কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

স্কুলে ইসরায়েলের বোমা হামলা, জাতিসংঘের ৬ কর্মী নিহত

ইসরায়েলের হামলার পর ছিন্ন মরদেহের খোঁজে গাজার স্থানীয় মানুষ। ছবি : সংগৃহীত
ইসরায়েলের হামলার পর ছিন্ন মরদেহের খোঁজে গাজার স্থানীয় মানুষ। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সামরিক বাহিনী মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত আল-জাউনি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন জাতিসংঘের কর্মী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্কুলটিতে হামলায় নিহতদের মধ্যে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপকসহ ছয়জন ইউএনআরডব্লিউএর কর্মী। সংস্থাটি বলেছে, ১১ মাসের যুদ্ধে একক ঘটনায় এটিই তার কর্মীদের জন্য সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলায় নারী ও শিশুদের দেহ টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মানুষ সেসব কুড়িয়ে এক স্থানে জড়ো করেন।

স্কুলটি জাতিসংঘ পরিচালনা করছিল। সেখানে বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। স্কুলে ইসরায়েলের হামলার পরের ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা ইউএনআরডব্লিউএর লোগো পড়ে আছে। উদ্ধারকারীরা টুকরো মরদেহ খাবারের ব্যাগে করে সরিয়ে নিচ্ছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ। এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলে হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার ৮৫ শতাংশ বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা। এ ছাড়া ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ পরিবারের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

দুই বিমানবালাকে মারধর, সৌদি নাগরিক গ্রেপ্তার

স্বচ্ছ রাজনীতি ও মুক্ত চিন্তার পরিবেশ গড়তে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে : আমিনুল হক

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চালু

পুলিশ হেফাজত থেকে হাতকড়া নিয়ে পালানো সেই মাহবুব গ্রেপ্তার

গুলশানে ডাক পেলেন বরিশালের ২১ আসনের মনোনয়নপ্রত্যাশীরা

বিশ্লেষণ / চীনের সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি কি বাংলাদেশের জন্য ঝুঁকির?

চলতি অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার

জেন্ডার অ্যান্ড ডিসেবিলিটি ইনক্লুশন অফিসার পদে নিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন

১০

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কাবাডিতে রানার্সআপ

১১

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র : রহমাতুল্লাহ

১২

শেকৃবিতে ভোক্তা অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কোথায় আছেন, জানাল কারা অধিদপ্তর

১৪

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৫

তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সৎ নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী

১৬

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

১৭

‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কুদরত উল্লাহ

১৮

নভেম্বরে ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে : তথ্য উপদেষ্টা

১৯

হারবাল পণ্য কি সত্যিই লিভার পরিষ্কার করে?

২০
X