহ্ন রয়ে গেছে। তিনি ফিলিস্তিনিদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং প্রতিরোধ আন্দোলনকে শক্তিশালী করতে, জাতির প্রচেষ্টাকে একত্রিত করতে ও জেরুজালেমের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আল আকসা এবং এর পবিত্রতা রক্ষায় আমাদের জনগণকেব সঙ্গে নিয়ে সর্বোত্তম যুদ্ধ, আল আকসা অভিযান এবং পরবর্তী প্রতিরোধ যুদ্ধে সময়ে তিনি শাহাদাত বরণ করেছেন।

দ্বিতীয়ত, ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে হানিয়ার হত্যাকাণ্ড একটি তাৎপর্যপূর্ণ এবং বিপজ্জনক ঘটনা, যা যুদ্ধকে নতুন মাত্রায় স্থানান্তরিত করবে এবং সমগ্র অঞ্চলে এর বড় প্রভাব পড়বে। শত্রুরা তাদের আগ্রাসনের পরিধি প্রসারিত এবং বিভিন্ন অঙ্গনে প্রতিরোধের নেতাদের হত্যা ও আঞ্চলিক রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করেভুল করেছে। নেতানিয়াহু জাগতিক বিভ্রান্তিতে অন্ধ হয়ে, দখলদার সত্তাকে অতল গহ্বরের দিকে চালিত করছে এবং ফিলিস্তিনি ভূমি থেকে এর পতন ও স্থায়ীভাবে নির্মূলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে।

তৃতীয়ত, এই ইহুদিবাদীদের বেপরোয়াতার অবসান ঘটাতে হবে এবং আরও আগ্রাসন ঠেকাতে তার হস্তক্ষেপকারী হাতকে সংযত রেখে প্রবল শত্রুকে দমন করতে হবে। ফিলিস্তিনের বিভিন্ন ফ্রন্টজুড়ে শত্রুদের ক্রমাগত অপরাধ এই অঞ্চলের সমস্ত জাতি এবং জনগণের জন্য মারাত্মক শঙ্কার বিষয়। এর ফলে এ অঞ্চলের সকলে ফিলিস্তিনের প্রতিরোধকে সমর্থন করতে বাধ্য করে। এই প্রতিরোধ সমগ্র জাতির জন্য সামনের সারির প্রতিরক্ষা হিসেবে কাজ করে, যে কারণে শত্রুরা এই অঞ্চলের জাতি ও জনগণের বিরুদ্ধে বৃহত্তর আগ্রাসনের দিকে মনোনিবেশ করার জন্য এটিকে চূর্ণ ও দমন করার চেষ্টা করে আসছে।

চতুর্থত, আমাদের নেতা ইসমাইল হানিয়ার রক্ত, আজ গাজার শিশু, নারী, যুবক ও প্রবীণদের রক্তে এবং আমাদের জনগণ ও যোদ্ধাদের রক্তের সাথে মিশে আছে। আর এ বিষয়টি স্পষ্ট করে যে প্রতিরোধ ও এর নেতারা যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে, মানুষের পাশাপাশি রয়েছে। এই রক্ত ​​বৃথা যাবে না, এ রক্তের বিনিময়ে আলোকিত হবে মুক্তির পথ। গাজা, পশ্চিম তীরে এবং তার সীমানার মধ্যে, যেখানেই আমাদের যোদ্ধারা পৌঁছাবে সেখানে শত্রুরা তাদের রক্ত ​​দিয়ে আগ্রাসনের মূল্য দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

২০ লাখ টাকা চাঁদা দাবি, এনসিপি নেতাসহ আটক ৩

নির্বাচন সুষ্ঠু করার প্রচেষ্টা চলছে : শিল্প উপদেষ্টা

বিমানবন্দর ও গুলশান-বনানীতে হর্ন বাজালেই কঠোর ব্যবস্থা ডিএমপির

চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে : ডা. শাহাদাত

শাবিপ্রবিতে ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

কারাগারে গ্যাং সদস্যদের সহিংসতা, জরুরি অবস্থা জারি

১০

চৌদ্দগ্রামে নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ায় ডা. তাহেরের নিন্দা ও প্রতিবাদ 

১১

ফেসবুকে ভাইরাল ছবি নিয়ে ক্ষুব্ধ হাসান মাসুদ

১২

স্বেচ্ছাসেবক দলে বহিষ্কারাদেশ প্রত্যাহার, একাধিক নেতা পুনর্বহাল

১৩

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

১৪

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৩ শিক্ষার্থী নিহত

১৫

বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৫০ নেতাকর্মী

১৬

জাবির বরখাস্ত হওয়া নিয়ে যা বললেন এমবাপ্পে

১৭

পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকরের তারিখ চূড়ান্ত

১৮

সানওয়ে-জেজি হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

১৯

নতুন প্রজন্ম হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে : অর্থ উপদেষ্টা

২০
X